চিন্নাস্বামী কাণ্ডে বিরাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রথম আইপিএল (IPL 2025) খেতাব জেতার পর বেঙ্গালুরুতে ট্রফি প্যারেড করেছিল আরসিবি (RCB)। চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছিল সেলিব্রেশন। মুহূর্তের মধ্যে আনন্দ বদলে যায় কান্নায়। সেখানেই ঘটে গিয়েছে অপ্রীতিকর ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছেন। আহত অসংখ্য। তারই জেরে বিরাট কোহলির (Virat Kohli) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল। কাবন পার্ক থানায় অভিযোগ বিরাট কোহলির বিরুদ্ধে। এ দিন সকালেই নিখিল সোসালে নামের এক আরসিবি কর্মীকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। কর্নাটকের শিবামোগ্গা এলাকার বাসিন্দা এইচএম ভেঙ্কটেশ কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। যিনি একজন স্থানীয় সমাজকর্মী। এই ঘটনায় আগেই যে মামলা দায়ের হয়েছে, তার সঙ্গেই এই অভিযোগকে যুক্ত করা হবে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে খবর তদন্তে পুরো বিষয়টিই খতিয়ে দেখা হবে বলে। প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৭ বছরের প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পুলিশের অনুমতি না মেলায় সেদিন হুড খোলা বাসে সেলিব্রেশনের আয়োজন বাতিল হলেও সেদিনই চিন্নাস্বামীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দু’লক্ষেরও বেশি মানুষ স্টেডিয়ামের বাইরে জমায়েত করেন। স্টেডিয়ামে যখন সেলিব্রেশন চলছিল বাইরে তখন পদপিষ্টের ঘটনায় ১১ জন প্রাণ হারান। আহত হন ৬৭-রও বেশি। প্রায় পাঁচ হাজার নিরাপত্তারক্ষীর উপস্থিতিতেও দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়নি। গোটা ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, তেমনই কাঠগড়ায় আরসিবি কর্তৃপক্ষও। বিরাটকে নিয়েও কেউ কেউ অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, বিরাট কেন এই বিষয় নিয়ে মুখ খুললেন না। এরপর শুক্রবার বিরাটের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হল।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই আকাশের মুখভার। আলিপুর জানিয়েছে, বৃহস্পতিবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম এখনই কমছে না। মঙ্গলবার রাতের বৃষ্টির পর থেকে গরমের কারণে অস্বস্তি সামান্য কমলেও আকাশ মেঘলা থাকার কারণে ফের হাঁসফাঁস পরিস্থিতি। কোথাও কোথাও ভ্যাপসা গরমের সঙ্গেই পাল্লা দিয়ে দুর্যোগ চলবে বলে জানিয়েছে আলিপুর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে শুক্রবার থেকে আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে ঝড়বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাকি জেলায় ঝড়ের প্রকোপ কম থাকলেও সব জেলাতেই কমবেশি দুর্যোগের সম্ভাবনা রয়েছে। অন্য দিকে, বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের আট জেলাতেই জারি হয়েছে হলুদ সতর্কতা।