Gold recently touched the Rs 1 lakh per 10 grams mark

As gold prices inch closer to Rs 1 lakh per 10 grams mark again, CA Nitesh Buddhadev is advising investors to keep a long-term perspective. He pointed out that while gold’s recent surge may seem exciting, its performance over the years tells a different story. Buddhadev wrote on LinkedIn, “Gold doesn’t always glitter: It gave almost zero returns for 8 years. This data will blow your mind. Yes, gold just touched Rs 1 lakh per 10 grams. Yes, it has given fantastic returns in the last 4 years. But before you jump in seeing this shiny headline — zoom out.” He then shared a surprising fact that, over an eight-year period, gold gave almost zero returns. Between 2012 and 2019, the price of gold barely moved, from Rs 31,050 to Rs 35,220 per 10 grams. That’s a total return of just 13% over 8 years, which works out to less than 1.5% per year, mentioned CA Nitesh Buddhadev in his post.
জগন্নাথ মন্দির থেকে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

শুভ ক্ষণে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে মন্দিরের ভিতরে ঢোকেন মুখ্যমন্ত্রী। দ্বার খুলতেই দেখা গেল জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহ। জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনের পরই সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ঘোষণা করলেন, মন্দিরের ছবি এবং প্রসাদ সারা পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। শুধুতাই নয় জগন্নাথ মন্দিরে সোনার ঝাঁটা উপহার দিলেন মুখ্যমন্ত্রী। বুধবার মন্দির উদ্বোধনের সময় বলেন, সব ধর্মের লোক এসেছে এই দিঘার জগন্নাথধামে। স্থানীয়দের সাহায্য পেয়েছি, সেলেব-শিল্পপতি সবাইকে ধন্যবাদ। সনাতন ব্রাহ্মণ ধর্ম, আদ্যাপীঠের মহারাজ, স্বামীজির বাড়ি, বেলুড় মঠ, জয়রামবাটি, কামারপুকুর, কালীঘাট, ইসকন, পুরীর দ্বৈতপতি সবাই এসেছেন। সকল ধর্ম, বর্ণের মানুষ এসেছেন। হিডকোর সকলকে অভিনন্দন। যাঁরা এই কাজ করেছেন সকলকে ধন্যবাদ। মমতা আরও বলেন, “সকলেই ভোগ পাবেন। গজা, প্যারা, খাজার দোকান হচ্ছে। মন্দিরের ছবি, প্রসাদ সারা বাংলায় পৌঁছে দেওয়া হবে। গোটা দেশে যাঁরা ভালোবাসেন তাঁদের বাড়ি পৌঁছে দেওয়া হবে। ইসকন ভোগের ব্যবস্থা করবে রোজ। সারা বিশ্বে শান্তিকামনা করে জগন্নাথ মন্দিরে ঢোকেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, প্রায় ২০ একর এলাকা জুড়ে ২৫০ কোটি টাকা ব্যয় করে দিঘায় জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে। মন্দির চত্বরে ৫০০-র বেশি গাছ বসানো হয়েছে। নাটমন্দিরটি দাঁড়িয়ে রয়েছে ১৬টি স্তম্ভের উপরে। মূল মন্দিরে রয়েছে ভোগমণ্ডপ, নাটমন্দির, জগমোহন এবং গর্ভগৃহ। ভিতরে সিংহাসনে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। নিমকাঠের তৈরি মূল বিগ্রহের পাশাপাশি পাথরের মূর্তিও রয়েছে। এ ছাড়া, রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহও।
মেছুয়া অগ্নিকাণ্ডে গ্রেফতার হোটেল মালিক ও ম্যানেজার

গ্রেফতার বড়বাজারের (Burabazar) অগ্নিকাণ্ডে হোটেল মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুর। অক্ষয় তৃতীয়ার আগের দিন বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টি এলাকায় একটি হোটেলে আগুন লাগে। ঘটনায় মারা যান ১৩ ব্যক্তি। একজন মারা যায় কার্নিশ থেকে নামতে গিয়ে। মৃতদের মধ্যে ১২ জনকে শণাক্ত করা সম্ভব হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন হোটেল মালিক ও ম্যানেজার। বৃহস্পতিবার সকালে গ্রেফতার হয়েছে দুজন। বুধবার রাতে ঘটনার অভিযোগ দায়ের করে দমকল। পাশাপাশি, পুলিশও সুয়ো মোটো অভিযোগ দায়ের করে। সেই দুই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। ম্যানেজার গৌরবকে বুধবার জিজ্ঞেসাবাদ করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়। পাশাপাশি, মৃত ১৪ জনের মধ্যে ১২ জনের পরিচয় জানা গিয়েছে। ময়নাতদন্তের পর দেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্তে সিট গঠন করেছে কলকাতা পুলিশ।
পাকিস্তানের বিমানের জন্য এবার বন্ধ ভারতের আকাশ

২২ এপ্রিল, পহেলগামে (Pahalgam) ঘটে যায় জঙ্গি হামলা। নিহত হন ২৬ জন ভারতীয় পর্যটক। আর তারপর থেকেই ভারত পাকিস্তানের (Pakistan) দ্বিপাক্ষিক সম্পর্কে চিড় ধরে। নয়া দিল্লির তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। আর এবার ফের ভারতের পক্ষ থেকে নেওয়া হল আরও এক বড় পদক্ষেপ! ভারত সরকারের (Indian Government )তরফ থেকে ঘোষণা করা হলো, পাকিস্তানের কোনও বিমান প্রবেশ করতে পারবে না ভারতের আকাশসীমায়। বুধবার রাতে এই বিজ্ঞপ্তি জারি করা হয়। এই সিদ্ধান্ত কার্যকর থাকবে আগামী ২৩ মে পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ভারতের আকাশে কোনও পাক বিমান চলাচল করতে পারবে না। উল্লেখ্য, ভূস্বর্গ জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir )পেহেলগাও রক্তপুরীতে পরিণত হওয়ার পর থেকেই ভারতের তরফ থেকে পাক বিরোধী একাধিক পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ভারতের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে সিন্ধু জল বন্টন চুক্তি। পাশাপাশি, বাতিল করা হয়েছে পাক নাগরিকদের ভিসা, সঙ্গে সমস্ত পাকবাসীদের ভারত ছাড়ার নির্দেশও দেওয়া হয়। আর এই নিষেধাজ্ঞার বিপরীতে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করে দেয়। আর এই সিদ্ধান্তের ৬ দিনের মাথায় এবার ভারত পাকিস্তানের জন্য বন্ধ করল আকাশসীমা। তবে ভারতের এই সিদ্ধান্তে আরও চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। কারণ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে যাওয়ার জন্য ভারতের আকাশসীমা ব্যবহার করার প্রয়োজন পড়ে ওই দেশের।