কবে মহাকাশে যাচ্ছেন শুভাংশু শুক্লা?

ওয়েব ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মহাকাশের উদ্দেশে রওনা দিচ্ছেন লখনউয়ের বীরপুত্র শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla)। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ (Axiom-4) অভিযানের অংশ হিসেবে ভারতের বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু হতে চলেছেন রাকেশ শর্মার পরে দ্বিতীয় ভারতীয়, যিনি মহাকাশে পা রাখতে চলেছেন। যদিও আগেই এই মিশন শুরু হওয়ার কথা ছিল। তবে নানা কারণে তা একবার নয়, সাতবার পিছিয়ে যায়। কিন্তু এবার নাসা (NASA) জানিয়েছে যে, বুধবার এই মিশন শুরু হচ্ছে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতীয় সময় অনুযায়ী বুধবার দুপুর ১২টা ১ মিনিটে ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড ৩৯এ থেকে স্পেসএক্সের ‘ফ্যালকন ৯’ রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হবে ‘ড্রাগন’ মহাকাশযান। নাসা আরও জানিয়েছে, আন্তর্জাতিক স্পেস স্টেশনের (International Space Station) রাশিয়ান এভেজদা সার্ভিস মডিউলের মেরামতির পর সমস্ত প্রযুক্তি ও নিরাপত্তা খতিয়ে দেখেই অভিযান ছাড়পত্র পেয়েছে। ফলে এবার সব কিছু ঠিক থাকলে শুভাংশুরা আইএসএস-এর উদ্দেশে পাড়ি দেবেন এবং ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ পৌঁছে যাবেন মহাকাশ স্টেশনে। উল্লেখ্য, এই অভিযান দীর্ঘ প্রতীক্ষার ফল। এর আগে সাত বার পিছিয়ে গিয়েছিল শুভাংশুদের অভিযান। প্রথমে ২৯ মে নির্ধারিত থাকলেও খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি ও অন্যান্য প্রযুক্তিগত কারণে একাধিক বার তারিখ পিছিয়েছে। কখনও ড্রাগন মহাকাশযানে ইলেক্ট্রিক্যাল হারনেসে সমস্যা, কখনও রকেটের ফায়ার বুস্টারে তরল অক্সিজেন লিক, আবার কখনও ফ্যালকন-৯ রকেট প্রস্তুত না হওয়ায় বাতিল করতে হয়েছে উৎক্ষেপণ। এই অভিযানের অন্যতম আকর্ষণ শুভাংশু শুক্লা। ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত শুভাংশু রাকেশ শর্মার পর প্রথম ভারতীয় হিসাবে বেসরকারি মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেওয়ার মুখে ছিলেন। তাঁর সঙ্গে রয়েছেন অভিযানের কমান্ডর পেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।
রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

ওয়েব ডেস্ক: ২৭ জুন শুক্রবার রথযাত্রার দিন (Rath Yatra 2025) পশ্চিমবঙ্গের সব জেলায় অধিকাংশ এলাকায় ওয়াইড স্প্রেইড রেইনের সম্ভাবনা। পূর্ব-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা (Rath Yatra Weather Update)। মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া হাওড়া হুগলিতে বেশি বৃষ্টির আশঙ্কা। বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির আশঙ্কা। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জেলাতে। শুক্রবার পূর্ব-পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দুই এক পশলা ঝড়-বৃষ্টির সম্ভবনা (Weather Update)। উত্তরবঙ্গে মঙ্গলবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার ও বৃহস্পতিবারে ভারী বৃষ্টির কোন সতর্কতা নেই। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি। শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টি এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
Oman to introduce 5% income tax from 2028

Oman is set to introduce income tax from 2028, becoming the first Gulf nation to do so. The 5% tax will apply to annual incomes over 42,000 rials ($109,000), targeting the top 1% of earners, quoted the state-run Omani News Agency, reported Bloomberg. REDUCING OIL DEPENDENCE, PROTECTING PUBLIC SERVICES Oman’s Minister of Economy, Said bin Mohammed Al Saqri, said the move will help the country rely less on income from crude oil exports while continuing to protect spending on public services and social needs. In a region where all six Gulf Cooperation Council (GCC) members have refrained from taxing income, Oman’s decision stands out. The long-standing policy has helped lure high-income expatriates, amplifying the impact of this shift. The International Monetary Fund (IMF) has already hinted that other Gulf nations may eventually need to introduce income tax too, especially as global demand for fossil fuels continues to decline. Although most GCC countries currently have healthy government finances, only Saudi Arabia and Bahrain are expected to run budget deficits this year. Oman, like its neighbours, has been taking steps to prepare for the future. In recent years, it has raised money through asset sales and privatisation. In 2023, it made headlines with a record $2 billion from the public listing of its state energy company’s exploration and production unit.
ফের বড়পর্দায় আনকাট ‘শোলে’

শোলের ‘এ দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে…’ এই গানকে বন্ধুত্বের এনথ্যাম বললে খুব একটা ভুল হবে না। শুধু গান কেন এই ছবির প্রতিটা ডায়ালগ আজও জনপ্রিয়। কেন বলুন তো হঠাৎ শোলে (Sholays Movie) নিয়ে আলোচনা করছি? ৫০ বছর পর পুরনো নস্ট্যালজিক নিয়ে ফের রূপোলি পর্দা কাঁপাতে ফিরছে শোলে। দর্শকরা ফিরে পাবেন আবার সেই ম্যাজিক। কোথায় হবে প্রিমিয়ার দেখে নিন। ৫০টি বসন্ত কেটে গেলেও ম্লান হয়নি ম্যাজিক। এখনও স্বমহিমায় উজ্জ্বল ‘শোলে’। ফের বড়পর্দায় ফিরছে শোলে’র ম্যাজিক। সেই সঙ্গে পর্দায় ফিরবে বীরু-জয়ের বন্ধুত্বের রসায়ন। প্রাণোচ্ছল বাসন্তী। গব্বর সিংয়ের হুঙ্কার। আর সেই কালজয়ী ডায়ালগ- ‘কিতনে আদমি থে…’। তবে এবার ভারতে নয়, ইতালিতে (Sholays Screen in Italy) দেখানো হবে ছবিটি। ৫০ তম বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ জুন ছবিটি প্রদর্শিত হবে ইটালিতে। বোলোগনায় ‘ইল সিনেমা রিট্রোভা’তে দেখানো হবে ছবিটি। উন্মুক্ত পিয়াজা ম্যাগিওরে ছবিটি দেখার অপেক্ষায় বহু প্রবাসী। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন শোলের সমাপ্তি-সহ একাধিক দৃশ্য পুনরুদ্ধার করেছে। সেসব দৃশ্যও দেখানো হবে।