আহমেদাবাদে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ভয়াবহ দুর্ঘটনা

ওয়েব ডেস্ক: আহমেদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান (Air India Plane Crash)। ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানা যাচ্ছে না। তবে সবমিলিয়ে হতাহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা। ঘটনাস্থলে এই মুহূর্তে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে। বিমানটি আমদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল বলে জানা গিয়েছে। উড়ানের সময় দুর্ঘটনা ঘটে, বিমানটি আছড়ে পড়ে বলে জানা যাচ্ছে। বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমদাবাদের মেঘানিনগর এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা। আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর তাতেই ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
তাপপ্রবাহ, পরপর ২ দিন স্কুল ছুটি

ওয়েব ডেস্ক: তাপপ্রবাহের (Heat waves) কারণে রাজ্যে আগামিকাল ও পরশু সরকারি (Government School) ও সরকার পোষিত স্কুল (Government-run schools) ছুটির ঘোষণা। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu) তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন। প্রসঙ্গত, রাজ্যে তীব্র দহনে এক দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টির কোনও নাম গন্ধ নেই। এই অবস্থায় রোদের গনগনে আঁচে পুড়ছে রাজ্যবাসী। মাঝে মধ্যে বৃষ্টি হলেও, গরম কমছে না, উলটে বাড়ছে অস্বস্তি। রাস্তায় কাজের জন্য বের হওয়া অফিস যাত্রী থেকে নিত্যপ্রয়োজনে হাট বাজার করা মানুষের অবস্থা খারাপ। সব থেকে সমস্যায় পড়ে স্কুলের বাচ্চারা। মাঝে মধ্যে রাস্তায় বা স্কুল বাসে যেতে যেতে বাচ্চাদের অসুস্থ হয়ে যাওয়ার খবর কমবেশি আসতে থাকে। এর মধ্যেই আবার অত্যাধিক তাপ লেগে জ্বর, পেট খারাপ, হাঁচি, কাশিতে ভুগছে মানুষ। এই অবস্থায় আবহজাওয়ার গতি প্রকৃতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
India is fourth largest hub for HNWIs with 85,698 individuals

India has emerged as the fourth-largest hub of high-net-worth individuals (HNWIs) globally, with 85,698 people now having a net worth of over US$10 million, according to the Knight Frank Global Wealth Report 2025. India now trails only the United States, China, and Japan in terms of the number of wealthy individuals, accounting for 3.7% of the global HNWI population. The report highlights India’s strong economic growth, rise in entrepreneurial activity, and increasing access to capital as the key reasons behind the growing concentration of personal wealth. Knight Frank report highlights that India’s digital infrastructure, especially the spread of smartphones and digital banking, has made wealth creation more accessible than in earlier decades. The report also points to a sharp increase in India’s billionaire population, which rose by 12% over the past year. India now has 191 billionaires, up from 165 in 2023. That includes 26 new billionaires added in a single year, a pace far quicker than the seven added in 2019. Indian billionaires now collectively hold around US$0.95 trillion, ahead of France, Germany, and the UK, though still behind the United States and China. Wealthy individuals in India, like their global counterparts, continue to place a high value on real estate. Nearly 30% of billionaire wealth globally is held in real estate, and this trend is particularly strong in India, where property is seen as a symbol of status and stability. Indian HNWIs are also increasingly looking to invest in overseas markets such as Dubai, London, and Singapore.
Mutual fund SIP inflows hit record Rs 26,688 crore in May, slightly up from April

Mutual fund SIP (Systematic Investment Plan) inflows touched a new record in May, reaching Rs 26,688 crore, according to data released by the Association of Mutual Funds in India (AMFI) on June 10. This was a small rise from Rs 26,632 crore in April. However, overall inflows into mutual funds dropped sharply, showing that while investors are staying consistent with SIPs, they’re being cautious elsewhere. Inflows into equity mutual funds slowed down across most categories in the latest data. Large-cap funds saw a sharp 53% drop in inflows, collecting only Rs 1,250 crore. Mid-cap funds weren’t spared either, falling by 15% to Rs 2,808 crore, while small-cap funds saw a 20% decline to Rs 3,214 crore. Despite this dip, flexi-cap funds continued to attract strong investor interest, with inflows of Rs 3,841 crore, making them the top choice. Meanwhile, some fund types saw money being pulled out. ELSS funds recorded an outflow of Rs 678 crore, while value/contra funds lost Rs 92 crore, and dividend yield funds saw Rs 20 crore being withdrawn. Debt mutual funds saw a major shift. After gaining Rs 2.19 lakh crore in April, they faced an outflow of Rs 15,908 crore in May. Liquid funds saw the largest pullout, losing Rs 40,205 crore. Overnight and floater funds also faced withdrawals of Rs 8,120 crore and Rs 254 crore, respectively. Even credit risk and medium-duration funds reported minor outflows. However, not all categories struggled. Corporate bond funds attracted Rs 11,983 crore, and money market funds saw healthy inflows of Rs 11,223 crore.