নাবালিকাকে ধর্ষণকাণ্ডে (Ranaghat Rape) ৭ বছরের সাজা, রায় দিল রানাঘাট আদালত (Ranaghat Session Court)। ২০২০ সালে রানাঘাট মহিলা থানার রামনগর ২ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দার সুকুমার বিশ্বাস এক নাবালিকাকে ধর্ষণ করেন। পুলিশ তাকে আটক করলেও অভিযোগকারী ও নাবালিকা বাংলাদেশের চলে যায়। তাই অনেক দিন কেসটি ঝুলে ছিল। অবশেষে ১১ জন সাক্ষী দেওয়ার পরেও দোষীকে ৭ বছরের সাজা শোনায় আদালত।
রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ নিজের ব্যক্তিগত যোগাযোগ করে বাংলাদেশের একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারের সাহায্যে বাংলাদেশে থেকে নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলেন। এই প্রথম রানাঘাট কোর্টে ভিডিও কলের মাধ্যমে সাক্ষী গ্রহণ করে আদালত। সমস্ত সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর বুধবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। এই কেসটি ব্যক্তিক্রমী, এর সমাধানের জন্য রানাঘাট কোর্টে এই প্রথম ভিডিও কলের মাধ্যমে সাক্ষী গ্রহণ করল।