Gold prices cross Rs 1 lakh

Gold prices have crossed Rs 1 lakh for 10 grams in India as the yellow metal witnesses a record rally driven by uncertainties in global markets. Pure gold, those of 24 carats, now cost more than Rs 10,000 for a gram in all major cities, including Delhi, Mumbai, Kolkata, and Chennai. In the US, gold futures gained 1.7% to $3,482.40 on Monday evening. President Donald Trump’s criticism of Federal Reserve Chair Jerome Powell has sparked fears among investors, driving them towards safer assets like gold. Gold Price In Different Indian Cities 24-carat gold costs Rs 10,150 per gram in Delhi and its neighbouring cities, Gurugram and Noida, according to goodreturns.com. But pure gold is not used in jewellery, and it may not be accounted for while calculating jewellery prices. For 22 carats, the price is a bit lower, around Rs 9,305 per gram. In Mumbai and Kolkata, the prices are marginally lower. While 24-carat gold costs Rs 10,135 per gram, 22-carat gold costs Rs 9,290.
বক্স অফিসে কেমন লড়ছে অক্ষয়ের ছবি!

সানি দেওলের(Sunny Deol) ‘জাট'(Jaat) এবং সলমন খানে(Salmn Khan)র ‘সিকন্দর'(Sikandar) এর সঙ্গে অক্ষয় কুমারের(Akshay Kumar) ‘কেশরী ২'(Kesari Chapter 2) বক্স অফিসে খুব একটা খারাপ ব্যাটিং করছে না। গত ১৮ এপ্রিল বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয়ের এই ছবি। যদিও অক্ষয়ের ‘স্কাই ফোর্স'(Sky Force) ছবিটি বছরের প্রথম দিকে মুক্তি পেলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। গত কয়েক বছর ধরেই বক্স অফিসে(Box Office) হোঁচট খাচ্ছে অক্ষয় কুমার অভিনীত ছবি। গত তিন দিনে দেশে ও বিদেশে করণ সিং ত্যাগী পরিচালিত ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিটি মোট আয় করেছে ৩৮.১৪ কোটি টাকা। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। নিরাপরাধ ভারতের যে নৃশংস ভাবে হত্যা করেছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ‘কেশরী চ্যাপ্টার ২’ ছবিতে অক্ষয় কুমার রিয়েল লাইফ নায়ক আইনজীবী সি. শঙ্করন নায়ারের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ব্রিটিশরাজের বিরুদ্ধে জালিয়ানাওয়ালা বাগ হত্যাকাণ্ডের আসল সত্য উন্মোচনের জন্য লড়াই করেছিলেন। আর মাধবন আইনজীবী নেভিল ম্যাককিনলির ভূমিকায় অভিনয় করেছেন এবং অনন্যা পাণ্ডে দিলরীত গিলের চরিত্রে অভিনয় করেছেন।
যোগ্য-অযোগ্য নিয়ে কী জানালেন শিক্ষামন্ত্রী?

কলকাতা: স্থায়ী পদে পুনর্বহালের দাবিতে এসএসসি (SSC) ভবনের সামনে অবস্থান (Protest) চালিয়ে যাচ্ছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সোমবার থেকে তাঁরা অবস্থান ধর্মঘট শুরু করেছেন এবং স্পষ্ট জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাঁদের মূল দাবি—যথাশীঘ্র যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হোক। তবে আন্দোলনের প্রথম দিনেই এসএসসি তালিকা প্রকাশ না করায় ক্ষোভ আরও বেড়েছে। এর মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আশ্বাস দিয়েছেন, রাজ্য সরকার ও বিদ্যালয় শিক্ষাদফতর তাঁদের পাশে রয়েছে। কিন্তু যোগ্য ও অযোগ্যদের তালিকা কবে প্রকাশ হবে? মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তালিকা প্রকাশে বিলম্বের কারণ হল আইনি পরামর্শ না পাওয়া। তিনি আরও বলেন, কাউকে বরখাস্ত করা হয়নি, কাজে যোগ দিতে কারও সমস্যা হয়নি এবং কারও বেতন বন্ধেরও নির্দেশ দেওয়া হয়নি। ব্রাত্য বসুর দাবি, “আমাদের কাছে ভাগ রয়েছে। সেই অনুসারে আমরা কাজ করছি। এমন কোনও কাজ করবেন না বা এমন কিছু করতে বাধ্য করবেন না, যাতে রিভিউ পিটিশন আপনাদের বিপক্ষে চলে যায়।” কিন্তু তালিকা প্রকাশ না হলে কারা বেতন পাবেন, কারা স্কুলে যাবেন তা নির্ধারণ হবে কী ভাবে? প্রশ্নের জবাবে ব্রাত্য বলেন, ‘‘১৭ তারিখ মধ্যশিক্ষা পর্ষদের যে তালিকা দেওয়া হয়েছে, যোগ্য-অযোগ্য আপনারা বলছেন আমরা নির্ধারণ করতে পারিনি। কিন্তু আপনারা যদি ১৭ তারিখের কেসটি দেখেন, যেখানে আমরা ক্ল্যারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে ১৭,২০৬ জন— তাঁরা যোগ্য। এটি মধ্যশিক্ষা পর্ষদ হলফনামা দিয়ে জানিয়েছে।’’ তিনি আন্দোলনকারীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “আপনারা এমন কিছু করবেন না যাতে সুপ্রিম কোর্টে চলা রিভিউ পিটিশনে আপনাদের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়।” তবে অযোগ্যদের তালিকা নিয়ে প্রশ্ন উঠলে শিক্ষামন্ত্রী স্পষ্ট জানান, “এই তালিকা সুপ্রিম কোর্টই প্রকাশ করেছে। আমরা কিছু তৈরি করিনি। তালিকাটি জনসমক্ষে রয়েছে।” এদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, তৃতীয় দফার পরবর্তী কাউন্সেলিং নিয়ে কমিশনের তরফে কোনও বক্তব্য আসেনি। তবে শিক্ষামন্ত্রীর দাবি, এমন কিছু নিয়ে সরকার বা এসএসসি কোনও মন্তব্য করেনি এবং সুপ্রিম কোর্টের নির্দেশেও তেমন কিছু নেই। তিনি বলেন, “যা বলা হয়নি, তা ধরে নিয়ে অভিযোগ করা অর্থহীন।”
সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু

কলকাতা: দাবি না মানা পর্যন্ত অবস্থান থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীরা। সোমবার থেকে তাঁরা এসএসসি ভবন (SSC) চত্বরে শুরু করেছেন ধর্না (Protest)। আন্দোলনকারীদের দাবি, দ্রুত যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ করে স্থায়ী পদে ফেরানো হোক তাঁদের। তবে সোমবার এসএসসি সেই তালিকা প্রকাশ করেনি, যার জেরে ক্ষোভ আরও বেড়েছে বিক্ষোভকারীদের মধ্যে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) আশ্বাস দিয়েছেন, সরকার এবং বিদ্যালয় শিক্ষাদফতর চাকরিহারাদের পাশে রয়েছে। মঙ্গলবার দুপুরে বিকাশ ভবন থেকে সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, “মুখ্যমন্ত্রী নিজে তাঁদের পাশে রয়েছেন। আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁদের সমস্যার সমাধানের চেষ্টা করছি। সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন। আমরা রিভিউ পিটিশন দায়ের করেছি।” মন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উপযুক্ত শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে ব্রাত্য বসু আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, “আইনের বাইরে গিয়ে কোনও কাজ করবেন না যাতে রিভিউ পিটিশন দুর্বল হয় বা আদালতের অবমাননা হয়। আমরা প্রতিটি পদক্ষেপ আইনি পরামর্শ নিয়ে নিচ্ছি।” পাশাপাশি চাকরিহারাদের আশ্বস্ত করে তিনি বলেন, “আপনাদের জন্যই এসএসসি লড়াই করছে। সরকারই একমাত্র আপনাদের পাশে রয়েছে। বেতন-সহ অন্যান্য বিষয়ে আমরা কাজ করছি। দয়া করে স্কুলে ফিরে যান, কাজ চালিয়ে যান।” তবে সরকারি আশ্বাস সত্ত্বেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের স্পষ্ট বক্তব্য, চূড়ান্ত সমাধান না হলে অবস্থান চলবে অনির্দিষ্টকালের জন্য।