কোন দিকে এগোচ্ছে নিম্নচাপ?

গত মঙ্গলবার রাজ্যে পুরোপুরি বর্ষা (Weather Update) প্রবেশ করেছে। বর্ষার আগমনের সঙ্গে সঙ্গেই সক্রিয় হয়েছে নিম্নচাপ, যার জেরে দক্ষিণবঙ্গজুড়ে কয়েকদিন টানা বৃষ্টি (South Bengal Rain Forecast) হচ্ছে। বৃষ্টির হাত ধরে নিম্নমুখি পারদ। বৃহস্পতিবার দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজেছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুস্পষ্ট নিম্নচাপটি উত্তর-পূর্ব ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে। ধীরে ধীরে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে সরবে। এর প্রভাবে বৃহস্পতিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কলকাতা (Kolkata Rain Forecast) ও আশপাশের এলাকাতেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। শুক্রবার থেকে আবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে। রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গেও। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সেজন্য ওই পাঁচটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি তিনটি জেলায় কোনও সতর্কতা জারি করা হয়নি। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের একটি বা দুটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

SSC-এর ভাতাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি-র কর্মীদের এখনই ভাতা দিতে পারবে না রাজ্য সরকার। কারণ রাজ্যের এই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ (Interim Stay Order) জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ২৬ সেপ্টেম্বর কিংবা আদালতের পরবর্তী নির্দেশ দেওয়ার আগে রাজ্য কোনওরকম ভাতা দিতে পারবে না বলে রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে চাকরি চলে গিয়েছে ২০১৬ সালের এসএসসি (SSC) প্যানেলে থাকা ২৬ হাজার জনের। তাঁদের মধ্যে গ্রুপ সি কর্মীদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা ভাতা প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। কিন্তু এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারীদের দাবি ছিল, চাকরিহারাদের এভাবে ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে বিসদৃশ। বিচারপতি সিনহা রাজ্যের উদ্দেশে টাকার অঙ্ক নিয়ে প্রশ্ন তোলেন। কোন মাপকাঠির ভিত্তিতে ২০ এবং ২৫ হাজার টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা জানতে চান তিনি। স্ক্রুটিনি না করে তড়িঘড়ি কেন ভাতা দেওয়ার সিদ্ধান্ত তা নিয়েও বিচারপতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে রাজ্যের পক্ষের আইনজীবী এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললে মামলাকারীদের তরফে পাল্টা বলা হয়, রাজ্যে স্থির করতে পারে না কে মামলা করবে। গত শুক্রবার শুনানি শেষ হওয়ার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি সিনহা। এই শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেন তিনি। সেই সঙ্গে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেই হলফনামা জমা পড়ার ১৫ দিনের মধ্যে পাল্টা হলফনামা দিতে হবে মামলাকারীদের।

ক্লাব বিশ্বকাপে ঐতিহাসিক জয় মায়ামির

এখনও জাদু দেখিয়ে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ফিফা ক্লাব বিশ্বকাপে (FIFA Club World Cup) তাঁর ‘ট্রেডমার্ক’ ফ্রি-কিকের গোলে পর্তুগালের নামী ক্লাব এফসি পোর্তোকে (FC Porto) হারিয়ে দিল ইন্টার মায়ামি (Inter Miami)। মেসিরা জিতলেন ২-১ গোলে, বলা বাহুল্য আমেরিকার দলটির জন্য এই জয় ঐতিহাসিক। এই প্রথমবার কোনও অফিসিয়াল টুর্নামেন্টে ইউরোপের ক্লাবকে হারাল কনকাকাফ দল। এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে আল আহলির (Al Ahly) বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল মায়ামি। তা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। পরের ম্যাচেই আরও বড় প্রতিপক্ষের বিরুদ্ধে আর্জেন্টাইন মহাতারকা বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। বক্সের বাইরে থেকে তাঁর বাঁ-পায়ের ফ্রি-কিক ধনুকের মতো বাঁক নিয়ে গোলে ঢুকে যায়। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল পোর্তো। পেনাল্টি থেকে ১-০ করেন স্যামুয়েল আগেহোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতে মায়ামির হয়ে সমতা ফেরান ভেনেজুয়েলার উইঙ্গার তেলাস্কো সেগোভিয়া। গোলের পাসটি বাড়িয়েছিলেন মার্সেলো ওয়েইগান্ট। তবে জয়সূচক গোল করে প্রচারের সমস্ত আলো কেড়ে নেন লিও মেসি। ম্যাচের পর আর্জেন্টাইন মহাতারকা বলেন, “দারুণ আনন্দ হচ্ছে। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে, আমরা ভালো খেলেছি। আমি খুব খুশি। প্রথম ম্যাচের পর খারাপ লেগেছিল, আমার মনে হয়েছিল, ওই ম্যাচ জিততে পারতাম আমরা।” নিজের অনবদ্য গোল নিয়ে মেসি বলেন, “গোলকিপার ফাঁকা জায়গা ছেড়ে রেখেছিল, আমি তারই ফায়দা তুলেছি। গোলকিপার এক জায়গায় দাঁড়িয়েছিল, পোস্ট কভার করছিল না, আমি ওখান দিয়ে গোল করার চেষ্টা করেছি।” এদিন ক্লাব বিশ্বকাপের সবথেকে বড় অঘটন অবশ্য সদ্য উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির হার। তাদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্রাজিলের ক্লাব বোতাফাগো। এদিকে প্রথম ম্যাচে পিএসজির কাছে ৪-০ হারা অ্যাতলেটিকো মাদ্রিদ জয়ে ফিরল। মেজর লিগ সকারের দল সিয়াটল সাউন্ডার্সকে ৩-১ হারিয়েছে মাদ্রিদের ক্লাব।

Dalal Street rallied over 1% on Friday, closing week strong

Benchmark stock market indices rallied on Friday, with Dalal Street adding over 1%, ending the week on a high note. Heavyweight financial and banking sector stocks surged, pushing markets higher. The S&P BSE Sensex jumped 1,046.30 points to end at 82,408.17, while the NSE Nifty50 added 319.50 points to close at 25,112.40. Bharti Airtel topped the gainers with an impressive 3.27% surge, followed by Mahindra & Mahindra up 2.93%, PowerGrid rising 2.38%, Reliance Industries gaining 2.16%, and Nestle India adding 1.97%. The broader market indices ended strongly with Nifty Midcap 100 gaining 1.46%, Nifty Smallcap up 1.01%, while India VIX fell 4.08%. All sectoral indices closed in positive territory, led by Nifty Realty surging 2.11%, followed by Nifty PSU Bank up 1.64%, Nifty Financial Services gaining 1.49%, Nifty Metal rising 1.39%, Nifty Healthcare adding 1.07%, Nifty Auto up 1.04%, Nifty Private Bank gaining 1.03%, Nifty Oil & Gas rising 0.91%, Nifty IT adding 0.84%, Nifty Pharma up 0.80%, Nifty Consumer Durables gaining 0.73%, Nifty FMCG rising 0.64%, and Nifty Media advancing 0.35%. There were no sectors in the red as the market witnessed broad-based buying across all segments. Realty and PSU banks led the rally while all other sectors participated in the positive closing session on Friday.