Market expects 25-50 bps cut due to lower inflation and slow growth

The Reserve Bank of India’s (RBI) Monetary Policy Committee (MPC) began its three-day meeting today. Many experts believe that this meeting could result in a cut in the repo rate, which currently stands at 6%. This would be the third rate cut in a row if it happens. The market is expecting a cut of 25 to 50 basis points (bps), mainly because inflation has been coming down and there are growing worries about slower economic growth. A lower repo rate would reduce the cost of borrowing for banks, businesses, and individuals. WHAT THE MARKET EXPECTS Anil Rego, Founder and Fund Manager at Right Horizons PMS, said a 25 bps cut in the repo rate to 5.75% looks likely. He said that with inflation now under control and signs of weak economic growth, the RBI may choose to support the economy with another rate cut. He pointed out that headline CPI inflation has fallen below the RBI’s 4% target, which gives the central bank more room to cut rates. “Growth is showing softness, and global trade is expected to slow further in 2025,” he added. He also explained that banks have already started reducing interest rates. “Savings account interest rates have dropped to 2.70%, and fixed deposit rates have come down by 30–70 basis points since February 2025,” said Rego. According to him, there are fewer worries now about liquidity and financial stability. “Inflation is likely to stay within the RBI’s target, which makes it easier for the central bank to go ahead with a rate cut,” he said. WHICH SECTORS COULD GAIN Lower interest rates often help sectors that depend on borrowing and loans. Rego said, “Rate-sensitive sectors like banking, real estate, and automobiles may benefit. Banks may see stronger credit demand, real estate may become more affordable, and car sales may go up due to cheaper EMIs.” He added that sectors linked to domestic spending and lending could be the first ones to benefit. A rate cut would also show that the central bank wants to support growth, which may lift market confidence.

রাজ্যে করোনায় প্রথম মৃত্যু

রাজ্যে এবার থাবা বসাল করোনা (Covid 19)। করোনা আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু খাস কলকাতায় (Covid 19 Death in Kolkata)। ৪৩ বছর বয়সী ওই মহিলার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, হৃদযন্ত্র এবং কিডনির সমস্যা ছিল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, মৃত মহিলার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে সেপটিক শক, একইসঙ্গে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। পরিসংখ্যান বলছে, এরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪১ জন। গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩৭২। রাজ্যের প্রথম করোনার বলি ওই মহিলা। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১ জন। অসুস্থ ১১। গোটা ভারতে করোনা কেসে সক্রিয় রোগীর সংখ্যায় পাঁচে ভারত। উল্লেখ্য, বর্তমানে বদলে গিয়েছে করোনার উপসর্গ। আক্রান্ত রোগীদের অধিকাংশের গলায় সমস্যা। গলায় প্রচণ্ড ব্যথা অথবা গলা বসে যাচ্ছে। কণ্ঠস্বরও যাচ্ছে বদলে। এছাড়া রয়েছে পেট ব্যথা, জ্বরের মতো উপসর্গও। ডায়ারিয়ায় জলের মতো পায়খানার সমস্যা রয়েছে। অধিকাংশই ডায়ারিয়ার শিকার হচ্ছেন। গোটা দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে একজনের মৃত্যু হলেও, গত ২৪ ঘণ্টায় দেশের চার রাজ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে কেরল, তামিলনাডু, মহারাষ্ট্র আর পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,০২৬। নতুন করে আক্রান্ত ৫১২। গোটা ভারতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

পহেলগাম কাণ্ডের পর প্রথমবার কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

পহেলগাম কাণ্ডের পর প্রথমবার কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সূত্রের খবর, কাশ্মীরের বহু প্রতীক্ষিত চেনাব ব্রিজ অবশেষে চালু হতে চলেছে। ৬ জুন এই ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি সপ্তাহেই শ্রীনগর-কাটরা রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাবেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, গত ১৯ এপ্রিল এই রেলপথের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তার কারণে তা বাতিল হয়। তার তিনদিন পরে ২২ এপ্রিল নৃশংস হত্যাকাণ্ড ঘটে পহেলগাঁওয়ে। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত রেলপথের সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত প্রথম ট্রেনটিই হতে চলেছে বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস। গত ১৯ এপ্রিল এই রেলপথের উদ্বোধন করতে কাশ্মীর যাওয়ার কথা ছিল মোদির। যদিও শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সেই কর্মসূচি বাতিল করা হয়। রেলের তরফে জানানো হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাটরা স্টেডিয়ামে একটি জনসভাও রয়েছে। এটি চেনাবের উপর অবস্থিত বিশ্বের সর্বোচ্চ রেল ব্রিজ। এই ব্রিজটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। ৪৩, ০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্বপ্নের প্রকল্পটিকে বাস্তবে রূপ দিতে ৪২ বছর সময় লেগেছে। মঙ্গলবার কেন্দ্রীয় মহাকাশ মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৬ জুন বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, চেনাব সেতু উদ্বোধন করবেন। সেতুটি জম্মু ও কাশ্মীরের উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে লিঙ্ক (USBRL) প্রকল্পের অংশ। আরও লেখেন, “ইতিহাস তৈরি হচ্ছে… আর মাত্র ৩ দিন বাকি! উল্লেখ্য, পহেলগাঁও হামলার কয়েকদিন পরে একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসে। যেখানে দাবি করা হয়েছে, পর্যটকদের উপর যে হামলা হতে পারে তার আগাম খবর গোয়েন্দারা দিয়েছিল। সেইমতো ওই অঞ্চলে ব্যাপক সতর্কতা জারি করা হয়। তবে দীর্ঘ তল্লাশির পরও কোনওরকম সাফল্য না মেলায় ২২ এপ্রিল বন্ধ করা হয় তল্লাশি অভিযান। তাৎপর্যপূর্ণভাবে ওই একইদিনে পহেলগাঁওয়ে পর্যটকদের নিশানা করে জঙ্গিরা। রিপোর্ট পাওয়া সত্ত্বেও কেন কাশ্মীরে নিরাপত্তা বাড়ানো হয়নি, সেই নিয়ে মোদিকে তোপ দেগেছেন বিরোধীরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছিলেন, “কাশ্মীরে জঙ্গি হামলা হতে পারে এমন একটি গোয়েন্দা রিপোর্ট পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। তার ভিত্তিতেই নিজের শ্রীনগর সফর বাতিল করেছিলেন প্রধানমন্ত্রী। তথ্য থাকার সত্ত্বেও কেন পর্যাপ্ত ব্যবস্থা করা হল না?”মোদির এই সফরপর্ব নিয়ে নয়াদিল্লি তরফে এখনও মুখ খোলেনি।

