এবার ৮ ঘণ্টা আগেই মিলবে রিজার্ভেশন চার্ট

ওয়েব ডেস্ক: সাধারণ মানুষের নিত্যদিনের যাত্রার সঙ্গী রেল। সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে দ্রুত উন্নতির শিখরে পৌঁছচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। যাত্রীরা যাতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেই লক্ষ্যেই কাজ করে চলেছে রেল। আর এবার এক নয়া পদক্ষেপ গ্রহণ করল রেল। স্টেশন থেকে ট্রেন রওনা হওয়ার ৮ ঘণ্টা আগেই সংরক্ষিত আসনের তালিকা (Reserved Seat Chart) তৈরি করবে রেল। অপেক্ষার সময়ে বিয়োগ হল ৪ ঘণ্টা। এখন ট্রেন রওনা দেওয়ার ৪ ঘণ্টা আগে তৈরি হয় সংরক্ষিত আসন তালিকা (Reserved Seat Chart)। রেলের লক্ষ্য রয়েছে একদিন আগেই (24 Hours Before) তালিকা তৈরির। তবে আপাতত ৪ ঘণ্টা আগে তৈরির সিদ্ধান্তে সিলমোহর দিল রেল (Indian Railways)। মাত্র কয়েক ঘণ্টা আগে সংরক্ষিত আসনের লিস্ট (Reserved Seat Chart) প্রকাশ করায় সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এত কম সময়ে বিকল্প ব্যবস্থাও করা মুশকিল হয়ে পড়ে। তাই যাত্রীদের কথা মাথায় রেখে স্টেশন থেকে ট্রেন রওন দেওয়ার ২৪ ঘণ্টা আগে তালিকা তৈরির পরিকল্পনা করছে রেল। বর্তমানে পাইলট প্রোজেক্ট হিসেবে পরীক্ষামূলকভাবে রাজস্থানের বিকানের ডিভিশনে (Rajasthan Bikaner) এই কাজ আলো দেখছে। এটির সাফল্যের উপর নজর রেখে ধীরে ধীরে সমগ্র দেশ জুড়েই এই ব্যবস্থা কার্যকর হবে। জানা গিয়েছে, দুপুর ২ পর্যন্ত রওনা হওয়া ট্রেনগুলির ক্ষেত্রে আগেরদিন রাত ৯ টার মধ্যে প্রস্তুত হবে সংরক্ষিত আসন চার্ট। অন্যান্য ট্রেনগুলির ক্ষেত্রে আট ঘণ্টা আগে তালিকা দেওয়া হবে। অন্যদিকে, আধুনিকতার ছোঁয়া পেয়েছে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম বা পিআরএস (PRS)। তাই গোটা দেশে প্রতি মিনিটে দেড় লক্ষের কাছাকাছি মানুষ টিকিট কাটতে পারছেন। আগের তুলনায় পাঁচগুণ বেড়েছে।
বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ

কলকাতা: বঙ্গোপসাগরের উপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ (Low Pressure in Bay of Bengal)। হাওয়া অফিস জানিয়েছে এর জেরে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া এবং বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে বৃষ্টির সম্ভবনা (West Bengal Rain Forecast)। জানা গিয়েছে, এই মুহূর্তে বাংলাদেশ ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করেছে নিম্নচাপটি। এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার দিকে এগোবে। পাশাপাশি, এদিন দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির (Rain Update) সম্ভবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া বইতে পারে। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। সোমবার ও মঙ্গলবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা ,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। অপরদিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক প্রশ্ন সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝড়ো বাতাস। মৎস্যজীবীদের জন্য জারি হয়েছে সতর্কবার্তা। বাংলার উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি আবহাওয়া দপ্তরের।
India-US trade deal almost finalised how much tariff relief will India get

The much-awaited India-US interim trade deal could be announced by July 8, as sources say all terms have been agreed upon by both sides. An Indian team, led by chief negotiator and Special Secretary in the Department of Commerce Rajesh Agrawal, has been in Washington to finalise the talks. The deal comes just in the nick of time, as Trump’s deadline for imposing reciprocal tariffs on countries worldwide ends on July 9. Following his “whatever we want” remark about tariff deadlines on Friday, Trump told Fox News that his administration is unlikely to extend them. The US has suspended 26 per cent levies on Indian imports till July 9 – which was announced by Trump on April 2 to bridge the trade gap – while the baseline tariff of 10 per cent still stands. India has been seeking full exemption from the additional 26 per cent tariff. Both sides are working towards a multi-sectoral, comprehensive first tranche of a Bilateral Trade Agreement (BTA) by October this year. Of late, Trump has repeatedly hinted at a major trade deal in the works with India. Last week, he said his administration was looking to remove all trade barriers, which he called “unthinkable”. The trade deal between India and the US primarily focusses on key sectors such as agriculture, automobiles, industrial goods, and labour-intensive products. Agriculture and dairy sectors are difficult and challenging areas for India to give duty concessions to the US. India has not opened up dairy in any of its free trade pacts signed so far. The US wants duty concessions on certain industrial goods, automobiles – especially electric vehicles, wines, petrochemical products, dairy, and agricultural items like apples, tree nuts, and genetically modified crops. India is seeking duty concessions for labour-intensive sectors like textiles, gems and jewellery, leather goods, garments, plastics, chemicals, shrimp, oil seeds, grapes, and bananas in the proposed trade pact.
সপ্তাহের প্রথম দিনে মেট্রো থমকাল ২ বার

