ভারত-পাক দ্বন্দ্বের জেরে ইন্টারনেট ব্যবহারে সতর্কতা জারি

ওয়েব ডেস্ক: ভারতের ইলেকট্রনিক্স ও ইনফরমেশন টেকনোলজি মন্ত্রকের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রেক্ষিতে ভারতের ইন্টারনেট ব্যবহারকারীরা (Online Safety) কী করবেন, কী কী করবেন না। তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে একটি বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে কী কী করা যাবে আর কী কী করা যাবে না। ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্ক থাকা এবং দায়িত্বশীল থাকার অনুরোধ করা হয়েছে মন্ত্রকের পক্ষ থেকে। এক্স হ্যান্ডলে এই পোস্টে তথ্য প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘গুরুত্বপূর্ণ অনলাইন নিরাপত্তা সতর্কতা মেনে চলতে হবে, সাইবার নিরাপত্তার মানক মাথায় রাখতে হবে। আগাম সতর্কতা জরুরি। ইন্টারনেট ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে, কোনও ফাঁদে পা দেবেন না, ভুয়ো তথ্যের শিকার হবেন না। দেশপ্রেমী থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন’। ডিজিটাল ইন্ডিয়া ও অপারেশন সিঁদুরের হ্যাশট্যাগ যুক্ত করা ছিল এই পোস্টে। এবার দেখে নেওয়া যাক কী কী করণীয়- কী কী করা যাবে ? *অফিসিয়াল নির্দেশিকা, হেল্পলাইন নম্বর, উদ্ধার বা ত্রাণ সংক্রান্ত আপডেট শেয়ার করা যাবে *ফ্যাক্ট-চেক খবর অফিসিয়াল সোর্স থেকে শেয়ার করা যাবে *ভুয়ো খবর সঙ্গে সঙ্গে রিপোর্ট করতে হবে কী কী করা যাবে না ? *সেনাবাহিনীর কার্যক্রম শেয়ার করা যাবে না *যাচাই না করে কোনও তথ্য শেয়ার করা যাবে না *হিংসা ও সাম্প্রদায়িক হানাহানি উসকে দিতে পারে এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় করা যাবে না Critical Online Safety Alert always follow cybersecurity precautions. Stay cautious while online—don’t fall for traps or misinformation. Be patriotic, stay vigilant, stay safe.#Digitalindia #OperationSindoor pic.twitter.com/IIRKGzsh27 — Ministry of Electronics & IT (@GoI_MeitY) May 9, 2025 তথ্য প্রযুক্তি মন্ত্রক এও জানিয়েছে যে হোয়াটসঅ্যাপে (৮৭৯৯৭১১২৫৯) কিংবা ইমেলে (socialmedia@pib.gov.in) ভুয়ো তথ্য পাওয়া মাত্র রিপোর্ট করা যাবে। মন্ত্রকের তরফ থেকে এই নির্দেশিকায় সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলিকেও নির্দেশ দেওয়া হয়েছে। জানানো হয়েছে, বর্তমানে জাতীয় নিরাপত্তার খাতিরে এমন সব ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট সরিয়ে ফেলতে হবে যা কোনওভাবে পাকিস্তানের সঙ্গে সংযুক্ত বা পাকিস্তানে নির্মিত।

ভারত-পাকিস্তান সংঘর্ষ বিরতি

ওয়েব ডেস্ক: পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নিল ভারত। পূর্ব ঘোষণা মোতাবেক শনিবার সন্ধ্যা ৬টায় সাংবাদিক বৈঠকে আসেন বিদেশ সচিব বিক্রম মিস্রী। তিনি বলেন, “আজ বিকেল  ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।” মাত্র ১ মিনিটের জন্য স্থায়ী হয় সাংবাদিক বৈঠকটি। ভারতীয় বিদেশসচিবের সাংবাদিক বৈঠকের কিছুক্ষণ আগেই নিজের ট্রুথ সমাজমাধ্যমে একটি পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’ এর পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’’ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানান।

টেস্ট থেকে অবসর নিচ্ছেন কোহলি?

