পহেলগাঁওয়ে জঙ্গি হানা নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী?

জঙ্গি হানায় (Terrorist Attack) ফের রক্তাক্ত হল ভূস্বর্গ কাশ্মীর (Kashmir)। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে (Pahalgam) পর্যটকদের উপরে নির্বিচারে গুলিবর্ষণ চালায় জঙ্গিরা। ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন পর্যটক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১২ জন। এমন নির্মম হামলায় গোটা দেশ শোকাহত। ভূস্বর্গে এই জঙ্গি কার্যকলাপের কড়া নিন্দা করে সৌদি আরব থেকে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লিখেছেন, “জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই কাপুরুষোচিত হামলায় যাঁরা জড়িত, তাঁদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না। সন্ত্রাসবাদ নির্মূলের লড়াই আরও জোরদার হবে।” প্রসঙ্গত, অমরনাথ যাত্রা শুরুর আগে এমন এক ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। প্রধানমন্ত্রী মোদি জেদ্দা থেকেই টেলিফোনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) অবিলম্বে কাশ্মীরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন। কেন্দ্রীয় সরকারের তরফে কড়া পদক্ষেপের বার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই উপত্যকায় যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন অমিত শাহ। এদিকে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও রামবান সফর স্থগিত করে শ্রীনগরে ফিরেছেন। হামলার তীব্র নিন্দা করে তিনি বলেন, “এই ঘটনা বিশ্বাসযোগ্য নয়। পর্যটকদের উপর হামলা কাপুরুষোচিত। এই জঙ্গিরা পশুর থেকেও নিকৃষ্ট। আমি আহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি।”
ICICI Bank slashes interest rates on both fixed deposits and savings accounts

If you have a savings account with ICICI Bank, you’ll now earn slightly less. For balances below Rs 50 lakh, the new interest rate is 2.75% per annum, down from 3%. On the other hand, if your account holds Rs 50 lakh or more, the rate has dropped to 3.25% from 3.5%. The bank has also reduced its FD interest rates across various tenures. It has cut FD interest rates by up to 25 basis points on select tenures. Now, general customers get 3% to 7.05%, while senior citizens earn between 3.5% and 7.55%. For example, FDs of 30 to 45 days now fetch just 3% for general citizens, down from 3.5%, while the interest rate has been reduced from 4.5% to 4.25% for tenures ranging between 61 and 90-days. Deposits of 15 to 18 months will now earn 6.8%, compared to the earlier 7.25%. For tenures between 18 months and 2 years, the rate has been cut to 7.05% from the earlier 7.25%. However, senior citizens continue to receive slightly higher interest rates across all durations. For instance, senior citizens earn 3.5% for tenure between 7 to 29 days, while for 46 to 60 days, 61 to 90 days, 91 to 184 days, 185 to 270 days, the revised interest rate stands at 4.75%, 4.75%, 5.25%, and 6.25%, respectively.
এসএসসি দফতরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে

কলকাতা: আলোচনায় জট কাটল না। এসএসসি (SSC) দফতরে তাঁদের ঘেরাও কর্মসূচি চলবে বলে জানিয়ে দিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিরা। একই সঙ্গে তাঁরা জানান, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবেন। সেই সঙ্গে অযোগ্যদের বহিষ্কারের দাবি নিয়ে হাই কোর্টে যাবেন তাঁরা। চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল বলেন, ‘‘স্কুলে এখন আমরা যাচ্ছি না। এই অবস্থান এবং আন্দোলন চলবে।’’ চাকরিহারা শিক্ষকেরা জানাচ্ছেন, ১৭,২০৬ জনের যে তালিকা বিকাশ ভবন দিয়েছে, তার মধ্যে ১৫,৪০৩ জন যোগ্য। কিন্তু তাতে তাঁরা ‘আংশিক সন্তুষ্ট।’ কারণ, ‘মিরর ইমেজ’ প্রকাশ হয়নি। কেন হচ্ছে না, তার ব্যাখ্যা চাওয়া হবে মন্ত্রীর কাছে। অন্য দিকে, মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে তাঁরা জানতে চাইবেন, কেন ১৭ হাজারের মধ্যে যাঁরা অযোগ্য, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না। উল্লেখ্য, এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করতে আগে চাকরিহারা ১০ শিক্ষক আচার্য সদনে ঢুকেছিলেন। এ বার ওই বৈঠকে গিয়েছিলেন গ্রুপ সি এবং গ্রুপ ডি-র চার জন করে মোট আট জন প্রতিনিধি। বিক্ষোভকারীদের তরফে জানানো হয়েছে, আলোচনায় যা-ই বলা হোক না কেন, যোগ্যদের তালিকা না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।
নয়া অবতারে কাজল

নাইনটিজ কুইন কাজল (Kajol)। বয়স বাড়লেও অভিনেত্রীর বাবলিনেস মূল আকর্ষণ অনুরাগীদের। এই বঙ্গ তনয়া যখন শাড়ি পরেন, ট্র্যাডিশনাল আউটফিটে তাঁকে আরও বেশি আকর্ষণীয় দেখায়। এবার ক্লাসিক কালো শাড়িতে নিজেকে মেলে ধরলেন কাজল। শাড়ির থেকে সকলের নজর নায়িকার ব্লাউজের দিকে। বয়স প্রায় ৫০ ছুঁইছুঁই হলেও কাজল চিরসবুজ। তাঁর মনখোলা হাসি দেখে যে কারোর মন ভালো হয়ে যেতে পারে। কখনও রঙিন তো কখনও সাদা কালো ক্যানভাসে মনীশ মালহোত্রার ডিজাইন করা কালো শাড়িতে লাইমলাইট কেড়েছেন তিনি। শাড়ির থেকে সকলের চোখ আটকেছে নায়িকার ব্লাউজে। ছবিতে দেখা গিয়েছে মনীশ মালহোত্রার আর্কাইভাল চেনিল ভিনটেজ কালেকশনের একটি শাড়ি পরেছিলেন। কালো শাড়িতে সোনালী জরির কাজ, সঙ্গে কাজলের সাহসী লুক বেশ নজর কেড়েছে। শাড়ির সঙ্গে স্লিভলেস হ্যাল্টার নেকলাইন এবং স্টাইলিশ ম্যান্ডারিন কলার ব্লাউজ, কাজলের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। অভিনেত্রীর ক্লাসিক সাজে ভক্তদের মুগ্ধ করেছেন। ছবিকে আরও বেশি বোল্ড করে তুলেছে নায়িকার হাতে উজ্জ্বল লাল গোলাপ। View this post on Instagram A post shared by Manish Malhotra (@manishmalhotra05)