প্রথম টেস্টে পিচ কেমন হবে?

India vs Bangladesh

Reporter name :

Reporter Image :

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram

স্পোর্টস ডেস্ক: ১৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। তার আগে অনুশীলন শুরু করেছে ভারতীয় দল। কিন্তু পিচ কেমন হবে সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে যতদূর জানা গিয়েছে, চেন্নাইতে লাল মাটির পিচে খেলা হতে পারে বলে মনে করা হচ্ছে।

চেন্নাইয়ে দু’ধরনের পিচ রয়েছে। একটি লাল মাটির, অন্যটি কালো। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট হতে পারে লাল মাটির পিচে। নেটে লাল মাটির পিচে ভারতীয় পেসারদের বল করতে দেখা গেল। বাংলাদেশের ক্রিকেটারেরা ঘরের মাঠে কালো মাটির পিচে খেলতে অভ্যস্ত। সেই পিচ মন্থর। ভারত তাই বাংলাদেশের বিরুদ্ধে এমন পিচ চাইছে, যেখানে লাল মাটির প্রাধান্য রয়েছে। পিচে ঘাসও থাকবে। সকাল সাড়ে ১১টার মধ্যে পিচ ঢেকে দেওয়া হচ্ছে, যাতে তা রোদে শুকিয়ে ফেটে না যায়। ২০১৯ সালে শেষ বার টেস্ট খেলতে ভারতে এসেছিল বাংলাদেশ। সে বার ইনদওর এবং কলকাতায় পেস সহায়ক পিচ বানানো হয়েছিল।

Share the Post:

Related Posts