India bans direct or indirect import of goods from Pakistan

India has banned direct or indirect import of goods from Pakistan, the Commerce Ministry has said. While direct imports from Pakistan have been minuscule, some goods were entering the country through indirect channels or via third countries. As per the Commerce Ministry notification, a newly added provision in the Foreign Trade Policy (FTP) mentions prohibition of “direct or indirect import or transit of all goods originating in or exported from Pakistan with immediate effect until further orders”. ”Direct or indirect Import or transit of all goods originating in or exported from Pakistan, whether or not freely importable or otherwise permitted, shall be prohibited with immediate effect, until further orders. This restriction is imposed in the interest of national security and public policy. Any exception to this prohibition shall require prior approval of the Government of India,” said a notification by the Commerce Ministry. The Wagah-Attari crossing, the sole trade route between India and Pakistan, had already been closed in the aftermath of the Pahalgam attack. Imports from Pakistan primarily comprised pharma products, fruits and oilseeds. It declined over the years since the 2019 Pulwama attack, with India imposing a 200% duty on Pakistani products. Reports suggest it was less than 0.0001% of total imports in 2024-25. At least 26 civilians, including a Nepalese tourist and a local pony guide operator, were massacred by terrorists in the scenic Baisaran meadow in Jammu and Kashmir on April 22. The relations between the two nations soured as terror links to Pakistan emerged.

কালবৈশাখীর পূর্বাভাস, ভিজবে এই জেলাগুলি

আজও দক্ষিণবঙ্গের (South Bengal Weather) একাধিক জেলায় ঝড় বৃষ্টি সহ কালবৈশাখীর (Kalbaisakhi forecast) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipur Weather Office)। রবিবারও বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলায়। প্রায় বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। শনিবার ঝড় বৃষ্টি পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। ঘণ্টায় হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার, আবার কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে উত্তরবঙ্গের (North Bangal Weather) বিভিন্ন জেলাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া। আগামী সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতিবার অবধি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঝড়বৃষ্টির জেরে তাপমাত্রা কমবে। ফলে মিলবে সাময়িক স্বস্তি। শনিবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সাত জেলার দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কা। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায়। শনিবার কলকাতার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা হবে আকাশ। বিকেলে বা রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপূর্বাভাসের পূর্বাভাস। আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস।

গোয়ার মন্দিরের শোভাযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত ৭

গোয়ার (Goa) শিরগাঁওয়ের লাইরাই দেবী মন্দিরে (Lairai Devi Temple) পদপিষ্ট হয়ে মৃত্যু হল অন্তত সাতজনের। আহত হয়েছেন ৩০ জন। আহতদের গোয়া মেডিক্যাল কলেজ (Goa Medical College) এবং মাপুসার উত্তর গোয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার রাতে লাইরাই দেবী মন্দিরের উদ্দেশ ভক্তদের বিরাট শোভাযাত্রা চলছিল। ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত (CM Pramod Sawant) ইতিমধ্যেই আহতদের পরিদর্শন করতে হাসপাতালে গিয়েছেন। এই ঘটনায় শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “শিরগাঁওয়ের লাইরাই যাত্রায় পদপিষ্ট হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমি আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলাম এবং সবরকম সহায়তার আশ্বাস দিয়েছি। সবকিছু যাতে সঠিকভাবে পালিত হয় তার জন্য আমি নিজে তদারক করছি।” সাওয়ন্ত আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে তাঁর কথা হয়েছে, তিনিও এই কঠিন সময়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রশাসনের তরফে এখনও ঘটনার বিস্তারিত বিবরণ, মৃতদের পরিচয় প্রকাশ করা হয়নি। লাইরাই যাত্রা শুরু হয়েছিল শুক্রবার। শ্রী লাইরাই দেবীর এই বার্ষিক শোভাযাত্রা এক বড় উৎসব। দেবী লাইরাইকে শ্রদ্ধা জানাতে গোয়া এবং গোয়ার বাইরে থেকে বহু ভক্ত এই যাত্রায় যোগ দেন। ভক্তদের কাছে লাইরাই হলেন দেবী পার্বতীর এক রূপ। এই উৎসবের বড় অঙ্গ হল ধোন্ডাচি যাত্রা, যার কিছু অংশে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটেন পুণ্যার্থীরা।

কোথায় ছুটি কাটাতে গেলেন কিয়ারা?

সন্তান আসতে বাকি আর কয়েক মাস। কিয়ারাকে সবসময় আগলে রাখছেন সিদ্ধার্থ। এবার হবু বাবা মা সিদ্ধার্থ (Siddharth Malhotra)-কিয়ারা (Kiara Advani) বেরিয়ে পড়লেন ছুটি কাটাতে। ধুমধাম করে প্রথম বিবাহবার্ষিকী পালনও করেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। আর এবার জীবনে নতুন সদস্য আসার সুখবর জানালেন বলিউডের এই হট কপল। বাবা-মা হওয়ার খবরও স্যোশাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। মঙ্গলবার ইনস্টাগ্রামে কিয়ারা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে দুজনে চুটিয়ে ছুটি উপভোগ করছেন। ছবিতে একটি সাদা রঙের ঢিলেঢালা পোশাকে দেখা যাচ্ছে কিয়ারা। অন্য ছবিতে দেখা যাচ্ছে একগুচ্ছ ফুলের ছবি রয়েছে। সিদ্ধার্থ-কিয়ারা সেলফি শেয়ার করেছেন। যেখানে দুজনেই পরে রয়েছেন ধূসর রঙের পোশাক, চোখে রয়েছে রোদ চশমা। খাবারের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।   View this post on Instagram   A post shared by KIARA (@kiaraaliaadvani)