নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি স্থগিত থাকবে না, জানিয়ে দিল আদালত

ওয়েব ডেস্ক: ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ব্যাপক ক্ষতির মুখে দাঁড়িয়ে ইজরায়েল (Israel)। এর মাঝে আবার নিজের দেশের আদালতেই বড় ধাক্কা খেলেন ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। জেরুজালেম আদালত জানিয়ে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বা জাতীয় নিরাপত্তার অজুহাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার (Corruption Trial) বিচারপ্রক্রিয়া থেমে থাকবে না। শুক্রবার জেরুজালেম ডিস্ট্রিক্ট কোর্ট (Jerusalem District Court) স্পষ্ট জানিয়েছে, বিচার চলবে নির্ধারিত সময়েই। আদালত নেতানিয়াহুর আইনজীবীদের পক্ষ থেকে তোলা শুনানি স্থগিতের আবেদন নাকচ করে দিয়েছে। আসলে ২০১৯ সালে নেতানিয়াহুর বিরুদ্ধে তিনটি দুর্নীতি মামলা দায়ের হয়— যেগুলি ‘কেস–১০০০’, ‘কেস–২০০০’ এবং ‘কেস–৪০০০’ নামে পরিচিত। প্রথম মামলায় অভিযোগ, হলিউড প্রযোজক ও ধনকুবের আরনন মিলচ্যানের কাছ থেকে তিন লক্ষ মার্কিন ডলারের মূল্যের উপহার নিয়েছিলেন নেতানিয়াহু এবং তাঁর স্ত্রী সারা নেতানিয়াহু। এর বিনিময়ে মিলচ্যানকে মার্কিন ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং কর সংক্রান্ত সুবিধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। দ্বিতীয় মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে ইজরায়েলের জনপ্রিয় দৈনিক ‘ইয়েদিওত আহারনত’-এর সম্পাদক আরনন মোজেসের সঙ্গে গোপন আঁতাতের অভিযোগ রয়েছে। অভিযোগ, ওই সংবাদপত্রে সরকারের পক্ষে ইতিবাচক প্রচার চালানোর বিনিময়ে নেতানিয়াহু তার প্রতিদ্বন্দ্বী একটি মিডিয়া হাউসকে চাপ দেওয়া বা সাহায্য বন্ধের আশ্বাস দিয়েছিলেন। তৃতীয় মামলায়, অস্ট্রেলিয়ার ধনকুবের জেমস প্যাকারের কাছ থেকেও নেতানিয়াহু ‘উপহার’ নিয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও নেতানিয়াহু বরাবরই দাবি করে এসেছেন, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। সম্প্রতি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন। তবে এবার আদালত স্পষ্ট করে দিল যে, কোনও ছাড় দেওয়া হবে না, শুনানি ও সাক্ষ্যগ্রহণ চলবে নিয়মমাফিক।
Micron’s forecast boosts investor confidence in AI sector

The S&P 500 and Nasdaq Composite hit all-time highs on Friday as megacap stocks surged on renewed AI enthusiasm and the prospect of a looser monetary policy, powering a recovery in US stocks from months-long rout. The benchmark index rose 0.2% to 6,154.81 points, surpassing the previous peak of 6,147.43 on February 19, while the tech-heavy Nasdaq gained 0.3% to 20,229.31 points, exceeding its record high of 20,204.58 on December 16. Markets rallied this week as an upbeat forecast from chipmaker Micron brought back investor confidence around artificial intelligence, while AI bellwether Nvidia hit a record high to reclaim its position as the world’s most valuable company. Risk appetite also benefited from a US-brokered ceasefire to a 12-day air battle between Israel and Iran that sparked a jump in crude prices and raised worries of higher inflation. Dovish remarks from Federal Reserve policymakers have also aided sentiment. Trump’s April 2 “reciprocal tariffs” on major trading partners and their chaotic rollout had put the S&P 500 within a striking distance of confirming a bear market when it ended down 19% from its February 19 record closing high. The Nasdaq had tumbled 26.7% from its previous peak, marking a bear market days after Trump’s “Liberation Day” on April 2.
শনি-রবিবার বাতিল ২৭টি লোকাল ট্রেন