কলকাতা: সপ্তাহের কাজের প্রথমদিন দু’দফায় মেট্রো বিপর্যয়ে (Metro Service Disrupted) চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সোমবার সকালের ব্যস্ত সময় ২ ঘণ্টার বেশি সময় ধরে ব্যাহত রইল মেট্রো পরিষেবা। এদিন সকাল ৯টা থেকে কবি সুভাষ-দক্ষিণেশ্বর পর্যন্ত স্তব্ধ হয়ে পড়ে মেট্রো চলাচল। ভাঙা পথে চলছিল মেট্রো। গিরিশ পার্ক (Girish Park) থেকে ময়দান (Maidan) পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ। কবি সুভাষ থেকে ময়দান ও দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ ও ডাউনে মেট্রো চলছে। মাঝের কয়েকটি স্টেশনে আবার পুরোপুরি বন্ধ থাকল পরিষেবা। এর ফলে বিপাকে পড়েন যাত্রীরা। রাস্তায় তৈরি হয় তীব্র যানজট। ১১টা নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হলেও নতুন করে বিপত্তি দেখা দেয়। মেট্রো সূত্রেই জানা যায়, বেলগাছিয়া লাইনে আত্মহত্যার চেষ্টা হয়েছে। তিনি পুরুষ নাকি মহিলা তা এখনও জানা যায়নি। মেট্রো কর্তৃপক্ষের তরফে তাঁকে লাইন থেকে উদ্ধারের চেষ্টা চলছে। লাইন ফাঁকা না হওয়া পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এখন গিরিশ পার্ক থেকে কবি সুভাষ পর্যন্ত ভাঙা পথে মেট্রো চলছে। দক্ষিণেশ্বর থেকে মোয়াপাড়া পর্যন্ত মেট্রো চলছে। বাকি পরিষেবা বন্ধ। তার ফলে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে দ্বিতীয় দফায় চূড়ান্ত ভোগান্তির শিকার যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, সোমবার সকাল ৯টা নাগাদ চাঁদনি ও সেন্ট্রাল স্টেশনের মাঝখানে লাইনে জল দেখা যায়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে সকাল ৯টা ০৫ থেকে ভাঙা পথে মেট্রো পরিষেবা চালু করা হয়। ১০টা ৫৮ থেকে আবার সম্পূর্ণ পথে মেট্রো চলতে শুরু করে। কিন্তু তার পরেই বিপত্তি। আত্মহত্যার চেষ্টার কারণে আবার থমকে যায় পরিষেবা। যাত্রীরা জানিয়েছে, সোমবার সকাল ৮টার পর থেকেই মেট্রোর গতি ধীর হতে শুরু করে। কোনও মেট্রো দমদম থেকে ছাড়তে দেরি করে। কোনওটা আবার স্টেশন ছাড়লেও তার পরেই থামতে থামতে এগিয়েছে। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ার কারণে বিপাকে পড়েন অফিস এবং স্কুল, কলেজ যাত্রীরা। তাঁদের অভিযোগ, ভাঙা পথে চলার সময়েও বিঘ্নিত হয়েছে পরিষেবা। নির্ধারিত সময়ের পরে স্টেশনে এসেছে মেট্রো। ফলে প্রবল ভিড় জমেছে। প্রবল ভিড় জমেছে। ট্রেনের ভিতরেও একই অবস্থা। ভিড়ের চাপে দরজা বন্ধ হয়নি। কোনও যাত্রীর অভিযোগ একদিকে ভিড়ে দমবন্ধ হয়ে যাচ্ছে অন্যদিকে ঠিকমতো এসি কাজ করেনি। ভিড়ে হাঁসফাঁস অবস্থা হয়। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় যাত্রীরা বিকল্প পথ বেছে নিয়েও বিপত্তিতে পড়েছেন। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় গিরিশ পার্ক, ময়দান স্টেশনের সামনে থিকথিক করছে মানুষের ভিড়। বাসে বাদুড়ঝোলা হয়ে গন্তব্যে চলেছেন তারা। যদিও মধ্য কলকাতার একাধিক রাস্তায়ও জমা জলের জেরে ভোগান্তিতে সাধারণ মানুষ। ট্র্যাফিক অনেকটাই ধীর। ফলে শহরে তৈরি হয়েছে যানজট। রাতভর দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন মধ্য কলকাতার একাংশ (Water Logging in Kolkata)। সেন্ট্রাল অ্যাভিনিউতে হাঁটু জল (Central Avenue)। জল জমেছে মহাত্মা গান্ধী রোডেও (MG Road)। এছাড়াও, ঠনঠনিয়া-সহ একাধিক রাস্তায় জল জমেছে বলে খবর (Monsoon Update)। জল জমা এলাকায় গাড়ি কিছুটা ধীরে চলছে। যানজটের কারণে ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। ভোগান্তিতে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন মানুষজন।