দেশের সেরার তালিকায় প্রথম দশে স্বীকৃতি পেল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

কলকাতা: বিরাট সাফল্য! দেশের সেরা চিকিৎসা প্রতিষ্ঠানগুলির (Best Medical Institution) তালিকায় জায়গা করে নিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Kolkata Medical College and Hospital)। ২০২৪ সালের আইআইআরএফ (IIRF) র্যাঙ্কিংয়ে দেশের সেরা ১০ এমবিবিএস কলেজের তালিকায় নবম স্থানে উঠে এসেছে কলকাতা মেডিক্যাল কলেজ। একইসঙ্গে, এই মেডিক্যাল কলেজ পূর্ব ভারতের মধ্যে এক নম্বর চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেল। এর ফলে বহুদিন পর জাতীয় স্তরে ফের চমক দিল এই শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংস্থা আইআইআরএফ বা ‘ইন্ডিয়ান ইন্সটিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক’ যে সাতটি বিষয়ের উপর ভিত্তি করে র্যাঙ্ক দিয়ে থাকে। তার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের শিক্ষাগত উৎকর্ষতা, প্র্যাকটিসের সুযোগ, শিক্ষণ পদ্ধতি, গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি ইন্টারফেস(স্বাস্থ্য প্রতিষ্ঠান ইন্টানর্শিপে কতটা সহযোগিতা করে)। এছাড়াও দেখে নেওয়া হয় স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্লেসমেন্ট স্ট্র্যাটেজি কেমন। ২০২৩ সালে ১২ নম্বর স্থানে জায়গা ছিল কলকাতা মেডিক্যাল কলেজের। এই বছর বছর ১০ নম্বর স্থানে জায়গা করে নিল শতাব্দী প্রাচীন এই প্রতিষ্ঠান। ক্রমতালিকায় রয়েছে ৯ নম্বরে। র্যাঙ্কিং অনুযায়ী প্রথম স্থান দখল করেছে দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। আইআইআরএফ-এর র্যাঙ্কিংয়ে সর্বভারতীয় র্যাঙ্কে ২৯ নম্বরে রয়েছে এসএসকেএম, ৩৬ নম্বরে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ, ৩৮ নম্বরে রয়েছে আরজিকর মেডিক্যাল কলেজ।
এক দেশ দুই রকমের টাকা

ওয়েব ডেস্ক: এক দেশ দুই রকমের টাকা (Note), প্যাঁচে পড়ে নাভীশ্বাস সাধারণ মানুষের। ইতিমধ্যেই বাংলাদেশের (Bangladesh Currency) নতুন ছাপানো নোট থেকে সরিয়ে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি (Bangabandhu Sheikh Mujibur Rahman) । সেই জায়গায় স্থান পেয়েছে বাংলাদেশের স্থাপত্যের ছবি। ২০ টাকার নোটে দিনাজপুরের কান্ত জিউয়ের হিন্দু মন্দিরের ছবি স্থান পেয়েছে। ৫০ টাকার নোটে আহসান মঞ্জিলের মুসলিম স্থাপত্যের ছবি স্থান পেয়েছে। ১০০০ টাকার নোটে বাংলাদেশের বৌদ্ধ বিহারের ছবি স্থান পেয়েছে। নতুন টাকা বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে শহরকেন্দ্রিক দশটি ব্যাংকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সর্বোচ্চ ২০০ কোটি টাকা এখনও পর্যন্ত ছাপানো সম্ভব হয়েছে বাংলাদেশের বর্তমান সরকারের পক্ষ থেকে।আগামী ৭ জুন তারিখ বকরিদ। তাই এই উৎসব উপলক্ষে ঈদের কেনাকাটা এখন তুঙ্গে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার নতুন টাকা ছেড়েছে এমন খবর শহরের মানুষের কাছে থাকলেও, গ্রাম গঞ্জের সাধারণ মানুষের জনের কাছ থেকে পুরাতন নোট নিতে অস্বীকার করছে বিক্রেতারা। তাদের দাবি, আগামী দিনে যদি এই তত্ত্বাবধায়ক সরকার পুরাতন নোট বন্ধ করে দেওয়া হয়েছে ঘোষণা করে. তাহলে পুরাতন নোট নিয়ে তারা ক্ষতির সম্মুখীন হবেন। এই ধরনের বিষয়টি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়- আপাতত দুই ধরনের টাকায় চলবে সমগ্র বাংলাদেশ জুড়ে। যদিও সম্পূর্ণ পুরাতন নোট তুলে নিয়ে ঠিক কবে নতুন সম সংখ্যক নোট ছাপানোর কাজ সম্পন্ন হবে বা বাজারে আনা হবে তার কোন সঠিক দিশা এখনও দিতে পারেনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকার। তাহলে বাংলাদেশের নতুন ছাপানো নোট থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি সরিয়ে ফেলার বিতর্কের মধ্যেই, এবার পুরাতন নোট বাতিল করে কবে সময় সংখ্যক নতুন নোট বাজারে ছাড়া হবে সেই বিষয়টি নিয়েও এবার নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
Tesla unlikely to start car manufacturing in India soon