পাঞ্জাবকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক: ১৮ বছরের অপেক্ষার অবসান। আইপিএল ট্রপি জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। বলা ভালো, ট্রফি হাতে উঠল বিরাট কোহলির (Virat Kohli)। ৬ রানে পঞ্জাবকে হারিয়ে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি। খেতাব জিতে মাঠেই কেঁদে ফেললেন বিরাট। সেই সঙ্গে আইপিএল পেল নতুন চ্যাম্পিয়ন্সদের। আরসিবি ২০০৯, ২০১১, ২০১৬-র পর চতুর্থবার ফাইনাল খেলেছিল এবং অবশেষে জিতল (RCB Wins IPL 2025 Final)। পঞ্জাব কিংসকে (PBKS) তারা ফাইনালে হারাল ৬ রানে। এদিন টস হেরে ব্যাট করতে নেমে আরসিবি ২০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ১৯০ রান। ফিল সল্ট ও বিরাট কোহলির ওপেনিং জুটিতে এসেছিল মাত্র ১৮ রান। ফিল সল্ট আউট হওয়ার পর ইনিংস এগিয়ে নিয়ে যান কোহলি। কিন্তু ৩৫ বলে ৪৩ রান করে ফিরে যান কোহলিও। আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে তাঁর হাতেই কোহলি ক্যাচ তুলে দেন। পাঁচ থেকে সাতে নামা তিন ব্যাটার- লিয়াম লিভিংস্টোন (১৫ বলে ২৫), জীতেশ শর্মা (১০ বলে ২৪) ও রোমারিও শেফার্ড (৯ বলে ১৭) দ্রুত রান তোলার চেষ্টা করেছিলেন। শেষের দিকে ক্রুনাল পাণ্ডিয়া ও ভুবনেশ্বর কুমার, আসেন আর ফিরে যান। পাঞ্জাবের হয়ে তিন উইকেট করে নিলেন জেমিসন ও অর্শদীপ সিং। ওমরজাই-বিজয়কুমার বৈশাক ও যুজবেন্দ্র চাহাল এক উইকেট করে নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে প্রিয়াংশ আর্য ও প্রভসিমরণ সিং দু’জনেই ছিলেন মারকাটারি মেজাজে। পাওয়ারপ্লে-র পুরো ফায়দা তুলতেই তাঁরা ব্যাট চালাচ্ছিলেন। কিন্তু প্রিয়াংশকে ফিরতে হয় সল্টের অসাধারণ ক্যাচে। জশ হ্যাজেলউডের কোমরের উপর লেন্থ বলে উড়িয়ে খেলেছিলেন প্রিয়াংশ। কিন্তু বাউন্ডারি লাইনের ভিতরে-বাইরে গিয়ে সল্ট যে ক্যাচ নিলেন, তা ছিল দেখার মতো। ১৯ বলে ২৪ করে আউট হন প্রিয়াংশ। এরপর প্রভসিমরণকেও হারায় পঞ্জাব। ক্রুনাল পাণ্ডিয়ার স্লোয়ার চালিয়ে খেলতে গিয়ে প্রভসিমরণ ভুবনেশ্বর কুমারের হাতে জমা পড়ে যান। ৯ ওভারের ভিতর ৭২ রানে ২ উইকেট চলে যায় পঞ্জাবের। চারে নেমে অধিনায়ক শ্রেয়স আজই চূড়ান্ত ব্যর্থ হলেন। রোমারিও শেফার্ডের বলে সূযশ শর্মার হাতে ক্যাচে তুলে দেন। ১০ ওভারের ৭৯ রান তুলতে গিয়ে পঞ্জাবের তিন উইকেট চলে যায়। তারপর চেষ্টা করেও ম্যাচ জেতা সম্ভব হয়নি পাঞ্জাব কিংসের। ৬ রানে ম্যাচ হারে প্রীতি জিন্টার দল। উল্লেখ্য, ২০১৪ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার আইপিএল ফাইনাল খেলল পঞ্জাব।