উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ফুল ফর্মে ব্যাট করছে বর্ষা (Monsoon Season)। গতকাল বৃহস্পতিবার সারারাত বৃষ্টিতে ভিজেছে কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আজ শুক্রবার সকালে হালকা রোদের দেখা (Sunny Weather) মিললেও, আকাশ রয়েছে মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার রথের দিন (Rath Yatra) নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি্র সম্ভাবনা। উপকূলের জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ও ওড়িশা বঙ্গ উপকুলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকে আগামী ২ জুলাই পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। একইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া (Bankura), পুরুলিয়া (Purulia), ঝাড়গ্রাম (Jhargram), দুই ২৪ পরগনা, দুই বর্ধমান (Burdwan), দুই মেদিনীপুরে। অন্যদিকে উত্তরবঙ্গে (North Bengal) জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কোচবিহার, কালিম্পং এ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গও আগামী ২ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিতে ভিজতে পারে। হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এখন তাপমাত্রার কোনও ফারাক লক্ষ্য করা যাবে না। উত্তরবঙ্গেও একই ছবি।
কলকাতায় ল’কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ

কলকাতা: খাস কলকাতায় ল’কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক জন ল’কলেজের প্রাক্তন ছাত্র এবং কর্মী। বাকি দু’জন কলেজের বর্তমান পড়ুয়া। বুধবার, ২৫ জুন এই ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অভিযুক্তদের মধ্যে দু’জনকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই গ্রেফতার করা হয়। এক জনকে মধ্যরাতে ধরে পুলিশ। সূত্রের খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁরা সকলেই ল’কলেজের সঙ্গে যুক্ত। এই তিন অভিযুক্তের মধ্যে এক জন কলেজ ক্যাম্পাসের ভিতরে তরুণীকে ধর্ষণ করেন। ২৫ জুন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। অভিযুক্তদের ‘জে’, ‘এম’ এবং ‘পি’ নামে চিহ্নিত করেছে পুলিশ। অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়। সাক্ষীদের বয়ানও রেকর্ড করে পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং বর্তমানে তা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। সেখান থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে। পুলিশ জানিয়েছে, এফআইআরে নাম থাকা দু’জনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর শিশু রায় উদ্যানের সামনে থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে এক জনকে গ্রেফতার করে পুলিশ। এই দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্তকে। তিন জনের কাছ থেকেই নিয়ে নেওয়া হয়েছে তাঁদের মোবাইল ফোন।
সরকারি চাকরি পেলেন রিঙ্কু সিং

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ময়দান থেকে সরকারি চাকুরিজীবী হওয়ার নিদর্শন ভারতে বহু রয়েছে। এই তালিকায় ধোনি থেকে শচীন, চাহাল থেকে যোগীন্দর শর্মা- অনেকেই ক্রিকেটের পাশাপাশি বিভিন্ন সরকারি পদে রয়েছেন। এবার সেই তালিকায় জুড়ে গেল রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম। সূত্রের খবর, এবার আলিগড়ের এই ক্রিকেটারকে চাকরি (Government Job) দিতে চলেছে উত্তরপ্রদেশ সরকার (Uttar Pradesh State Government)। তাঁকে ডিস্ট্রিক্ট বেসিক এডুকেশন অফিসার (District Basic Education Officer) পদে নিয়োগ করতে চলেছে সরকার। জানা গিয়েছে, রিঙ্কুকে ইন্টারন্যাশন্যাল মেডেল উইনার্স ডিরেক্ট রিক্রুটমেন্ট রুলস, ২০২২-এর (International Medal Winners Direct Recruitment Rules 2022) আওতায় এই নিয়োগ দেওয়া হচ্ছে। আসলে এই নিয়মের আওতায় যেকোনও আন্তর্জাতিক মানের খেলোয়াড়কে সরাসরি সাম্মানিক সরকারি পদে নিয়োগ করতে পারে রাজ্য সরকার। সম্প্রতি, রিঙ্কুর নিয়োগপত্রটি বেসিক এডুকেশন দফতরের ডিরেক্টরের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য, একজন বেসিক এডুকেশন অফিসারের কাজ হল একটি জেলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক সরকারি বিদ্যালয়ের তত্ত্বাবধান করা। শিক্ষাকর্মীদের ব্যবস্থাপনা, শিক্ষা কার্যক্রমের পরিচালনা এবং শিক্ষার মান বজায় রাখার জন্য স্কুল পরিদর্শন করা হল এই পদাধিকারী সরকারি অফিসারের কাজ। মূলত, রাজ্যের তৃণমূল স্তরের শিক্ষা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এই কর্মকর্তারা। তবে রিঙ্কুর আগে ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। পাশাপাশি শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে সাম্মানিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও, লোকেশ রাহুল বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রয়েছেন, যজুবেন্দ্র চাহাল রয়েছেন ইনকাম ট্যাক্স অফিসার পদে এবং যোগীন্দর শর্মা রয়েছেন পুলিশের ডিএসপি পদে। ক্রিকেটারদের এই বিশেষ তালিকায় নবতম সংযোজন রিঙ্কু সিংয়ের নাম।
Housing sales down 20% YoY across top seven cities

Housing sales across India’s top seven cities declined 20% year-on-year in Q2 2025, with approximately 96,285 units sold compared to over 1.2 lakh units in the same period last year, according to the latest data from ANAROCK Research. On a quarterly basis, however, sales saw a modest 3% rise. Among the seven major cities, only Chennai bucked the national trend, recording an 11% annual sales increase to around 5,660 units. The city also saw a sharp 40% rise from the previous quarter. In contrast, sales in MMR and Pune, which together contributed nearly half of all homes sold in Q2, fell by 25% and 27% year-on-year, respectively. Bengaluru saw sales rise slightly (1%) from the previous quarter but was still 8% below last year’s numbers. Hyderabad posted a 9% quarterly rise but dropped 27% annually. Kolkata saw the steepest sequential fall at 10%. Developers launched 98,625 new units in Q2 2025, a 16% drop year-on-year, as they responded to subdued demand. MMR led in fresh supply with over 28,000 units but saw a 36% annual decline. NCR was the only city with a supply uptick—launches rose 69% quarter-on-quarter and 10% year-on-year, driven heavily by high-end projects. Average residential prices in the top cities rose 11% year-on-year, with NCR leading the surge at 27%, followed by Bengaluru (12%) and Hyderabad (11%). However, quarterly price growth has begun to moderate, coming in at just 1%.