Dalal Street holds steady despite sharp swings and volatility

By mid-morning, the Sensex was up around 100 points and holding above 80,302, while the Nifty50 traded above 24,300. That resilience marks a big shift from just a few weeks ago when even a whisper of bad news could send stocks crashing. For retail investors, this is an encouraging signal as it suggests stability is returning to the markets. Bad days may not be as punishing, and opportunities for smart investing are opening up again. The backbone behind this newfound steadiness is the return of foreign investors. FPIs have staged a powerful comeback, pouring over $4.1 billion into Indian equities over the last nine sessions. It may be noted that this is the longest buying streak since July 2023. Several tailwinds are fuelling this rally. India’s relative insulation from a potential global trade war, attractive large-cap valuations, and hopes of a swift U.S.-India trade deal have tilted global money managers firmly towards Indian shores. Markets also quickly shrugged off jitters around rising India-Pakistan tensions after a militant attack in Kashmir, choosing instead to bet on India’s economic resilience and diplomatic maturity.

রাজ্যসভায় ‘আমার বস’

আগামী ৯ মে মুক্তি পেতে চলেছে ‘আমার বস’। মুক্তির আগে বড় সাফল্য। নতুন পালক জুড়ল শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায়ের (Nandita Roy) ‘আমার বস’ ছবির মাথায়। এই ছবির হাত ধরে বহুদিন পর বাংলা সিনেমায় ফিরেছেন অভিনেত্রী রাখি গুলজার (Rakhee Gulzar)। ছবি নিয়ে দর্শকদের মধ্যে অন্য এক উত্তেজনা তৈরি হয়েছে। এর মাঝেই এল সুখবর। এবার রাজ্যসভায় দেখানো হবে ‘আমার বস’ (Aamar Boss)। এই বিশেষ প্রদর্শনী হবে আগামী ৩ মে, সকাল ১১টায়। পার্লামেন্ট লাইব্রেরি বিল্ডিং-এর জিএমসি বালায়োগী অডিটোরিয়ামে। রাখীকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল ঋতুপর্ণ ঘোষের বিখ্যাত ছবি ‘শুভ মহরৎ’-এ। তারপর দীর্ঘদিন লাইট ক্যামেরার অ্যাকশনের থেকে দূরে ছিলেন রাখী। আমার বস ছবির হাত ধরেই বহু বছর পর বাংলা ছবিতে ফিরছেন রাখি গুলজার। তবে ২০১৯ সালে গৌতম হালদারের সঙ্গে নির্বানে কাজ করেছিলেন রাখী। ছবিটি মুক্তি না পেলেও ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছিল। দীর্ঘ সময় পর রাখিকে আবার বাংলা সিনে প্রেমী দর্শকদের কাছে ফিরিয়ে আনছেন শিবপ্রসাদ-নন্দিতা। আমার বস ছবিটি দেখানো হবে রাজ্যসভায়। শিবপ্রসাদ ও নন্দিতা রায় জানিয়েছেন যে ৩ মে আমার বস-র স্পেশাল স্ক্রিনিং হবে রাজ্যসভায়। এর আগে শিবপ্রসাদ-নন্দিতার হিন্দি ডেবিউ শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী ছবিটিও গত বছরের মার্চে রাজ্যসভায় দেখানো হয়। ইতিমধ্যেই আমার বস ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। যা অভূতপূর্ব সাড়া ফেলেছে। ছবিতে ফুটে উঠবে মা-ছেলের সম্পর্কের সমীকরণ। বর্তমানে কর্পোরেট অফিসে কাজ করেন বেশিভাগ ছেলেমেয়েরা। সেই সময় বাড়িতে বৃদ্ধ মা-বাবারা একাই থাকেন। ছেলে-মেয়েরা সময় দিতে অক্ষম। ‘আমার বস’ সেই অভিজ্ঞতার সঙ্গে খুবই সম্পর্কিত এবং আমাদের ভাবতে বাধ্য করে। ছবির প্রসঙ্গে বললেন নন্দিতা রায়। রাখীদি আমাদের এই স্বপ্নের প্রজেক্টে যোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ।

মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, মার্কশিট কবে মিলবে?

আগামী ৭ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ (Higher Secondary Result)। দুপুর সাড়ে ১২টায় বিদ্যাসাগর ভবন থেকে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। বিজ্ঞপ্তি প্রকাশ করে কথা জানাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন দুপুর ২ টো থেকে মোবাইল অ্যাপ ও সংসদের ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। ৮ মে সমস্ত জেলার ৫৫ টি অফিস থেকে মার্কশিট সংগ্রহ করা যাবে। তবে ৭ মে মার্কশিট এবং সার্টিফিকেট দেওয়া হবে না। সংসদের দেওয়া মার্কশিট এবং সার্টিফিকেট হাতে পাওযার জন্য পড়ুয়াদের আরও একটা দিন অপেক্ষা করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৮ মে সকাল ১০ টা থেকে স্কুলের প্রতিনিধিদের কাছে মার্কশিট এবং শংসাপত্র বিলি করা শুরু হবে। সেদিনই যেন ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পেয়ে যান, সেই অনুরোধ করা হয়েছে প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে। এবছর উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখা যাবে একাধিক ওয়েবসাইটে। ওয়েবসাইটগুলি হল, www.wbchse.wb.gov.in, https://results.digilocker.gov.in/। এছাড়াও একাধিক বেসরকারি পোর্টাল থেকেও রেজাল্ট দেখা যাবে ও ডাউলনোড করা যাবে।

বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিবঙ্গের ৬ জেলায়

তীব্র দাবদাহ (Severe heatstroke) থেকে মিলবে স্বস্তি। বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, এমনটাই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ২৮ এপ্রিল থেকে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ থেকে টানা চারদিন বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। আজও বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। শনিবার থেকে একাধিক জেলায় বৃষ্টি (Rain)  শুরু হয়েছে। আজও একই পূর্বাভাস রয়েছে। বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ দুই বর্ধমানে। বৃষ্টির পাশাপাশি ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Gusty wind)  বইবে। ২৮ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দু-এক জায়গায় কালবৈশাখী-সহ শিলাবৃষ্টির সম্ভবনাও রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা। টানা বৃষ্টির কারণে ভ্যাপসা গরমের হাত থেকে মিলবে মুক্তি। সোমবার কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি পূর্বাভাস রয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজ দিনের সর্বোচ্চ  তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকা সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে সেটা কমে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার পূর্বাভাস সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। অপরদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বৃষ্টির পুর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।