নববর্ষে মুখ্যমন্ত্রীকে বড়মা’র মূর্তি উপহার

নতুন বছরের শুভ সূচনা। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে উপহার হিসেবে কষ্টি পাথরে তৈরি বড়মার ‘ছোট মূর্তি’ তুলে দেবে নৈহাটি বড় কালী (Naihati Boro Ma) পুজো সমিতি। সেই পাথরের মূর্তি তৈরির কাজ শেষ পর্যায়ে। আগামী পাঁচ-সাতদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই মূর্তি, জানাল মন্দির কমিটি। এরপর সাংসদ এবং বিধায়কের সঙ্গে কথা বলে সেই মূর্তিটি পৌঁছে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। শুভদিন হিসেবে বাংলার নববর্ষকেই বেছে নেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নববর্ষের শুরুতেই কষ্টিপাথরের সেই ছোট মূর্তি তুলে দেওয়া হতে পারে রাজ্যের প্রশাসনিক প্রধানের হাতে। তবে, মুখ্যমন্ত্রীর হাতে মূর্তি তুলে দেওয়ার আগে একদিকে যেমন মূর্তি শুদ্ধিকরণ করা হবে। অপরদিকে, তেমনই মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় যজ্ঞও হবে মন্দিরে। এই বিষয়ে মন্দির কমিটির সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, “বাংলা নববর্ষের প্রথম দিকেই মুখ্যমন্ত্রীর হাতে মূর্তিটি তুলে দেওয়ার ইচ্ছে রয়েছে । এনিয়ে সাংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সনৎ দে-র সঙ্গে কথা বলে দিনক্ষণ ঠিক করা হবে । মুখ্যমন্ত্রীর হাতে বড়মার মূর্তি তুলে দেওয়ার আগে সেটি শুদ্ধিকরণ করা হবে । পাশাপাশি মুখ্যমন্ত্রী এবং রাজ্যবাসীর মঙ্গল কামনায় যজ্ঞও হবে বড়মার মন্দিরে । মুখ্যমন্ত্রীর ইচ্ছেপূরণ করতে পেরে গর্বিত আমরা।”

বোলপুর যাবেন সৌরভ

প্রথমবারের জন্য বোলপুর-শান্তিনিকেতনে (Bolpur-Shantiniketan) আসছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। রবীন্দ্র জয়ন্তী (Rabindra Jayanti 2025) উপলক্ষে বোলপুর পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক। বোলপুরের ডাকবাংলো ময়দানে একটি বিশেষ অনুষ্ঠানে তাঁকে সম্বর্ধনা দেওয়া হবে। বহুদিন ধরেই চলছিল জল্পনা। এই সেই খবরে সিলমোহর দিলেন বোলপুর পুরসভার চেয়ারপার্সন পর্ণা ঘোষ। ২৫শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন। সেই উপলক্ষে এই প্রথম বোলপুরে আসছেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯ মে বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠে রবীন্দ্র জয়ন্তীতে আয়োজন করা হয়েছে দিনভরের অনুষ্ঠানের। বিকেল ৩টে নাগাদ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতীয় ক্রিকেটে দলের প্রাক্তন অধিনায়ক। জানা গিয়েছে, তাঁকে বোলপুর পুরসভার ও বোলপুর মহকুমা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের সভাপতি অনুব্রত মণ্ডল ৷ এছাড়াও, বোলপুরের ক্রীড়াপ্রেমী বেশ কয়েকজন বিশিষ্ট মানুষকেও সম্মাননা দেওয়া হবে ৷ উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলির সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাজসাজ রব বোলপুর শহর জুড়ে। ক্রীড়া অনুরাগী ও নবীন খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বার্তা দেন ‘দাদা’? নজর সকলের।

বঙ্গ সফরে রাষ্ট্রপতি

বঙ্গ সফরে (Bengal Visit) আসছেন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু (President Draupadi Murmu)। আগামী ২৩ এপ্রিল তাঁর রাজ্যে আসার কথা। কল্যাণী এইমসের প্রথম বার্ষিক সমাবর্তন (First Annual Convocation of AIIMS Kalyani) অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। কল্যাণী এইমসের অডিটোরিয়ামে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি ছাড়াও এই অনুষ্ঠানের উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা (Union Health Minister JP Nadda) ও রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Anand Bose) । এর আগে রাষ্ট্রপতি রাজ্যে এসেছিলেন ২০২৩ সালের আগস্টে। গার্ডেনরিচে শিপবিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানকার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জিআরএসই’‌র অনুষ্ঠানে সামিল হন। এবারের সফরে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হল রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরে যেতে পারেন। সেখানে তাঁর সঙ্গে থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে আসতে পারেন রাষ্ট্রপতি। তবে সরকারি কোনও নথি এসে এখনও পৌঁছয়নি। তবে ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের দাবি, আগামী ২৪ এবং ২৫ এপ্রিল বিধাননগরের সন্তোষিণী বিদ্যাচক্র হাইস্কুলের মাঠে হতে চলেছে ইন্টারন্যাশনাল আদিবাসী সাঁওতাল কনফারেন্স। সেখানের অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে আমন্ত্রণ করা হয়েছে। বাংলার কৃষি বিপণনমন্ত্রী বেচারাম মান্না, আইনমন্ত্রী মলয় ঘটকেরও উপস্থিত থাকার কথা আছে।

RBI launches official WhatsApp channel for financial info

The move is aimed at helping users, especially those in remote or less connected areas, stay updated with important banking and financial updates in a simple and easy manner. The new WhatsApp channel is a part of the RBI’s ongoing public awareness programme called ‘RBI Kehta Hai’ (RBI Says). The programme already shares important information through SMS, television ads, newspapers, and digital platforms. With the addition of WhatsApp, the RBI hopes to reach even more people using one of the most popular messaging apps in the country. WHY HAS RBI LAUNCHED A WHATSAPP CHANNEL? The RBI said that the goal of the WhatsApp channel is to provide verified and timely information about banking, digital safety, and other important topics directly to users. This is especially useful at a time when fake news and frauds often circulate on social media. The RBI hopes the WhatsApp channel will help clear confusion and build public trust by sharing official information in a direct and simple way. In its press release dated April 4, the RBI said, “Through the verified ‘Reserve Bank of India’ account on WhatsApp, we aim to make important financial information more accessible to everyone, regardless of their geographical location.”