অসুস্থ তৃণমূল সাংসদ সৌগত রায়

আবারও গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। রবিবার সকালে বাড়িতেই ছিলেন তিনি। ছুটির দিনে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ করেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, সেই কারণেই দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে। জানা গিয়েছে, সম্প্রতি তাঁর বুকে পেসমেকার (Pacemaker) বসানো হয়েছিল। সেই চিকিৎসার কিছুদিনের মধ্যেই ফের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে চিকিৎসকমহলে। যদিও হাসপাতাল বা পরিবারের পক্ষ থেকে তাঁর বর্তমান শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও নির্দিষ্ট আপডেট দেওয়া হয়নি। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই সাংসদের শরীর ভালো যাচ্ছিল না। সোমবার থেকেই দুর্বলতা ও ঝিমুনি লক্ষ্য করা যাচ্ছিল। রবিবার সেই অবস্থার আরও অবনতি ঘটে। বাধ্য হয়েই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই বছরের মধ্যেই সৌগত রায় তৃতীয়বার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। মার্চ মাসে লোকসভা অধিবেশন চলাকালীন সংসদ ভবনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হুইলচেয়ারে করে তাঁকে বাইরে আনা হয়েছিল। এরপর সহকর্মীরাই তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। গত মাসেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন প্রবীণ এই সাংসদ। দমদমের একটি মন্দির উদ্বোধনে গিয়ে হঠাৎই শরীর খারাপ হয় তাঁর। তখনও তড়িঘড়ি ভর্তি করা হয়েছিল হাসপাতালে। সেখানেই পেসমেকার বসানো হয়। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের নজরদারি চলছে। বয়সজনিত নানা সমস্যাই এই অসুস্থতার প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এখন সকলেরই একটাই প্রার্থনা—শীঘ্রই সুস্থ হয়ে উঠুন তৃণমূলের অভিজ্ঞ এই নেতা।

US airstrikes on Iran’s nuclear sites trigger global market sell-off

Benchmark market indices plunged in early trade on Friday after the United States carried out airstrikes on key nuclear facilities in Iran. This has triggered fresh geopolitical uncertainty and rattled investor sentiment worldwide. At around 9:31 am, the BSE Sensex was down 679.12 points, trading at 81,729.05, while the NSE Nifty50 fell over 199.30 points to 24,913.10. Broader market indices mirrored the slide, and volatility indicators jumped sharply, signalling a bumpy trading session ahead. Among the hardest-hit were IT stocks, with Infosys, TCS, HCLTech, and Shriram Finance among the top losers. Global growth concerns and rising geopolitical instability weighed heavily on the sector. In contrast, oil and energy stocks found some footing, buoyed by a spike in crude oil prices to a five-month high following the strikes. The market’s sharp reaction underscores investor anxiety about potential supply disruptions in the Gulf region, especially if tensions escalate further. Amid the volatility, experts suggest that long-term investors stay calm and avoid knee-jerk reactions. “The market construct continues to favour a ‘buy on dips’ strategy,” Vijayakumar noted, pointing out that geopolitical shocks typically cause short-term turbulence but rarely derail long-term fundamentals, unless they lead to a sustained conflict. Analysts also recommend sticking with high-quality stocks, maintaining adequate liquidity, and avoiding leveraged bets. For those with a low risk appetite, it may be wise to wait for signs of stability before making fresh allocations.

দেশের ৪ কেন্দ্রে ভোট গণনা চলছে

কালীগঞ্জ ছাড়াও বৃহস্পতিবার উপনির্বাচন (By Election Result ) হয়েছে গুজরাতের ভিসাভাদর এবং‌ কড়ী বিধানসভা কেন্দ্রে। একই দিনে উপনির্বাচন হয়েছে পঞ্জাবের লুধিয়ানা পশ্চিম এবং কেরলের নিলাম্বুর বিধানসভা কেন্দ্রে। পাঁচটি কেন্দ্রেরই ফলপ্রকাশ হতে চলেছে সোমবার। অন্যদিকে, সকাল ৮টায় ভোটগণনা শুরু হল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Kaliganj Assembly Bypoll)। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রে আঁটসাঁট নিরাপত্তা বন্দোবস্ত রাখা হয়েছে। প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন ৪৫৪৫টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮৩০টি ভোট। আর তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১১১২টি ভোট। নোটার ঝুলিতে গিয়েছে ১০৫টি ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। তবে রাউন্ডের সংখ্যা কিছুটা বাড়ায়, দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন।কমিশন জানিয়েছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র সাদা কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। সাংবাদিকদের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে নির্দিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছবি তোলার অনুমতি থাকবে। গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালট দিয়ে, তার পর একে একে খোলা হবে ইভিএম।

প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী, দ্বিতীয় বিজেপি

সকাল ৮টায় ভোটগণনা শুরু হল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে (Kaliganj Assembly Bypoll)। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে। গণনাকেন্দ্রে আঁটসাঁট নিরাপত্তা বন্দোবস্ত রাখা হয়েছে। প্রাথমিক গণনায় এগিয়ে তৃণমূল। দ্বিতীয় স্থানে বিজেপি। প্রথম রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তিনি পেয়েছেন ৪৫৪৫টি ভোট। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ পেয়েছেন ১৮৩০টি ভোট। আর তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী আশিস ঘোষ পেয়েছেন ১১১২টি ভোট। নোটার ঝুলিতে গিয়েছে ১০৫টি ভোট। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গণনাকেন্দ্রের দু’টি ঘরে ১৬টি টেবিলে চলবে সমগ্র গণনা প্রক্রিয়া। তবে রাউন্ডের সংখ্যা কিছুটা বাড়ায়, দুপুরের মধ্যেই ফলাফল স্পষ্ট হয়ে যাবে বলে আশাবাদী কমিশন।কমিশন জানিয়েছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র সাদা কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি মিলবে। সাংবাদিকদের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে নির্দিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছবি তোলার অনুমতি থাকবে। গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালট দিয়ে, তার পর একে একে খোলা হবে ইভিএম।