বিজেপির বিরুদ্ধে বিধানসভায় সরব মমতা

কলকাতা: মহারাষ্ট্রের ঘটনা টেনে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপিকে দুষলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতার অভিযোগ, শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। লজ্জা করে না আপনাদের! আধার কার্ড, প্যান কার্ড এবং অন্য পরিচয়পত্র থাকার পরেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে মহারাষ্ট্রে বিজেপি সরকার এই কাজ করেছে। আমি তাদের ধিক্কার জানাই।” যে সব জায়গায় বিজেপির ‘ডবল ইঞ্জিন’ সরকার রয়েছে, সেখানেই এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে বলে অভিযোগ মমতার। বস্তুত, মহারাষ্ট্রে কাজ করতে যাওয়া তিন পরিযায়ী শ্রমিককে সম্প্রতি বাংলাদেশি সন্দেহে মুম্বই পুলিশ আটক করে। তাঁদের পাকড়াও করে বাংলার প্রশাসনকে না জানিয়েই পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে ঘটনাটি পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের নজরে আসে। রাজ্য প্রশাসনের উদ্যোগে সীমান্তরক্ষী বাহিনীর তরফে ফ্ল্যাগ মিটিং করে ওই তিন জনকে আবার ভারতে ফিরিয়ে আনা হয়।
বর্ষা কবে আসছে?

ওয়েব ডেস্ক: এক অস্বস্তিকর পরিবেশের মধ্যে দিয়েই চলেছে দক্ষিণবঙ্গ (South Bengal Weather Update) সহ কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া। তবে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office) সূত্রে পূর্বাভাস, পরিস্থিতি অনুকূল। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প (water vapor) রয়েছে। ফলে আগামী তিনদিনের মধ্যে বর্ষা (Monsoon) আসার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী এলাকার ওপরে। সেইসঙ্গে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপরে থাকা ঘূর্ণাবর্তটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত ঘূর্ণাবর্তের সঙ্গে মিশেছে । শনিবার পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত যে অক্ষরেখাটি বিস্তৃতি ছিল সেটু আর একটু এগিয়ে এসে দক্ষিণ-পশ্চিম দিকে সরে গিয়েছে। এর প্রভাবেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির কথা জানাল আবহাওয়া দফতর। আলিপুরের পূর্বাভাস, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে বর্ষা। তবে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। পাশাপাশি বৃহস্পতি ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেইসঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। অপরদিকে সোম-মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে (North Bengal) । তবে বুধবার ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে । বৃহস্পতি ও শুক্রবার উত্তর ও দক্ষিণ দিনাজপুরের সঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সোমবার কলকাতায় দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। মাঝে মধ্যে রোদের ঝলক থাকবে। অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ বৃষ্টি চলবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।
গম্ভীরের অনুপস্থিতিতে লক্ষ্মণ

স্পোর্টস ডেস্ক: পারিবারিক সমস্যার কারণে ইংল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। ২০ জুন থেকে বেন স্টোকসদের (Ben Stokes) বিরুদ্ধে টেস্ট সিরিজের লড়াই শুরু (India vs England) করবেন শুভমান গিলরা (Shubman Gill)। এখন জোরকদমে চলছে তার মহড়া। জানা গিয়েছে, গম্ভীরের অনুপস্থিতিতে ভারতের অনুশীলন ও প্রস্তুতির নজরদারি করতে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এক ক্রীড়া সংবাদমাধ্যম সূত্র খবর, বিসিসিআই-এর (BCCI) সেন্টার অফ এক্সেলেন্স-এর প্রধান লক্ষ্মণ এখন ইংল্যান্ডেই আছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দল (India U-19) ব্রিটেন সফরে গিয়েছে, তারই কোচ তিনি। এই দল পাঁচটা লিস্ট এ ম্যাচ খেলবে, যার শুরু হবে ২৭ জুন। এরপর দুটি প্রথম শ্রেণির ম্যাচও খেলবে। এর ফাঁকেই শুভমানদের প্রস্তুতিতে নজর রাখতে পারেন লক্ষ্মণ। এর আগেও জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন ‘ভেরি ভেরি স্পেশ্যাল’। তবে প্রত্যেকবারই ‘স্টপ গ্যাপ’ হিসেবে, পাকাপাকিভাবে নয়। ১১ জুন গম্ভীরের মা হৃদরোগে আক্রান্ত হন। খবর পেয়ে কালবিলম্ব না করে দেশে ফেরেন গম্ভীর। বর্ডার-গাভাসকর ট্রফি চলাকালীনও পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরতে হয়েছিল তাঁকে। গম্ভীরের আমলে ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও, টেস্ট ফর্ম্যাটে ভরাডুবির জন্য সমালোচিত হয়েছেন। এমনকী এমন জল্পনাও উঠেছে যে গম্ভীরের চাপেই লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
Arun Srinivas appointed as Meta India Head amid digital ad market growth

Meta has announced the appointment of Arun Srinivas as its new India Head, a key leadership role at a time when the digital advertising market in India continues to grow rapidly. With over 25 years of experience in sales, marketing, and business leadership across top consumer and tech companies, Srinivas brings a rich mix of corporate expertise and operational insight. Arun Srinivas started his career in the fast-moving consumer goods (FMCG) space, joining Reebok in 1996. Over five years, he held three key roles – Product Manager, Regional Sales Manager for South India, and eventually Marketing Manager. His early exposure to brand building and regional market dynamics helped build a solid base in consumer understanding. In 2001, he joined Hindustan Unilever as Branch Sales Manager. Over a career spanning more than 15 years at Unilever, he held several leadership positions across categories and geographies. He rose through the ranks to become Category Vice President for Foods South Asia, where he was responsible for the business in India, Pakistan, Sri Lanka, and Bangladesh. Before that, he led Skin Care & Makeup and Beverages categories as Vice President, handling well-known brands like Fair & Lovely, Ponds, Vaseline, Lakm, and Knorr.