রাষ্ট্রপতি ভবনে জমকালো পদ্ম পুরস্কার অনুষ্ঠান

সোমবার, দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানে অনুষ্ঠিত হল পদ্ম পুরস্কার ২০২৫ (Padma Awards 2025)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিত্বরা পুরস্কার গ্রহণ করেন। নন্দমুরি বালাকৃষ্ণ, অজিত কুমার, শেখর কাপুর, অরিজিৎ সিং এবং রিকি কেজ-সহ একাধিক তারকা এই মর্যাদাপূর্ণ সম্মানে ভূষিত হন। প্রয়াত সংগীতশিল্পী পঙ্কজ উধাসকে মরণোত্তর সম্মান প্রদান করা হয়। পদ্মভূষণ সম্মান অর্জনের জন্য এদিন উপস্থিত হয়েছিলেন বহু ভারতীয় তারকা। অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী সাজে মঞ্চে পা রাখেন নন্দমুরি বালাকৃষ্ণ, যাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়। একই সম্মানে ভূষিত হন দক্ষিণী সুপারস্টার অজিত কুমারও, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাসিক স্যুট পরে। এছাড়াও কিংবদন্তি পরিচালক শেখর কাপুর এবং নৃত্যশিল্পী শোভনাও পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন। পঙ্কজ উধাসের মরণোত্তর সম্মান তাঁর স্ত্রী গ্রহণ করেন। অন্যদিকে সংগীতশিল্পী অরিজিৎ সিং এবং রিকি কেজ পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। অনুষ্ঠানটি ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে দেশের নানা প্রান্তের ক্রীড়া, চিকিৎসা, ব্যবসা-সহ আরও বহু ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের সম্মানিত হতে দেখা যায়। উল্লেখ্য, জানুয়ারিতে পুরস্কার ঘোষণার সময় অজিত কুমার একটি আবেগঘন বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি লেখেন, ‘ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্ম পুরস্কার পেয়ে আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এমন স্বীকৃতি পাওয়া সত্যিই সৌভাগ্যের।’ শেখর কাপুরও এক্স-এ (X) পোস্ট করে নিজের অনুভূতি প্রকাশ করে লেখেন, ‘ভারত সরকার আমাকে পদ্মভূষণের জন্য নির্বাচন করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও নিষ্ঠার সঙ্গে আমার শিল্পের সেবা করতে অনুপ্রাণিত করবে। ভারতীয় দর্শকদেরও কৃতজ্ঞতা জানাই, কারণ তাঁদের ভালোবাসাতেই আমি আজ এখানে।’

