একসপ্তাহ ধরে চলবে প্রবল দুর্যোগ

কলকাতা: বঙ্গোপসাগরের (Bay Of Bengal) উপরে তৈরি হয়েছে জোড়া চক্রবৎ ঘূর্ণাবর্ত (Twin cyclones), তার জেরে প্রবল বৃষ্টির পূর্বাভাস (Heavy Rain) দিল আবহাওয়া দফতর (Weather Office)। এই দুটি চক্রবৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেr উপরে। যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গে। যার জেরে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস। আগামী কয়েকসপ্তাহ ধরে চলবে এই দুর্যোগ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। আগামী ২৩ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত ভারী বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। ২১ মে দঙ্গিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত চলবে। এর পর ২২ ও ২৩ তারিখ যথাক্রমে পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত চলতে থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেইসঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। ২৩ মে উত্তরবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টিপাত হবে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ২৪ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, মেদিনীপুরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২৫ মে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। ২০-২৫ মে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। ফের দুই বঙ্গেই ২৬ মে থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। অবিরাম বৃষ্টির কারণে গরমে হাত থেকে রেহাই মিলবে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে।
Gold prices rebounded

After a slight drop which was seen in the previous day. Gold’s June contracts on the Multi Commodity Exchange of India (MCX) opened at Rs 95,344 per 10 gram today. “Comex Gold (August) futures surged to $3,326 per ounce yesterday, closing 1.6% higher, as the US dollar slipped to a two-week low amid challenges to President Trump’s tax bill and his warning that a failure to pass the bill could result in massive tax hikes. Strong demand from China also supported gold prices, with April imports rising 73% month-on-month to 127.5 metric tons, the highest level in 11 months, despite record-high prices. Meanwhile, dovish comments from ECB officials, signaling potential rate cuts, and ongoing trade tensions, particularly with Japan, added to market volatility. Today, gold extended its gains to $3,344 per ounce, supported by continued dollar weakness and rising geopolitical tensions following reports of a potential Israeli strike on Iranian nuclear facilities. Speeches from Federal Reserve officials will be closely watched. So far this week, several FOMC members have emphasized a cautious, wait-and-watch approach, suggesting the Fed may not be ready to lower interest rates before September due to tariff-related uncertainty,” said Kaynat Chainwala, AVP of Commodity Research at Kotak Securities.
রবিবার সময় বদল মেট্রোর

কলকাতা: মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর। রবিবার সকালে মেট্রোর সময় বদলের বিজ্ঞপ্তি জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী রবিবার ২৫ মে UPSC-এর প্রিলিমিনারি পরীক্ষা রয়েছে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষাকে মাথায় রেখেই মেট্রো রেল কর্তৃপক্ষ টাইমিং বদলের সিদ্ধান্ত নিল। পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অসুবিধা না-হোক, তার জন্য কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সকাল ৭টা থেকেই মেট্রো চলবে। সপ্তাহান্তে রবিবার মেট্রো পরিষেবা সকাল ৯টা থেকে শুরু হয়। কিন্তু পরীক্ষার দিন এই সময়সীমা দু’ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার ২৫ মে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৩৮টি মেট্রো চালানো হবে। ছুটির দিন রবিবার কবি সুভাষ (Kavi Subhash Metro) থেকে দক্ষিণশ্বরের (Dakshineswar Metro) দিকে প্রথম মেট্রো সকাল ৯টায় শুরু হয়। কিন্তু রবিবার ২৫ মে সকাল ৯টার পরিবর্তে শুরু হবে সকাল ৭টায়। নোয়াপাড়া থেকে কবি সুভাষ, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৭টা থেকে। রাতে শেষ মেট্রো ছাড়ার সময়ে কোনও পরিবর্তন করা হয়নি। প্রতি সপ্তাহের মতোই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৭ মিনিটে। দক্ষিণশ্বর থেকে কবি সুভাষের মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে।
হচ্ছে না ধর্মঘট, চলবে বাস

তিনদিনের বাস ধর্মঘট (Bus Strike) প্রত্যাহার। বৃহস্পতিবার থেকে ধর্মঘট হচ্ছে না। পুলিশ কমিশনার, পরিবহণ সচিবের সঙ্গে বৈঠকে পর ধর্মঘট তুলে নিলেন বেসরকারি বাস মালিক সংগঠন। সেপ্টেম্বর পর্যন্ত কোনও রকম ধর্মঘটের রাস্তায় যাচ্ছেন না তাঁরা। তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা। তার মধ্যে দাবিপূরণ না হলে ফের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন তারা। বেসরকারি বাস মালিকদের দাবি,নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বাড়ছে। কিন্তু ২০১৮ সালের পর আর বাসের ভাড়া বাড়ানো হয়নি। এই আবহে ভাড়া না বাড়ালে বাস চালানো সম্ভব নয়। কোভিডের সময় প্রায় আড়াই থেকে তিন হাজার বাস বসে গেছে। এদিকে ১৫ বছরের পুরনো বাসগুলিকে আরও দু’বছর চলাচলের অনুমতি চাওয়া হয়। বিনা কারণে পুলিশি জুলুমবাজি বন্ধের দাবি জানানো হয়। এই দাবি গুলি নিয়ে আলোচনা করার জন্য সোমবার বৈঠক ডাকে পরিবহণ দফতর। সেই বৈঠক ভেস্তে যাওয়ার পর মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়। সেই বৈঠকও ভেস্তে যাওয়ায় ২২, ২৩ এবং ২৪ মে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। এই সংক্রান্ত মোট পাঁচ দফা দাবি পূরণের আর্জি জানিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন তাঁরা। তাদের দাবিদাওয়া নিয়ে বুধবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ফের বৈঠকে বসেছিলেন বাস মালিকরা। বৈঠকে তাদের দাবিদাওয়া খতিয়ে দেখার আশ্বাস দেয় সরকার। তারপরই ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানায় বাস মালিকরা। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, “সরকার আমাদের দাবিদাওয়া ভেবে দেখার প্রতিশ্রুতি দিয়েছে। তাই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখা হচ্ছে।”