Tesla is unlikely to manufacture its cars in India, Union Minister HD Kumaraswamy said on Monday. The statement comes as the Indian government recently launched a new electric vehicle (EV) policy aimed at attracting global carmakers to set up production units in the country. The Union Minister stated that Tesla is not expected to begin manufacturing vehicles in India in the near future. He mentioned that the company is currently interested only in opening showrooms in the country. NEW POLICY TO BOOST LOCAL EV PRODUCTION India, the world’s third-largest car market, introduced a new EV policy earlier this year. The policy aims to reduce import taxes for foreign automakers that commit to building electric vehicles in India. The main idea behind the policy was to encourage companies like Tesla to set up local manufacturing units. Under the new policy, companies that invest at least $486 million (around Rs 4,000 crore) to build EVs in India will be allowed to import a limited number of electric cars at a lower import tax of 15%. Currently, the duty on imported electric cars is as high as 70%. To get these benefits, the companies must set up a manufacturing facility in India and begin production within three years of getting approval. They will also need to meet certain local sourcing rules. The government hopes this move will increase local production, create jobs, and lower prices for Indian buyers. MERCEDES AND VOLKSWAGEN SHOW INTEREST While Tesla appears to be holding back, other global companies like Mercedes-Benz and Volkswagen have shown interest in the Indian EV policy. The minister said these companies are exploring possibilities under the new scheme and could invest in local production. The scheme is called the “Scheme to Promote Manufacturing of Electric Passenger Cars in India” (SPMEPCI), and the application window for this scheme will be opened soon. LOCAL COMPANIES BACK DOMESTIC PUSH Indian automakers such as Tata Motors and Mahindra & Mahindra have already made large investments in electric vehicle production in the country. These companies are leading the domestic EV market and have pushed against cutting duties for foreign carmakers, arguing that it would hurt local industries. So far, EVs make up just 2.5% of India’s total car sales. In 2024, out of 4.3 million cars sold, only around 1.1 lakh were electric. The government wants to raise the share of EVs to 30% by 2030 as part of its plan to cut pollution and reduce fuel imports.
কমল হাসনের ছবিতে নিষেধাজ্ঞা!

ওয়েব ডেস্ক: কমল হাসন (Kamal Hasan) অভিনীত ‘থাগ লাইফ’ (Thug Life) সিনেমা রিলিজে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। সেই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কর্নাটক হাইকোর্টের (Karnataka High Court) দ্বারস্থ হলেন চলচ্চিত্রটির প্রযোজক। ৫ জুন মুক্তি পেতে চলেছে ‘থাগ লাইফ’ বা ঠগীর জীবন শীর্ষনামের চলচ্চিত্র। তার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার কমল হাসন। কর্নাটকে চলচ্চিত্রটির রিলিজের বিরুদ্ধে কর্নাটক চেম্বার অফ কমার্স যাতে কোনও ব্যবস্থা নিতে না পারে, এই আবেদন করে হাইকোর্টে গেল সংশ্লিষ্ট প্রযোজক সংস্থা। ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফ আইন অনুযায়ী চলচ্চিত্রটি প্রয়োজনীয় শংসাপত্র পাওয়া সত্ত্বেও ওই রাজ্যে চলচ্চিত্রটির রিলিজে নিষেধাজ্ঞা জারি হয়েছে। দীর্ঘ পরিশ্রমের ফলে ১৯৮৭ সালের পর ফের একবার কমল হাসন এবং প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মণি রত্নম (Mani Ratnam) জুটি বেঁধেছেন। যে কারণে এই চলচ্চিত্রটিকে ঘিরে দর্শকদের মধ্যে যে বিপুল উৎসাহ তৈরি হয়েছে, তা ওই নিষেধাজ্ঞার ফলে প্রভূতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বলে দাবি মামলাকারীর।