মনামীর ফটোশ্যুটে কুপোকাত নেটপাড়া

কলকাতা: মনামী ঘোষের (Monami Ghosh) সৌন্দর্য ও মিষ্টি হাসির প্রেমে বারবার পাগল হয়েছেন তাঁর অনুরাগীরা। ইনস্টাগ্রামে তাঁর নতুন কোনও লুকের ছবি শেয়ার করেন, ভালোবাসায় ভরিয়ে দেন তাঁর অনুরাগীরা। স্টট ড্রেস এক্কেবারে কোরিয়ান গার্ল লাগছে মনামী। ৪০ ছুঁই ছুঁই মনামী, গ্ল্যামার দেখে চোখ ফেরানো দায়! বয়সের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নায়িকার গ্ল্যামারও। মনামী ঘোষের স্টাইল (Manami Ghosh’s style) স্টেটমেন্ট, যা প্রতিবারই নজর কাড়ে সকলের। তাই তো সব সময়ই লাইমলাইটে থাকেন অভিনেত্রী। স্যোশাল মিডিয়ায় বরাবরই সক্রিয় মনামী ঘোষ। তাঁর প্রতিটা পোস্টই ভক্তদের মনে জায়গা করে নেয়। কখনও ভ্রমণ, কখনও ট্রেন্ডিং গানে নাচের ভিডিও, কখনও আবার ক্যান্ডিড লুকে ফ্রেমবন্দি হয়ে থাকেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ব্ল্যাক বিউটি হয়ে। কালো ডিপকাট স্টট ড্রেসে। পোশাকের থেকে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। অভিনেত্রীর মেদহীন শরীর আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে তাঁকে। মনামীর মেকআপ এবং হেয়ারস্টাইল ছিল দেখার মতো। চুলের স্টাইল মনামীকে কোরিয়ান গার্ল লাগছে। ৪০ ছুঁই মনামীর সৌন্দর্য এবং গ্ল্যামারে মুগ্ধ তাঁরই অনুরাগীরা। View this post on Instagram A post shared by Monami Ghosh (@monami_ghosh)
বর্ষা ঢুকল দক্ষিণবঙ্গে

কলকাতা: অবশেষে গোটা রাজ্যে পুরোপুরি ঢুকে পড়ল বর্ষা (Monsoon Enters Whole Bengal)। উত্তরবঙ্গে আগেই বর্ষার আগমন ঘটেছিল। তবে আগেভাগে এসে পড়লেও গোটা রাজ্যে ছড়িয়ে পড়তে সময় নিচ্ছিল মৌসুমি বায়ু। মঙ্গলবার আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজ্যের সর্বত্রই বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়েছেন, সাধারণত ১০ থেকে ১৫ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা আসে। এবারও সেই সময়ের মধ্যেই প্রবেশ করেছে মৌসুমি বায়ু। বর্ষার আগমনের সঙ্গে সুখবর শোনাল হাওয়া অফিস। এবার অস্বস্তিকর গরম থেকে কিছুটা স্বস্তি পেতে চলেছে বঙ্গবাসী। কলকাতা (Heavy Rains Forecast Kolkata ) সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির (Heavy Rains Forecast South Bengal) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিসের। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তের হাত ধরে মঙ্গলবার ভোরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা। ফলে মঙ্গলবারের মতো বুধবারও ভারী বৃষ্টির (WB Monsoon Heavy Rain Forecast) সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। বাকি দিনগুলিতে রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। মঙ্গলবার ও বুধবার সমুদ্র থাকবে উত্তাল। দমকা হাওয়া বয়ে যেতে পারে ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে। মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। বঙ্গোপসাগরের উপকূলে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে ২২ জুন পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।রাজ্যজুড়ে আগামী ৫ দিনে তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী দু’দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। ১৯ জুন পশ্চিম বর্ধমান, বীরভূমের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছিল। সেখানকার জেলাগুলিতেও চলতি সপ্তাহে বৃষ্টির দাপট বজায় থাকবে। বুধবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের ভারী বৃষ্টি হবে।
ইজরায়েলের ‘নৃশংস’ হামলায় প্রাণ হারালেন বহু ক্ষুধার্ত মানুষ

ওয়েব ডেস্ক: শুক্রবার ইরানের (Iran) বুকে হামলা শুরু করেছে ইজরায়েল (Israel-Gaza Conflict)। তারপরেও গাজা (Gaza) থেকে নজর সরেনি নেতানিয়াহুর (Benjamin Netanyahu)। ফের এক নৃশংস ঘটনার সাক্ষী গাজা ভূখণ্ড। মঙ্গলবার খাবারের আশায় লাইনে দাঁড়ানো অভুক্ত মানুষদের উপর বিমানহানা চালাল ইজরায়েল। দক্ষিণ গাজার রাফা শহরের কাছে এই হামলা হয়, যার জেরে এখনও পর্যন্ত অন্তত ৫১ জনের মৃত্যুর খবর মিলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রকের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রাফা-র একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভোরবেলায় বহু মানুষ খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। সেই সময় আচমকাই উপর থেকে বোমাবর্ষণ করে ইজরায়েলি বাহিনী। চারদিক ভরে উঠে টাটকা দলা পাকানো রক্ত-মাংসে। ধ্বংসস্তূপের মাঝখান থেকে ভেসে আসে আহতের আর্তনাদে। স্বজনহারা কান্নার শব্দে সাতসকালেই থমকে যায় রাফা। ইজরায়েলের এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা করে রাষ্ট্রপুঞ্জ (United Nations) জানায়, ‘‘নিরীহ মানুষের উপর এই ভয়াবহ হামলা মানবতাবিরোধী। এই ধরনের ঘটনার কোনও গ্রহণযোগ্যতা থাকতে পারে না।’’ উল্লেখ্য, ইজরায়েলের অবরোধের কারণে গাজায় খাদ্য, ওষুধ, জ্বালানির প্রবেশ কার্যত সম্পূর্ণ বন্ধ ছিল। আন্তর্জাতিক চাপের মুখে সাময়িকভাবে অবরোধ শিথিল করে ইজরায়েল। তবে মঙ্গলবারের এই ঘটনায় এটাই প্রমাণিত হচ্ছে, গাজায় মানবিক সাহায্যের কেন্দ্রস্থলগুলিও আর নিরাপদ নয়। প্রসঙ্গত, গত ২০ মাস ধরে চলছে ইজরায়েল-হামাস সংঘর্ষ। এই দীর্ঘ যুদ্ধে বিভিন্নভাবে মৃত্যু হয়েছে অন্তত ৫৫,৩৬২ জন মানুষের। আহতের সংখ্যাটা আতটাই বেশি যে তা সঠিকভাবে গণনা করাই যায়নি।
RBI cut key policy rates by 100 basis points this year

Many still keep a large portion of their money in savings accounts. But with the sharp drop in interest rates recently, that may not be the best idea anymore. Following the Reserve Bank of India’s 100 basis points cut in key policy rates this year, leading banks have slashed their savings account interest rates. The State Bank of India (SBI), for example, now offers just 2.5% per year on savings accounts. This is one of the lowest in recent years and makes savings accounts less attractive for people who want to grow their money safely. Private banks like HDFC Bank, ICICI Bank, and Axis Bank are also offering similar interest rates of 2.75% per year, while only a few small banks like IDFC First Bank are offering higher rates, up to 7%, but that too, only on very large balances. In most cases, people are earning less than 3% on their savings. It means that money lying idle in a savings account is losing value, especially when the inflation rate is higher than the interest you earn. In simple terms, the money in your savings account may not be able to buy the same goods and services a year from now.