কলকাতা: টানা দুদিন বাতিল থাকবে একাধিক লোকাল। শনি-রবিবার শিয়ালদহ-দমদম শাখায় (Sealdaha Dumdum Section) বাতিল থাকবে বহু ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ – দমদম সেকশনে ১০ ঘণ্টার ট্র্যাফিক ও পাওয়ার ব্লক থাকবে। যার জেরে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন (Local Train Cancelled)। নিত্যযাত্রীদের জন্য চরম দুর্ভোগের আশঙ্কা। পূর্ব রেল সূত্রে খবর, ২৮ জুন শনিবার রাত সোয়া ১০টা থেকে ২৯ জুন রবিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত, মোট ১০ ঘণ্টা, শিয়ালদহ ও দমদমের মাঝে চলবে ব্রিজের গার্ডার বদলের কাজ। ফলে আপ ও ডাউন লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক করা হবে পুরো সময়টা। শনি ও রবিবার শিয়ালদহ-দমদম শাখায় বাতিল মোট ২৭ টি ট্রেন। ২৮ জুন শনিবার বাতিল থাকবে ১৪টি লোকাল ট্রেন। আর ২৯ জুন রবিবার বাতিল থাকবে ১৩টি ট্রেন। বেশ কিছু যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিষেবা বন্ধের আগে স্পেশাল ট্রেনও চালানো হবে। ফলে চরম ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা। যে সব যাত্রীদের লোকাল ট্রেন একমাত্র ভরসা তাদের সমস্যায় পড়তে হবে বলে আশঙ্কা। একনজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা শনিবারের বাতিল লোকাল আপ শিয়ালদহ – গোবরডাঙ্গা আপ 33685 ও ডাউন 33686 ডাউন শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31838 আপ শিয়ালদহ – বারাসাত 33401, 33447 ও ডাউন 33402, 33436 আপ শিয়ালদহ – দত্তপুকুর 33621 ও ডাউন 33628 ডাউন বারাকপুর – শিয়ালদহ 31236 আপ দমদম – বারাকপুর 33231 ও ডাউন 33232 আপ দমদম – গোবরডাঙ্গা 33271 আপ শিয়ালদহ – বনগাঁ 33859 9 ডাউন 33858 আপ শিয়ালদহ – নৈহাটি 31429, 31435, 31445, 31447 ও ডাউন 31436, 31438, 31444, 31446 আপ শিয়ালদহ – রানাঘাট 31601, 31623, 31629, 31631 ও ডাউন 31602, 31636 আপ বিধাননগর – ব্যারাকপুর 31261 আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31239 ও ডাউন 31238 আপ শিয়ালদহ – হাসনাবাদ 33533 ও ডাউন 33538 আপ শিয়ালদহ – শান্তিপুর 31541 ও ডাউন 31538 রবিবারের বাতিল লোকাল ১) আপ শিয়ালদহ – নৈহাটি 31471, 31415 ও ডাউন 31412 ২) আপ শিয়ালদহ – কৃষ্ণনগর সিটি 31815, 31817 ও ডাউন 31812, 31818 ৩) আপ শিয়ালদহ – কল্যাণী সীমান্ত 31311, 31313, 31315 ও ডাউন 31312, 31314, 31316 ৪) আপ শিয়ালদহ – ব্যারাকপুর 31213, 31221 ও ডাউন 31214 ৫) আপ শিয়ালদহ – শান্তিপুর 31513 ও ডাউন 31512, 31514 ৬) আপ শিয়ালদহ – গেদে 31913 ও ডাউন 31912 ৭) আপ শিয়ালদহ – রানাঘাট 31615, 31617 ও ডাউন 31612, 31614 ৮) আপ শিয়ালদহ – বনগাঁ 33813, 33821 ও ডাউন 33818, 33822 ৯) আপ শিয়ালদহ – হাবরা 33651, 33653 ও ডাউন 33652 ১০) আপ শিয়ালদহ – দত্তপুকুর 33613 ও ডাউন 33612, 33616 ১১) আপ শিয়ালদহ – হাসনাবাদ: UP 33513 ও ডাউন 33514 ১২) ডাউন বারাসাত – শিয়ালদহ 33432 ১৩) আপ বারাসাত – দত্তপুকুর 33357
ইজরায়েলকে কড়া বার্তা ইরানের

ওয়েব ডেস্ক: ইজরায়েল-ইরান সংঘাত (Israel-Iran Conflict) থামানোর প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ‘ড্যাডি’ বলে সম্বোধন করেছিলেন ন্যাটোর (NATO) সেক্রেটারি জেনারেল। সেই নিয়ে বিশ্ব রাজনীতিতে তুমুল চর্চা হয়েছিল। আর এবার এই রসিকতার মন্তব্যকে হাতিয়ার করে আমেরিকাকে কটাক্ষ করল ইরান (Iran)। ইজরায়েলকে নিশানা করে কড়া বার্তা দেওয়ার পাশাপাশি ‘ড্যাডি’ ট্রাম্পকেও ছাড়ল না তেহরান। শুক্রবার ট্রাম্প এবং মার্ক রুত্তের এই কথোপকথনের ভিডিও সামনে আসার পরেই শনিবার কটাক্ষের সুর শোনা গেল ইরানের বিদেশমন্ত্রীর তরফে। আব্বাস আরাঘচি (Abbas Araghchi) এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “মহান ও শক্তিশালী ইরান ইতিমধ্যেই বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে ইজরায়েলি শাসকদের ‘ড্যাডি’র শরণ নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।” একই পোস্টে তিনি আরও হুঁশিয়ারি দেন, “যদি ইজরায়েল ফের কোনও ভুল পথে হাঁটে, তাহলে ইরান তার আসল সামরিক শক্তি দেখাতে দ্বিধা করবে না। তখন বিশ্ব বুঝে যাবে ইরান ঠিক কতটা ভয়ঙ্কর।” এর পাশাপাশি ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনিকে (Ali Khamenei) অসম্মান করলে কোনও সমঝোতা সম্ভব নয় বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন আরাঘচি। তাঁর বক্তব্য, “যদি প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই পরমাণু চুক্তি নিয়ে আগ্রহী হন, তাহলে তাঁর উচিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনির প্রতি সম্মান দেখানো। তাঁর সমর্থকদের হৃদয়ে আঘাত করলে সম্পর্ক আরও অবনতি ঘটবে।” The complexity and tenacity of Iranians is famously known in our magnificent carpets, woven through countless hours of hard work and patience. But as a people, our basic premise is very simple and straightforward: we know our worth, value our independence, and never allow anyone… — Seyed Abbas Araghchi (@araghchi) June 27, 2025 প্রসঙ্গত, ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় ট্রাম্প বলেছিলেন, “ইরান ও ইজরায়েল একেবারে স্কুলে মারামারির মতো আচরণ করছিল। কখনও কখনও এমন দুই পক্ষকে দু-তিন মিনিট ঝগড়া করতে দিতে হয়। তারপর ‘ড্যাডি’ হিসেবে হস্তক্ষেপ করতে হয়।” মার্কিন এক আধিকারিকের মুখে সেই মুহূর্তে শোনা গিয়েছিল ‘ড্যাডি’ শব্দটি, যা মুহূর্তে ভাইরাল হয়।