কলকাতা: স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনরত চিকিৎসকদের বৃহস্পতিবার বিকেল ৫টায় বৈঠকে ডাকল নবান্ন। তাঁদের জানানো হয়েছে, বৈঠকের সরাসরি সম্প্রচার হবে না। তবে তা রেকর্ড করা হবে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথাও জানানো হয়েছে। এবং ১৫ জন আন্দোলনকারীকে ডাকার ডাক দিয়েছে নবান্ন। এবার আন্দোলনকারী ডাক্তাররা কি জানায় সেটাই দেখার।
