মে মাসে ধেয়ে আসছে সাইক্লোন?

ওয়েব ডেস্ক: ধেয়ে আসছে সুপার সাইক্লোন (Cyclone) । কলকাতাতেও ঘূর্ণিঝড়ের সতর্কতা (Cyclone Alert)! পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের (Bay Of Bengal) কাছে একটি সিস্টেম তৈরি হয়েছে, তা ধীরে ধীরে গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণাবর্তে পরিণত হতে পারে, তবে সেটি ঘূর্ণিঝড়ের আকার নেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৬ থেকে ২২ মে’র মধ্যে একটি নিম্নচাপ তৈরি হবে, সেটি শক্তি বাড়িয়ে আরও ঘনীভূত হতে পারে বলে আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RMC) অনুসারে এই তথ্য দেওয়া হয়েছে। RMC- র আবহাওয়া বিশেষজ্ঞ এইচ আর বিশ্বাস জানিয়েছেন, এত তাড়াতাড়ি সিস্টেমটি কত শক্তিশালী আকার নেবে, তা বলা সম্ভব নয়, তবে আগামী চারদিনের মধ্যে আমরা এর গতিবিধির সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানাতে পারব বলে আশা রাখছি। ২০২০ সালের ২০ মে সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়েছিল, দক্ষিণবঙ্গ সহ কলকাতাকে তছনছ করে দেয়। গত পাঁচ বছরে পাঁচটি ঘূর্ণিঝড় বাংলা-বাংলাদেশ এবং বাংলা-ওড়িশা উপকূলে আঘাত হেনেছে। এই ঘূর্ণিঝড় কত শক্তিশালী হবে, বলা যাচ্ছে না। এই ঘূর্ণিঝড়ের নাম শক্তি, এটি শ্রীলঙ্কার দেওয়া নাম। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল ১৩ মে আংশিক মেঘলা আকাশ, সেই সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। ১৪ মে একই পরিস্থিতি বজায় থাকবে। ১৫ মে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং মাঝারি বৃষ্টিপাত থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। ১৬ মে আংশিক মেঘলা আকাশ, মাঝারি বৃষ্টিপাত বা বজ্র বৃষ্টিপাত সহ ঝড়ের পূর্বাভাস। ১৭ মে একই পরিস্থিতি বজায় থাকবে। ১৮ মে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে। মে মাসেই বার বার ঘূর্ণিঝড়ের প্রবণতা দেখা গেছে। মে মাসেই কেন ঘূর্ণিঝড়। আবহবিদদের বক্তব্য অনুযায়ী, বিশ্ব উষ্ণায়ন অন্যতম কারণ। এ ছাড়াও রয়েছে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি। এই মাসটি সাইক্লোন সিজন ও জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া। অন্যদিকে ইতিমধ্যেই বাংলাদেশে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বিএমডি ঝড়ো বাতাস সহ বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বগুড়া, টাঙ্গাইল, দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ ও সিলেট এলাকায়। নদী বন্দরগুলিকে সতর্ক করা হয়েছে।

পাঠান ২-এর শুটিং নিয়ে বিরাট আপডেট

ওয়েব ডেস্ক: শোনা যাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘পাঠান ২ (Pathaan 2)-এর শুটিং হতে পারে প্রখ্যাত কবি পাবলো নেরুদার (Pablo Naruda) দেশ চিলিতে (Chile)। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রায় চার বছর পর শাহরুখ খানের দুরন্ত কামব্যাক দেখেছিল তাঁর অনুরাগীরা ‘পাঠান'(Pathyan ছবির মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে ছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। দীর্ঘদিন শাহরুখকে তাঁর ভক্তরা পর্দায় দেখতে পায়নি। তারপর শাহরুখের ‘পাঠান’ দেশ-বিদেশে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। এখন দর্শকরা আশায় দিন গুনছে কবে আসবে ‘পাঠান’ ছবির সিক্যুয়েল অর্থাৎ ‘পাঠান ২’। ‘পাঠান’ ছবির শুটিং হয়েছিল স্পেনের বিভিন্ন লোকেশনে। ইতিমধ্যেই শুরু হয়েছে যশরাজ ফিল্মসের স্পাইভার্সের (Yashraj Films Spyuniverse) জনপ্রিয় চরিত্রকে আবার পর্দায় ফেরানোর কাজ। এবার চিলিতেই হতে পারে এই ছবির শুটিং। প্রসঙ্গত, সম্প্রতি এদেশে এসেছিলেন চিলির প্রেসিডেন্ট গ‍্যাবরিয়েল বোরিক ফন্ট। যিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার পর মুম্বইয়ে এসেছিলেন। সেখানেই তিনি বলিউড চিত্র-নির্মাতাদের সঙ্গে কথা বলেছিলেন। শোনা যাচ্ছে আগামী বছর ‘লাকাদ বাপ্পা ৩’ ছবির শুটিং হবে চিলিতে। ঠিক একই সময় ‘পাঠান ২’ ছবির শুটিং করার কথা শোনা হচ্ছে। তবে ২০২৩ সালের ব্লকবাস্টার ছবির সিক্যুয়েল ‘পাঠান ২’ মুক্তি পেতে পারে ২০২৬ এর জানুয়ারি মাসে।

Gold prices fell 1.4% on positive US-China trade talks easing tariff fears

Gold prices slipped on Monday as positive US-China trade discussions alleviated market fears over tariffs, leading investors to shift from safe-haven assets towards riskier investments. Spot gold XAU= was down 1.4% at $3,277.84 an ounce, as of 0624 GMT. US gold futures lost nearly 2% at $3,279.20. The US and China ended high-stakes trade talks on a positive note on Sunday, with US officials touting a “deal” to reduce the US trade deficit, while Chinese officials said they had reached an “important consensus”. Chinese Vice Premier He Lifeng said a joint statement would be released in Geneva on Monday. The US and China imposed tit-for-tat tariffs on each other last month, triggering a trade war that fuelled fears of global recession. The US will be left with higher tariffs once the dust settles from President Donald Trump’s trade negotiations, a majority of the current and former Trump advisers Reuters spoke to said. Gold, traditionally seen as a hedge against economic and political uncertainties, thrives in a low-interest rate environment. “The dollar index has advanced as the Trump administration touted progress in trade negotiations with China following negotiations over the weekend in Switzerland which weighed on gold prices,” said Jigar Trivedi, senior commodity analyst at Reliance Securities.

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী কী কী বললেন?

ওয়েব ডেস্ক: সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান,  তিনি ভারত ও পাকিস্তান, দুই দেশকেই চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য। অন্যথায় আন্তর্জাতিক ব্যবসার উপর প্রভাব পড়বে বলেও দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন তিনি। সেই কথা আরও এক বার ‘মনে করালেন’ ট্রাম্প। ঘটনাচক্রে তাঁর মন্তব্যের কিছু ক্ষণ পরে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন স্পষ্ট জানান, আমাদের সেনাবাহিনী সর্বদা সতর্ক। আকাশ, জল থেকে মাটি- সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। ‘নতুন নর্মাল’ তৈরি করেছে সেনা। ভবিষ্যতে প্রয়োজন হগলে আবার জবাব দেওয়া হবে। কোনও ‘নিউক্লিয়ার ব্ল্যাকমেল’ ভারত সহ্য করবে না। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। ‘টেরর’ ও ‘টক’ (সন্ত্রাস এবং আলোচনা) একসঙ্গে চলতে পারে না। জল এবং রক্ত একই সঙ্গে বইতে পারে না। ‘অপারেশন সিঁদুর’-এও আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। ‘মেড ইন ইন্ডিয়া’ হাতিয়ার তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এ বার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এ বার পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই কথা হবে। আজ বুদ্ধপূর্ণিমা, শান্তির পথও যুদ্ধ দিয়ে হয়।