ধেয়ে আসছে কালবৈশাখী

কলকাতা: অবশেষে তীব্র তাপপ্রবাহের থেকে স্বস্তি মিলতে চলেছে। গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী (Weather Update)। ভ্যাপসা গরম থেকে মুক্তির সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এভাবেই বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ভ্যাপসা গরম কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে। যদিও শমিবার রাতের দিকে রাজ্যের কয়েকটি অংশে হালকা বৃষ্টি হলেও ফের সকাল থেকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে দক্ষিণবঙ্গ। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি (Rain Forecast) হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে জেলার সর্বত্র বৃষ্টি হবে না। এই ঝড়বৃষ্টির ফলে রবিবার থেকে তাপমাত্রা কমতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। রবিবার সকাল থেকে ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছে শহরবাসী। সকালে রোদের দেখা মেলেনি। মেঘলা ওয়েদার। তার সঙ্গে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর (Kalbaisakhi Storm) পূর্বাভাসও রয়েছে। রবিবার কলকাতা (Rain Forecast Kolkata)-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে। রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝড়বৃষ্টির জন্য এই সতর্কতা আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার কলকাতার সবত্র বৃষ্টির দেখা না মিলেও। রবিবার শহরে বেশি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী ২৪ ঘণ্টা দক্ষিণে তাপমাত্রার হেরফের হবে না। রবিবার থেকে পরের তিন দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার থেকে সোমবারের মধ্যে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা খুব একটা পরিবর্তন না হলেও সোমবারের মধ্যে তা কমার সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরের আট জেলাতেই ঝড়বৃষ্টির জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সোমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনদিনের এই সফরে থাকছে একগুচ্ছ কর্মসূচী। সফরের প্রথমদিনেই তিনি শিল্পপতিদের সঙ্গে বিজনেস মিট করবেন। ২০ তারিখ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেবেন উপভোক্তাদের হাতে। ২১ তারিখ রয়েছে প্রশাসনিক বৈঠক। সূত্রের খবর, জোরকদমে প্রস্তুতি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। ১৯ মে প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী। বিকেলে বাগডোগরা বিমানবন্দরে নামবেন বলে জানা গিয়েছে। সেখান থেকে সড়কপথে সরাসরি শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পৌঁছে একটি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন মমতা। এখন থেকে ওই এলাকার সর্বত্র আঁটোসাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জানা গিয়েছে, এবারের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন কয়েকজন নেতা-মন্ত্রীও। যে কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলছে পুলিশের জোরদার টহল। শনিবার দীনবন্ধু মঞ্চের প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ও অন্যান্য প্রশাসনিক অফিসাররা।