কাশ্মীরে ৮৭’র মধ্যে ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করা হল

২৬ জন নিরীহ পর্যটকের (Kashmir Tourist Attack) উপর নির্বিচারে গুলি চালনার ঘটনায় এবার বড়সড় পদক্ষেপ নিল কাশ্মীর প্রশাসন (Kahmir Government) । ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দেওয়া হল। মোতায়েন করা হয়েছে অ্যান্টি ফিদায়েন স্কোয়াড (Anti-fidayeen squad)। বেশ কয়েকটি রিসর্টও বন্ধ করে দেওয়া হয়েছে।  গোয়েন্দা সূত্রে খবর, পহেলগামে (Pahalgam) বৈসারণে নরসংহারের পরেই সন্ত্রাসীদের ঘরবাড়ি তছনছ করে দেওয়া হয়েছে। এই প্রতিশোধের বদলা বেশ বড় আকারে নিতে পারে জঙ্গিরা। এমনটা খবর এসেছে গোপন সূত্রে। আরও বড় হামলা ছক করছে জঙ্গিরা। আর যাতে কোনও পর্যটককে বুলেটের শিকার না হতে হয়, তার আগেই বড়সড় পদক্ষেপ নেওয়া হল। তদন্তকারী সংস্থাগুলি আরও বড়সড় নাশকতার আঁচ পাওয়ার পর পরই ৪৮টি পর্যটন কেন্দ্র (Tourist spot) বন্ধ করে দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, স্লিপার সেলগুলি (Sleeepter Cell) সক্রিয় উঠেছে। ফলে ফের রক্তাক্ত হতে পারে ভূস্বর্গ।  তাই আর কোনও রকম গাফিলতির ফাঁক ফোকড় রাখতে চায় না গোয়েন্দা সংস্থা। হত্যাকাণ্ডের পরিকল্পনা উড়িয়ে দিচ্ছে না গোয়েন্দা আধিকারিকরা। কাশ্মীর প্রশাসনের লক্ষ্য পর্যটকদের নিরাপত্তা। সেই কথা বিবেচনা করেই আগেভাগে পদক্ষেপ নেওয়া হল। প্রশাসন সূত্রে খবর, এই ৪৮ টি স্থানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে যে স্থানগুলি বন্ধ করে দেওয়া হল- শ্রীনগর জেলা: জামিয়া মসজিদ, বাদামওয়ারী, রাজোরি কাদল হোটেল কানাজ, আলি কাদল জেজে ফুড রেস্তোরাঁ, আইভরি হোটেল, পদশপাল রিসোর্ট এবং রেস্তোরাঁ, চেরি ট্রি রিসোর্ট (ফকির গুজরি), নর্থ ক্লিফ ক্যাফে এবং স্টে প্যাটার্ন দ্বারা রিট্রিট, ফরেস্ট হিল কটেজ, ইকো ভিলেজ রিসোর্ট (দারা), আস্তানমার্গ ভিউ পয়েন্ট, আস্তানমার্গ প্যারাগ্লাইডিং, মামনেথ এবং মহাদেব পাহাড়, বৌদ্ধ মঠ, দাচিগাম – বিয়ন্ড ট্রাউট ফার্ম / ফিশারিজ ফার্ম, আস্তানপোরা (বিশেষ করে কায়াম গাহ রিসোর্ট, লাচপাত্রি)। জেলা বারামুল্লা: উলার/ওয়াটল্যাব, রামপোরা এবং রাজপোরা, চেয়ারহার, মুন্ডিজ-হামাম-মারকুট জলপ্রপাত, খাম্পু, বসনিয়া, ভিজিটপ, বাবরেশি, শ্রুঞ্জ জলপ্রপাত, কামানপোস্ট, নাম্বলান জলপ্রপাত, ইকো পার্ক খাদনিয়ার, গোগলদারা, হাব্বা খাতুন পয়েন্ট, রিঙ্গাওয়ালি, বদরকোট। জেলা বদগাম: ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি। জেলা অনন্তনাগ: সূর্য মন্দির, ভেরিনাগ গার্ডেন, সিন্থান টপ, মারগানটপ, আকদ পার্ক। কুলগাম জেলা: আহরবাল, কাউসারনাগ। জেলা কুপওয়াড়া: বাঙ্গুস, কারিওয়ান ডুবুরি চান্দিগাম, বাঙ্গুস ভ্যালি। জেলা গান্ডারবাল: হাং পার্ক এবং নারানাগ। জেলা পুলওয়ামা: সাঙ্গারওয়ানি।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস

তীব্র দাবদহের (warm weather) জ্বালা থেকে কিছুটা হলেও মুক্তি। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ (Thunderstorms forecast ) সহ বৃষ্টিপাতের (Rainfall) পূর্বাভাস রয়েছে আজও। সেইসঙ্গে রয়েছে কালবৈশাখীর সতর্কবার্তা । কলকাতার আকাশ আজ পরিষ্কার থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে রৌদ্রজ্জ্বল আকাশ, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে। তবে রবিবার থেকে বঙ্গের তাপমাত্রা কিছুটা হলেও স্বস্তি দিয়েছে। একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং মধ্য অসমে। আগামী ২ মে উত্তর-পশ্চিম ভারতের নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। ফলে বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গতকালও কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির তাণ্ডব চলেছে। আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে, তবে মনে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। বাতাসে আদ্রতার পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকবে। গত দু’দিনের তুলনায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমবে তাপমাত্রা। সকাল থেকে তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা সহ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে তাপমাত্রার কোনও হেরফের হবে না। পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে তাপমাত্রা কমবে। কলকাতা সহ দুই ২৪ পরগণা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতেও তাপমাত্রা হ্রাস পারবে। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ একাধিক জেলায় তাপমাত্রার পারদ নামবে। বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

Infosys dismisses 195 more trainees after failing internal assessments

Infosys has dismissed another 195 trainees after they failed to clear internal assessment tests, pushing the total number of exits since February to nearly 800, reported moneycontrol. The move marks the fourth such round of trainee terminations at India’s second-largest IT services company, which is grappling with weak demand and flat revenue projections for the current fiscal year. The latest exits were communicated via emails dated April 29, which stated that the trainees had not cleared the ‘Generic Foundation Training Program’ despite extended preparation time, doubt-clearing sessions, and three attempts at the final assessment. The affected trainees were part of the System Engineer (SE) and Digital Specialist Engineer (DSE) intake. “While this may be a disappointing outcome, we are here to further support you in your learning journey,” the company said in an email. Like in previous rounds, Infosys is offering a one-month ex-gratia payout, a relieving letter, and an optional transition package that includes training for alternative career paths. Those who opt in can receive 12 to 24 weeks of free upskilling, courtesy of partnerships with NIIT and UpGrad. The programs are aimed at preparing trainees for roles in either the Business Process Management (BPM) sector or core IT functions.