দাম কমল সোনার

কলকাতা: ফের কমল সোনার দাম (Gold Price)। বুধবারের মতোই বৃহস্পতিবার আরও খানিক কমল সোনার দাম (Gold Price Drop)। এখনও দেশজুড়ে খাঁটি সোনার দাম ৯৮ হাজাড়েড় ঘরে। পাশাপাশি, ২২ ক্যারাট দর রইল নব্বই হাজারের উপরেই। এদিন লক্ষ্মীবারে কোন শহরে সোনার দাম কত? জেনে নিন সবিস্তারে। উল্লেখ্য, কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২৪০ টাকা। উল্লেখ্য, কলকাতার পাশাপাশি অন্যান্য মেট্রো শহরগুলি- যেমন দিল্লিতে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,২০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,৩৪০ টাকা। মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম ৯০,০৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৯৮,২৪০ টাকা।
মাধ্যমিকের রেজাল্ট ২ মে

কলকাতা: মাধ্যমিকের ফল (Madhyamik Result 2025) প্রকাশ্যের দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ২ মে প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)। ফল ঘোষণার পর পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা চাকরিহারা। রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষকদের সংকট দেখা দিয়েছে। এরপর মাধ্য়মিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল সঠিক সময়ে বের হবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সেই সংশয় কাটল। বিজ্ঞপ্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২ মে সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করবেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সকাল সাড়ে ৯টা থেকে এসএমএস ও পর্ষদের ওয়েবসাইটের ফলাফল জানা যাবে। প্রসঙ্গত, ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি ও শেষ হয় ২২ ফেব্রুয়ারি। এ বছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি ছিল।
Kumar Mangalam Birla will receive the Lata Deenanath Mangeshkar Award

Kumar Mangalam Birla, 57-year-old industrialist, Padma Bhushan awardee and Chairman of the Aditya Birla Group, is being honoured for his pivotal role in shaping India’s growth story. This year, the award will also be presented to several notable individuals, including actors Shraddha Kapoor, Sunil Shetty, Sachin Pilgaonkar, Sonali Kulkarni, and violinist Dr N Rajam. The event marks the 83rd Memorial Day of Pandit Deenanath Mangeshkar. While Sunil Shetty and Shraddha Kapoor will be felicitated for their impactful contributions to Indian cinema, Sonali Kulkarni will be honoured for her distinguished body of work that bridges theatre and film, reflecting emotional depth and cultural richness. The Lata Deenanath Mangeshkar Puraskar was instituted in 2022 in memory of the late legendary singer. It is organised by the Master Deenanath Mangeshkar Smruti Pratishthan. Past recipients include Prime Minister Narendra Modi, singer Asha Bhosale, and actor Amitabh Bachchan.
সর্বদল বৈঠক শেষে কী জানালেন রাহুল গান্ধী?

ওয়েব ডেস্ক: কাশ্মীর উপত্যকায় হত্যালীলার প্রতিবাদে গোটা দেশ সরব হয়েছে। কূটনৈতিক স্তরে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। দু’পক্ষেই কূটনৈতিক স্তরে একে অন্যকে ‘আঘাত’ এবং ‘প্রত্যাঘাত’ করতে শুরু করেছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনে সর্বদল বৈঠকে (All Party Meeting) বসে নরেন্দ্র মোদীর সরকার। যদিও প্রধানমন্ত্রী মোদী ছিলেন না বৈঠকে। সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ৮টা নাগাদ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সভাপতিত্বে সংসদ ভবনের ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়্গেও ছিলেন ওই বৈঠকে। সর্বদল বৈঠক থেকে বেরিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) বলেন, “প্রতিটি রাজনৈতিক দল সর্বসম্মত ভাবে ঘটনার নিন্দা জানিয়েছে। সরকার যা-ই পদক্ষেপ করুক, বিরোধী শিবির পূর্ণ সমর্থন জানাবে।” কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, “আমরা চাই যত দ্রুত সম্ভব জম্মু ও কাশ্মীর শান্তি ফিরুক।” তৃণমূল কংগ্রেসের তরফে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।