বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের ৯ জেলা

ওয়েব ডেস্ক: গত কয়েক দিনের বিরতির পরে আবারও সক্রিয় হচ্ছে বর্ষা (Monsoon Update)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Forecast) অনুযায়ী, রবিবার থেকে দক্ষিণবঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টি। কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। এমনকি আগামী সপ্তাহ জুড়ে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির (Heavy Rainfall) পূর্বাভাস জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ অঞ্চলটি আপাতত শক্তি হারিয়ে পশ্চিম দিকে সরে গেলেও সক্রিয় রয়েছে বর্ষার দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এরই প্রভাবে আগামী ক’দিন ধরে রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতায় (Kolkata Weather) রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও এই গতিবেগ পৌঁছতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত। এদিকে দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়ার মতো জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বীরভূম ও মুর্শিদাবাদে রবিবার এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় টানা ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও (North Bengal Weather) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দুই দিনাজপুর ও মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে শনিবার ও রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ইরান-ইজরায়েল যুদ্ধে এন্ট্রি আমেরিকার

ওয়েব ডেস্ক: ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে আমেরিকা (USA)- দিন দুয়েক আগেই এই আশঙ্কা করা হয়েছিল। আর সেটাই শেষমেষ সত্যি হয়ে দাঁড়াল। ইজরায়েল-ইরান যুদ্ধে (Iran-Israel War) এবার সরাসরি জড়িয়ে পড়ল আমেরিকা। শনিবারই ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্রে (Iran Nuclear Plants) বিমান হামলা চালায় মার্কিন সেনা। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) সেনার এই অভিযানের কথা নিশ্চিত করেছেন। ট্রাম্পের দাবি, ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান— এই তিনটি পরমাণু কেন্দ্রে সফলভাবে হামলা চালিয়েছে আমেরিকার বায়ুসেনা। এর মধ্যে ফোরদোতে গুচ্ছবোমা ফেলা হয়েছে। ট্রাম্প আরও জানান যে, হামলা চালানোর পর সমস্ত মার্কিন বিমান নিরাপদে ফিরে এসেছে। মার্কিন সেনাদের সাহসিকতা ও নিখুঁত পরিকল্পনার জন্য অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার বার্তায় ট্রাম্প লিখেছেন, “এখন শান্তির সময়।” হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, রবিবার সকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গিয়েছে, শনিবার ভোরে মিসৌরির ওসাইটম্যান ঘাঁটি থেকে মার্কিন বি-২ বোমারু বিমানগুলি প্রশান্ত মহাসাগরের আকাশপথে রওনা দেয়। কয়েক ঘণ্টার মধ্যেই সেই বিমানগুলি ইরানের তিন পরমাণু কেন্দ্রে আক্রমণ চালায়। হামলার পর ট্রাম্প ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে দীর্ঘ আলোচনা হয় বলেও খবর মিলেছে। উল্লেখ্য, এর আগেই ইরানকে দুই সপ্তাহ সময়সীমা দিয়েছিল আমেরিকা— হয় কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে হবে, নইলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত আলোচনায় ইরান হুঁশিয়ারি দিয়েছিল— ইজরায়েল হামলা বন্ধ না করলে আমেরিকার সঙ্গে কোনও ইউরেনিয়াম চুক্তি হবে না। এক দিন পরেই এই পদক্ষেপ নিল আমেরিকা। তবে এই অভিযানে ইজরায়েল যুক্ত ছিল না বলেই দাবি মার্কিন প্রশাসনের।