চেন্নাইয়ের বিরুদ্ধে নজির আরসিবির

চলতি মরসুমে ভালো ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়া চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তারাই ছিল এক নম্বর পছন্দ। বিরাট ও ধোনির দলের দ্বৈরথ মানেই বাড়তি উন্মাদনা ও অ্যাড্রিনালিন রাশ। শনিবারও তার সাক্ষী থাকল ইডেন। এদিন শেষ বলের থ্রিলার দেখল চিন্নাস্বামী। শেষ বলের থ্রিলারে সিএসকে’কে (CSK)২ রানে হারিয়ে ফের লিগ টেবলের শীর্ষে চলে গেল আরসিবি (RCB)। সেইসঙ্গে আইপিএলে প্রথমবার চেন্নাইয়ের বিরুদ্ধে লিগ-ডাবলের স্বাদ পেল তারা। বৃথা গেল তৃতীয় কনিষ্ঠ ব্যাটার আইপিএলের আয়ুষ মাত্রের হাফসেঞ্চুরি। মাত্র ৪৮ বলে ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বছর সতেরোর কিশোর। কাজে আসেনি রবীন্দ্র জাদেজার ৪৫ বলে ৭৭ রান। দুই ওপেনার জ্যাকব বেথেল ও বিরাট কোহলির ঝড়ের গতির হাফ সেঞ্চুরি, শেষদিকে রোমারিও শেফার্ডের মাত্র ১৪ বলে অর্ধশতরান রেকর্ড জয় এনে দিল বিরাট বাহিনীর। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২১৩ তোলে বেঙ্গালুরু। বেথেল করেন ৩৩ বলে ৫৫ রান। আর কোহলি সমসংখ্যক খেলেন ৬২ রাণে। জবাবে ২১১ রানে থেমে যায় চেন্নাই ইনিংস (পাঁচ উইকেট)। ব্যক্তিগত নজির তো বটেই, দলগতভাবেও নয়া পালক জুড়ল আরসিবি’র ঝুলিতে।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

শনি ও রবিবার দক্ষিণ ও উত্তরবঙ্গে তৈরি হতে পারে ঝড়জলের পরিস্থিতি। শনিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে। রবিবার উত্তরবঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির প্রভাব। বজ্রবিদ্যুৎসহ আচমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। জোর কদমে চলবে শিলা বৃষ্টি ও বজ্রপাত। সোম ও মঙ্গলবারেও ঝড়বৃষ্টির সম্ভবনা বাড়বে রাজ্যে (West Bengal Rain Forecast)। হাওয়া অফিস আরও জানিয়েছে, শহরে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।