৫৬ ভোগের জন্য মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে কী কী পাঠান হল?

ওয়েব ডেস্ক: আজ দিঘায় (Digha) জগন্নাথ দেবের স্নানযাত্রা (Jagannath Snan Yatra)। মহাসমারোহে পালিত হচ্ছে সেই উৎসব। আর এই বিশেষ দিনে শ্রদ্ধা ভরে জগন্নাথ দেবের জন্য উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । নিজের বাড়ির বাগানের আম, কাঁঠাল ও মিষ্টি ভগবানের উদ্দেশ্যে উপহারপাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়ির বাগানের সেই আম, কাঁঠাল ও সহ মুখ্যমন্ত্রীর পাঠানো মিষ্টি পৌঁছে গেল দিঘার মন্দিরে। এগুলি ছাপ্পান্ন ভোগে দেবতাদের জন্য নিবেদন করা হবে দুপুরে। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী, শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা দেবী একে একে মন্দিরের গর্ভগৃহ থেকে বাহিরে আসবেন। মন্দিরের দক্ষিণ পাশে এক বিশেষ স্নান বেদি নির্মাণ করা হয়েছে, যেখানে দেবতাদের মহা স্নান সম্পন্ন হবে। ১০৮টি তীর্থস্থান থেকে আনা পবিত্র জল দিয়ে স্নান করানো হচ্ছে জগন্নাথ দেবকে। মন্দির কমিটির সদস্য রাধারমন দাস (Temple committee member Radharman Das) বলেন, “মুখ্যমন্ত্রী নিজের বাগানের কাঁঠাল, গাছ আম এবং মিষ্টি সহ একাধিক সামগ্রী পাঠিয়েছেন। আজ ভগবানের স্নানযাত্রা আছে। স্নানযাত্রার পরে ভগবানের উদ্দেশে এই সমস্ত কিছু নিবেদন করা হবে। শাস্ত্রানুসারে, আজকের স্নানযাত্রার পর ১৫ দিন ভগবান থাকবেন ‘অনশক্তি’-তে। অর্থাৎ, এই সময়ে দর্শন বন্ধ থাকবে মন্দিরে। কারণ আগামীকাল থেকে, স্নান যাত্রার পরবর্তী জ্বরের কারণে, দেবতারা বিশ্রামে থাকবেন এবং দর্শনের জন্য উপলব্ধ থাকবেন না। তবে মন্দির খোলা থাকবে, এবং শ্রীশ্রী রাধা মদনমোহন জী দর্শন দেবেন। ২৬ জুন হবে রথযাত্রা, তার রথযাত্রার একদিন আগে পুনরায় দর্শন দেবেন। প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ায় দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর জগন্নাথ মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে শুরু হয় বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার পর্ব। ছিলেন ইসকনের রাধারমণ দাস এবং আরও ৫৭ জন সেবক ও ১৭ জন সন্ন্যাসী। মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন, রাজ্যের প্রতিটি ঘরে পৌঁছে যাবে মন্দিরের প্রসাদ ও ছবি ।

তীব্র দহনে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ

ওয়েব ডেস্ক: বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হলেও তীব্র দহনে জ্বলছে গোটা দক্ষিণবঙ্গ (South Bengal)। উত্তরবঙ্গে (North Bengal) বর্ষা (Monsoon) প্রবেশ করলেও এখন দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। কবে ঢুকবে বর্ষা (Weather Update)? আপাতত সেটাই এখন প্রশ্ন সকলের। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত সক্রিয় নয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে আবহাওয়াবিদদের মতে আজ বিকেল থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে। তবে এখনও স্পষ্ট বর্ষা প্রবেশের তারিখ উল্লেখ করেনি আবহাওয়া দফতর। আজ বিকেল থেকেই দক্ষিণবঙ্গে বিরাট হাওয়া বদল হবে। টানা কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় জেলাতেই বৃষ্টি চলবে। বৃষ্টির হাত ধরে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট দেখা যেতে পারে। রাজ্যের উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই হাওয়ার দাপট বেশি থাকবে। আজও বিকেলে ভিজবে কলকাতা শহর । বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপট দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ইতিমধ্যেই বর্ষা ঢুকে পড়েছে। আজও উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।

সোনার দাম কত কমল?

ওয়েব ডেস্ক: প্রতিদিন বেড়েই চলছে হলুদ ধাতুর দাম। কখনও লক্ষ ছুঁই ছুঁই। আবার কখনও দাম কমছে। বুধবার কমেছে সোনার বাজার দর (Gold Price Today)। কলকাতা, চেন্নাই, মুম্বই, দিল্লি সহ একাধিক শহরে আজ সোনার দাম কত? এক নজরে দেখুন ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম। এদিন ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১ গ্রামে ৮৯৪৪ টাকা। ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭ টাকা। গতকাল কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ছিল ৮৯৪৫, ও ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে দাম ৯৭৫৮ টাকা। আজ চেন্নাই-এ ২২ ক্যারেট সোনার ৮৯৪৪, ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭। মুম্বইয়ে সোনার দাম ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে ৮৯৪৪ টাকা। ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭ টাকা। দিল্লিতে ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে সোনার দাম ৮৯৫৯, ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৭২। বেঙ্গালুরুতে ২২ ক্যারেট প্রতি ১ গ্রামে ৮৯৪৪ টাকা ও ২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৫৭ টাকা। আমেদাবাদে সোনার দামতি ১ গ্রামে ৮৯৪৯ টাকা (২২ ক্যারেট)।২৪ ক্যারেট প্রতি ১ গ্রামে ৯৭৬২ টাকা। জয়পুরে সোনার দাম ২২ ক্যারেটের প্রতি ১ গ্রামে ৮৯৫৯ টাকা ও ২৪ ক্যারেট- প্রতি ১ গ্রামে ৯৭৭২ টাকা।

৭৮-এ পা দিলেন লালু

ওয়েব ডেস্ক: লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) জন্মদিন। মঙ্গলবার মাঝরাত থেকেই শুরু হয়েছে জন্মদিন পালন। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav) ৭৮ বছরে পা রাখলেন। জন্মদিনের সকালে একটি ছবি ভাইরাল (viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লালুর ভক্ত সমর্থকরা সামনে রেখেছেন একটি লাড্ডু (laddu)। কাজু, কিশমিশে ভরা সেই লাড্ডুর ওজন ৭৮ কেজি। এরপরই এক কর্মী এগিয়ে দিলেন কারুকাজ করা তলোয়ার। লালুপ্রসাদ চেয়ারে পা তুলে বসে থাকা অবস্থায় রাজকীয় ভঙ্গিতে তলোয়ার দিয়ে কেটে ফেলেন সেই লাড্ডু। রাষ্ট্রীয় জনতা দলের সুপ্রিমো লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) জন্মদিন পালনের (Birthday Celebration) সময় বাড়ির বাইরে ছিল দলীয় কর্মীদের ছোটখাট জনসভা। জানা গিয়েছে, বহু সমর্থকেরা এসেছিলেন বাজা নিয়ে। নাচ-গান, উল্লাস, হইহুল্লোড়ে মেতে ওঠে গোটা এলাকা। তাঁদের সঙ্গে ছিল লালুপ্রসাদের ছবি ও পোস্টার (poster)। অনেকেই সঙ্গে করে নিয়ে এসেছিলেন কেক, মিষ্টির প্যাকেট। অনেককে আবার দেখা যায় খোলা তলোয়ার হাতে নিয়ে নাচতে। লালুর স্ত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীর ১০ সার্কুলার রোডের বাড়িতে জন্মদিনের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ঘরোয়া অনুষ্ঠানে মেয়ে ও নাতিদের পাশে বসে কেক কাটেন একদা দুঁদে রাজনীতিক লালুপ্রসাদ। শুধু তাই নয়, আরজেডি গোটা রাজ্যেই সম্প্রীতি দিবস হিসেবে এইদিনকে পালন করে থাকে। এরই পাশাপাশি, দলের রাজ্য অফিসে এসে ৭৮ পাউন্ডের কেক কাটেন লালুপ্রসাদ যাদব। শুধু বিহারের মানুষই নন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন লালুপ্রসাদকে।