স্পোর্টস ডেস্ক: গত বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। বিরাট কোহলি (Virat Kohli) এখনও সরকারি ভাবে কিছু জানাননি। কিন্তু লাল বলের ক্রিকেটে আর না খেলার ইচ্ছার কথা বোর্ডকে জানিয়ে দিয়েছেন। ইংরাজি দৈনিক ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এই খবর জানিয়েছে। জানা যাচ্ছে বোর্ডের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য। কিন্তু কোহলি রাজি হবেন না বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে, গত অস্ট্রেলিয়া সফরের পর থেকেই টেস্ট থেকে সরে যাওয়ার কথা ভাবছেন কোহলি। ওই সফরে প্রথম টেস্টে শতরান করলেও বাকি সিরিজে ব‍্যর্থ হন তিনি। কিন্তু তিনি যতই খারাপ ফর্মে থাকুন, বোর্ড চাইছে ইংল্যান্ড সফরে তিনি যান। কারণ, রোহিতের পর কোহলিকেও যদি কঠিন এই সফরে না পাওয়া যায়, তা হলে ভারতীয় ব‍্যাটিং অনেকটাই অনভিজ্ঞ হয়ে পড়বে। কিন্তু কোহলি ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলবেন কি না, ঠিক নেই। যদি আর না খেলেন তা হলে রোহিতের মতো তিনিও বিদায়ী টেস্ট খেলার সুযোগ পাবেন না। ১২৩টি টেস্টে ৯২৩০ রান রয়েছে কোহলির। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি।

Pak attacked health facilities, school, says Colonel Sofiya Qureshi

During the press briefing on Operation Sindoor on Saturday, Colonel Sofiya Qureshi said that the Pakistani army is continuously attacking the western borders. She added that Pakistani forces have used drones, long-range weapons, loitering munitions and fighter jets to attack India’s military sites. “India neutralised many dangers, but Pakistan tried to infiltrate via air at more than 26 places, and they damaged our equipment and personnel at air force bases in Udhampur, Bhuj, Pathankot, Bathinda. They used high-speed missiles at 1:40 am to target Punjab’s air base. They even attacked health facilities and school,” Colonel Qureshi said. During the press briefing on Operation Sindoor on Saturday, the government said that it is Pakistani actions that have constituted provocations and escalations. Foreign Secretary Vikram Misri added, “In response, India has defended and reacted in a responsible and measured fashion to these provocations and escalations by the Pakistani side. Earlier this morning, we saw a repeat of this escalatory and provocative pattern.”

পাকিস্তানের ৩ বায়ুসেনা ঘাঁচিতে প্রত্যাঘাত ভারতের

ওয়েব ডেস্ক: পরপর দু’দিন পাকিস্তানের করা হামলার ‘বদলা নিল’ ভারত। জ্বালিয়ে দিল তাদের সেনা পরিকাঠামো। কর্নেল সোফিয়া জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা এবং রহিম ইয়ার খানে পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হামলা হয়েছে। বিদেশ মন্ত্রক এবং সেনার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের আক্রমণ জারি। ভারতীয় সেনাঘাঁটিগুলিকে নিশানা করা হচ্ছে। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে গোলাবর্ষণ চলছে। অধিকাংশ হামলায় ভারত নিষ্ক্রিয় করেছে। আদমপুর, উধমপুর, ভাতিন্ডার মতো কিছু কিছু জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীনগর, অবন্তিপুর, উধমপুরে চিকিৎসাকেন্দ্র, স্কুলগুলিকে নিশানা করেছে পাকিস্তানি সেনা। হাই স্পিড মিসাইল ছোড়া হয়েছে।’’ শনিবার সকাল থেকে পাকিস্তান সেনাকে উদ্ধৃত করে একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ভারতের বেশ কয়েকটি বায়ুসেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালানো হয়েছে ভারতের বিদ্যুৎ পরিকাঠামোয়। এই দাবিগুলি ভুয়ো বলে জানালেন বিদেশসচিব। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলে যে খবর ছড়াচ্ছে, তা-ও মিথ্যা। তিনি বলেন, ‘‘কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’’

বৃষ্টি কবে হবে? দেখুন বড় আপডেট

কলকাতা: বৈশাখের শেষলগ্নে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যের তাপমাত্রা (Temperature Rise)। অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস (Weather Update) বলছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গবাসীকে এই অস্বস্তিকর গরমের মধ্যেই দিন কাটাতে হবে। কলকাতার পাশাপাশি গরমের প্রভাব আরও বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলায়। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের (Heatwave) সতর্কতা জারি করা হয়েছে। তবে কিছুটা স্বস্তির বার্তা দিয়ে হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Thunderstorm) সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় রবিবার ও সোমবার দু’-একটি জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও আসতে চলেছে উল্লেখযোগ্য পরিবর্তন। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ পৌঁছতে পারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত। যদিও দক্ষিণ দিনাজপুর ও মালদহে শনিবার ও রবিবার তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে সোমবার পর্যন্ত। পাশাপাশি, উত্তরবঙ্গে আগামী তিন দিনে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী তিন দিনে গরমের দাপট আরও কিছুটা বাড়তে পারে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছিল ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি।