Finance Minister Nirmala Sitharaman on a five-day US trip

Finance minister Nirmala Sitharaman said on Monday as she started on a trip packed with engagements between the two nations. “The long and short of engaging with the US is not just for this reciprocal tariff-related matter, but in the interest of… our largest trading partner with whom we need to have an agreement,” Sitharaman said in an address to the Indian diaspora in San Francisco. Sitharaman is on a five-day trip to the United States, where she will attend the spring meetings of the International Monetary Fund and the World Bank, and the meeting of G20 finance ministers and central bank governors, according to an Indian government statement. She is also scheduled to meet the US Treasury Secretary Scott Bessent and is expected to speak to officials at the United States Trade Representative’s office. Her visit comes in a week of multiple engagements between the United States and India that will focus on trade, as New Delhi rushes to avoid steep US tariffs with an early trade deal and boost ties with the Donald Trump administration. Officials in New Delhi are hoping to firm up an agreement with Washington within the 90-day pause on tariff increases announced by Trump on April 9 for major trading partners, including India.
বিদেশি ফাটকা পুঁজিতেই চাঙ্গা দালাল স্ট্রিট

চীন (China) ও আমেরিকার (US) শুল্ক যুদ্ধ (Tarrif War) চরমে। দুই দেশই পরস্পরের পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছে। চীন নতুন করে হুঁশিয়ারি দিয়েছে। তবে সে আঁচ ভারতের বাজারে (Indian Market) প্রভাব ফেলতি পারেনি। বলা যেতে পারে ষাঁড়ের দখলে ভারতের বাজার। বিদেশি ফাটকা পুঁজির জেরে দৌড়ল শেয়ার বাজার। ভারতের শেয়ার বাজারে বড় উত্থান। সোমবার সেনসেক্স উঠল ৮৫৫ পয়েন্ট বা ১.০৯ শতাংশ। এদিন সেনসেক্স থেমেছে ৭৯ হাজার ৪০৮.৫০ পয়েন্টে। নিফটি-র উত্থান ২৯৫ পয়েন্ট বা ১.২৪ শতাংশ। নিফটি থেমেছে ২৪ হাজার ১২৫.৫৫ পয়েন্টে। এদিন বাজার খোলার শুরু থেকেই সেনসেক্স ও নিফটির উত্থান দেখা যায়। আগের সপ্তাহে সোম থেকে বৃহস্পতি, চার দিনে সেনসেক্স উঠেছিল ৪,৭০৬ পয়েন্ট। এদিন বৃদ্ধির পরে পাঁচ দিনে সেনসেক্স বাড়ল প্রায় সাড়ে পাঁচ হাজার পয়েন্ট। বিদেশি ফাটকা পুঁজি ভারতে ঢুকতে শুরু করেছে। তবে ঘনাচ্ছে আশঙ্কার মেঘও। চিন্তাও বাড়ছে বিদেশি ফাটকা পুঁজি নিয়েও। ফাটকা পুঁজি হঠাৎ বেরোলে দালাল স্ট্রিটে হতে পারে বড় পতন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭৫টি দেশের উপর চড়া শুল্ক চাপিয়েছিলেন। তারপরই বিশ্ব বাজারে অস্থরিতা বেড়েছিল। চড়া শুল্ক স্থগিত করার ঘোষণার পরই ভারতের শেয়ার বাজারে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে এর সঙ্গে আমেরিকার ডলারের দাম কমাও গুরুত্বপূর্ণ। ভারতে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি সাড়ে ৫ বছরে সবচেয়ে কম হয়েছে গত মার্চে। তাও শেয়ারবাজারকে চাঙ্গা করেছে।
ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন (Domjur Fire)। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থে দমকলের ১৫ ইঞ্জিন। রাসায়নিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। প্রচুর রাসায়নিক মজুত ছিল। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গোটা এলাকা।যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় সূত্রের খবর, ডোমজুড়ের একটি ফাঁকা এলাকার মধ্যে ONGC-র রাসায়নিক কারখানা। সোমবার দুপুর সাড়ে ৩টের দিকে কারখানায় ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার সময় শ্রমিকরা ভিতরে কাজ করছিল। কারখানার একাংশ থেকে আগুন এবং ধোঁয়া বেরিয়ে আসতে দেখে তাঁরা খবর দেন ডোমজুড় থানায়। দমকল আসার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যেহেতু রাসায়নিক কারখানা তাই প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। রাসায়নিক বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণের উড়ে গিয়েছে কারখানার ছাদ। আশপাশের গ্রামগুলির বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকতে বলা হয়েছে। এলাকায় আপাতত ব়্যাফ নামানো হয়েছে। তবে কারখানার ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ দমকল কর্মীরা ভিতরে ঢুকতেই পারেননি। তবে দমকল জানিয়েছে, যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
লেডিস স্পেশালে এবার উঠতে পারবেন পুরুষরাও

কলকাতা: অফিস টাইমে লেডিস স্পেশাল ট্রেনে (Ladies Special Train) পুরুষদের জন্য কামড়া ভাগ করে দিল পূর্ব রেলের শিয়ালদহ শাখা। বর্তমানে শিয়ালদহ শাখায় মোট ১২টি মাতৃভূমি লোকাল চলে। যার মধ্যে দুটি শিয়ালদহ মেইন শাখায় (কৃষ্ণনগর ও রাণাঘাট), শিয়ালদহ নর্থ শাখায় (বনগাঁ ও বারাসত), এবং বাকি দুটি শিয়ালদহ সাউথ শাখায় (ক্যানিং ও বারুইপুর) চলাচল করে। রেল সূত্রে দাবি, বর্তমানে প্রতিটি মাতৃভূমি লোকালই ন’কোচ থেকে ১২ কোচের করে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ছ’জোড়া মাতৃভূমি লোকালের ৭৫% আসন ভর্তি থাকে। বাকি ২৫% আসনে তেমন ভিড় হয় না। এই অতিরিক্ত আসনগুলি যথাযথভাবে ব্যবহার করতে হবে। অফিস টাইমে সাধারণ যাত্রীদের সুবিধার্থে শিয়ালদহ শাখার তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাতৃভূমি লোকালের ১২ কোচের মধ্যে শিয়ালদহের দিক থেকে চার, পাঁচ ও ছয় নম্বর কোচ ব্যবহার করতে পারবেন পুরুষ যাত্রীরাও। বাকি পুরো ট্রেনের কোচগুলি মহিলাদের জন্য। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য রেল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। উল্লেখ্য, সম্প্রতি শিয়ালদহ শাখার তরফে সব ট্রেনে বাড়ানো হয়েছে মহিলা কোচের সংখ্যা। যাতে ব্যস্ত সময়ে মহিলাদের ভিড় সামলানো যায়। মহিলা যাত্রীদের জন্য ধারণ ক্ষমতা বাড়ানোর পাশপাশি, মাতৃভূমি লোকালে তুলনামূলক কম ভিড় থাকার বিষয়টিকে বিবেচনায় রেখেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। শিয়ালদহ ডিভিশনের সিনিয়ির জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘লোকাল ট্রেনে ইতিমধ্যেই মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। এর পাশাপাশি পুরুষ যাত্রীরাও যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেকথা মাথায় রেখেই মাতৃভূমি লোকাল ট্রেনের কয়েকটি কোচ সাধারণ কোচ-এ পরিবর্তন করা হবে। যেখানে পুরুষ ও মহিলা সকলেই চড়তে পারবেন’।