টেস্ট থেকে অবসর কোহলির

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা টেস্ট থেকে অবসর নেওয়ার পর থেকেই বিরাট কোহলির (Virat Kohli) অবসর নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি। সোমবার বেলা পৌনে বারোটা নাগাদ কোহলি ইনস্টাগ্রামে লম্বা পোস্ট করেন। লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ব্যাগি ব্লু টুপি পরার পর ১৪ বছর কেটে গিয়েছে। সত্যি কথা বলতে কী কোনও দিন ভাবিনি এই ফর্ম্যাটে সফরটা আমাকে এই জায়গায় নিয়ে যাবে। এই ফর্ম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে, আর যা শিক্ষা দিয়েছে, আজীবন মনে রাখব।’ এখানেই শেষ নয়, কোহলির সংযোজন, ‘সাদা পোশাকে খেলার মধ্যে ব্যক্তিগত আবেগ রয়েছে। শান্তি রয়েছে। পাঁচদিনের খেলা, ছোট ছোট মুহূর্ত যেটা কেউ দেখতে পায় না অথচ সারাজীবন থেকে যায়।’ কোহলি লেখেন, ‘এই ফর্ম্যাটকে বিদায় জানানো সহজ ছিল না। কিন্তু এটাই সঠিক বলে মনে হচ্ছে। আমি এই ফর্ম্যাটকে নিজের সবকিছু দিয়েছিলাম। আর আমাকে ফিরিয়ে দিয়েছিল এত কিছু, যা আশাও করিনি।’ যোগ করেছেন, ‘আমি বিদায় নিচ্ছি কৃতজ্ঞ হৃদয়ে, খেলাটির প্রতি, যাদের সঙ্গে মাঠে সময় কাটিয়েছি তাদের প্রতি, আর সেই সমস্ত ব্যক্তিদের প্রতি যারা গোটা সফরে পাশে ছিল। আমি সব সময় নিজের টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখেই তাকাব।’ উল্লেখ্য, কোহলি দেশের হয়ে ১২৩ টেস্ট খেলেছেন। ৪৬.৮৫ ব্যাটিং গড়ে ৯২৩০ রান করেছেন বিরাট। যার মধ্যে ৬৮ টেস্টে তিনি ছিলেন দলের অধিনায়ক।

বৃষ্টি কবে হবে?

কলকাতা: দক্ষিণবঙ্গে চলছে তীব্র গরমের দাবদাহ (Rain Forecast)। অস্বস্তিকর গরমে নাজেহাল অবস্থা শহরবাসীর (Kolkata Weather Update)। কলকাতা ও তার আশেপাশের জেলাগুলিতে ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন (West Bengal Weather Update)। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির আশঙ্কা। পাশাপাশি, কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, রবিবার পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভবনা রয়েছে। ১৩ মে সোমবার, ঝাড়গ্রাম, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৪, ১৫ ও ১৬ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? শুধু দক্ষিণবঙ্গে নয়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে চলতি সপ্তাহের ১৬ মে পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গরম থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভবনা। এই অঞ্চলের মানুষদের রীতিমতো সতর্ক করা হয়েছে। আরও চড়বে পারদ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২-৩ ডিগ্রি করে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তীব্র গরমে বৃষ্টির পূর্বাভাসে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিলেও, দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষকে থাকতে হবে সতর্ক।

India abstains, warns of IMF funds aiding cross-border terrorism

The International Monetary Fund (IMF) is facing sharp criticism for approving a $1 billion disbursement to Pakistan just days after a deadly terrorist attack in Kashmir’s Pahalgam and amid escalating hostilities between India and Pakistan. The disbursement, approved on Friday under the Extended Fund Facility (EFF), raises total payouts under the programme to $2.1 billion. Additionally, the IMF cleared $1.4 billion under the Resilience and Sustainability Facility (RSF), ostensibly aimed at helping Pakistan tackle climate-related vulnerabilities. But the timing of the announcement has provoked a fierce backlash, not just from Indian officials and strategic experts, but also from voices in the region and beyond who say the move could undermine efforts at de-escalation. It may be noted that India abstained from voting at the IMF Executive Board meeting, reflecting its opposition within the limitations of IMF protocol. Unlike the United Nations, where countries can cast a ‘no’ vote, IMF board members can only vote in favour or abstain — there is no mechanism for a formal rejection. By choosing to abstain, India signalled strong dissent and used the opportunity to issue a formal objection. In a statement following the vote, the Finance Ministry said the Fund’s processes “lacked moral safeguards,” warning that fungible inflows from multilateral institutions like the IMF could be diverted to fund military or terrorist activities. The ministry further stated that these concerns were “shared by several member countries,” suggesting broader discomfort within the global community.

শিয়ালদহ স্টেশনে হাই অ্যালার্ট

কলকাতা: ভারত-পাকিস্তানের সংঘাতের (India-Pakistan Tension) আবহে আরও জোরদার হল শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) নিরাপত্তা ব্যবস্থা। কড়া নিরাপত্তা স্টেশনময়। পাশাপাশি, রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ)-কে হাই অ্যালার্টে রাখা হয়েছে। দেশের অস্থির এই আবহে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে শিয়ালদহ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ ফুয়েলিং পয়েন্ট সহ সব স্টেশনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ডগ স্কোয়াড প্রতিদিন স্টেশন ও ট্রেনগুলিতে তল্লাশি জারি রাখছে। যাতে সম্ভাব্য বিপদের আগাম সনাক্তকরণ সম্ভব হয়। রেলওয়ে স্টেশন এবং লেভেল ক্রসিং গেটগুলিতে বাড়ানো হয়েছে আরপিএফ ও আরপিএসএফ বাহিনী। পাশাপাশি স্টেশন এলাকায় চলছে নিয়মিত টহলদারি। যাত্রীদের মালপত্র স্ক্যানার ও হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের সাহায্যে পরীক্ষা করা হচ্ছে। শিয়ালদহ স্টেশনে অতিরিক্ত ভিড় হয় এমন জায়গা, যেমন- পিআরএস কাউন্টার, ক্লক রুম, ওয়েটিং হল, টয়লেট এবং কনকোর্স এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। আরও নিরাপত্তা বাহিনী মোতায়েন, নয়া প্রযুক্তির ব্যবহার ও জনবহুল এলাকায় কড়া নজরদারির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।