Apple airlifted 600 tons of iPhones from India to the US

The tech giant used chartered cargo flights to ship roughly 1.5 million iPhones from India, as per source cited in the report. The devices were flown out of the Chennai airport in the southern state of Tamil Nadu, where Apple has been building up production through its manufacturing partners like Foxconn and Tata. This large-scale shipment was part of Apple’s strategy to build up stock in the U.S. before higher tariffs kicked in. While the tariff rate on Chinese imports was raised to 125%, imports from India face a lower rate of 26%, which has now been paused for 90 days—excluding China. One source familiar with the situation told Reuters, “Apple wanted to beat the tariff.” To speed up the process, Apple requested Indian airport authorities to cut the time taken to clear customs at Chennai airport from 30 hours to just six hours. This special arrangement, described as a “green corridor,” is similar to what Apple already uses at some airports in China.  

হাসিনা এবং তাঁর কন্যার বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) বিরুদ্ধে বাংলাদেশে (Bangladesh) জারি হল গ্রেফতারি পরোয়ানা (Arrest Warrant)। তবে শুধু হাসিনা নয়, তাঁর কন্যা সাইমা ওয়াজেদ পুতুল (Saima Wajed Putul) সহ মোট ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারির নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, জমি আত্মসাতের অভিযোগে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। সম্প্রতি দুর্নীতি দমন কমিশন এই মামলা সংক্রান্ত চার্জশিট আদালতে জমা দিলে বিচারক তা গ্রহণ করেন এবং এই নির্দেশ দেন। অভিযোগ, ঢাকার উপকণ্ঠে পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাভুক্ত একটি আবাসিক জমি প্রতারণামূলক উপায়ে আত্মসাৎ করা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, শেখ হাসিনার কন্যা পুতুলের অনুরোধে ওই জমি বরাদ্দর প্রক্রিয়া শুরু হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সেই প্রক্রিয়াকে অনুমোদন দিয়েছিলেন। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মির আহমেদ সালাম এই বিষয়ে জানান, অভিযুক্তদের সকলেই বর্তমানে ফেরার, তাই আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এমনকি আগামী ৪ মে’র মধ্যে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে এই মামলা রুজু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। মামলার চার্জশিটে দাবি করা হয়েছে, হাসিনা কন্যা পুতুল জমির জন্য তাঁর মায়ের কাছে ‘বায়না’ করলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে কোনও আনুষ্ঠানিক আলোচনা বা প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এমনকি আগে পূর্বাচল এলাকায় তাঁদের পারিবারিক জমি থাকলেও তা গোপন রেখে নতুনভাবে জমি দখলের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল। এবার সেই মামলায় নয়া নির্দেশিকা দিল আদালত।

‘আড়ি’র ট্রেলার চোখ ভিজবে!

অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Daasguptaa) প্রযোজক হিসেবে দ্বিতীয় ছবি ‘আড়ি’ (Aarii – Official Trailer) মুক্তির পথে। এই ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল কলকাতার এক রেস্তঁরায়। পয়লা ঝলকে মা-ছেলের দুষ্টু-মিষ্টি রসায়ন দেখিয়ে নজর কেড়েছিল ‘আড়ি’। মা ও ছেলের ইমোশনাল জার্নির কথা বলবে ‘আড়ি’।”যশ-মৌসুমীর (Moushumi Chatterjee) রসায়ন চোখ জেজাবে দর্শকদের। দেখবেন নাকি সেই ঝলক। চলতি মাসেই মুক্তি পেতে চলেছে যশ দাশগুপ্ত ও নুসরত জাহান অভিনীত ছবি ‘আড়ি’। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মৌসুমি চট্টোপাধ্যায়। বার্ধক্য-ডিমেনশিয়ায় আক্রান্ত এক মাকে নিয়ে ছেলের জীবনযুদ্ধের ঝলক ফুটে উঠল ট্রেলারে। চেনা গল্প হলেও নজরকাড়ল পরিচালক জিৎ চক্রবর্তী ছকভাঙা গল্প বলবে অড়ি। ছবিতে সব থেকে বেশি নজর কেড়েছে মা ছেলে আবেগঘন মুহূর্ত। ট্রেলারে দেখা যাচ্ছে একটি নির্দিষ্ট সময়ের পর মৌসুমীর চরিত্রটি সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। কখনও ছেলে তার কাছে হয়ে ওঠে স্বামী আবার কখনও বা ছোট্ট আদরের ছেলে। মা মৌসুমী চট্টোপাধ্যায়কে (Moushumi Chatterjee) ঘিরেই আবর্তিত যশ দাশগুপ্তের জীবন। একাই অসুস্থ মাকে আগলে রাখে। নিজে হাতে সংসারের সবটা সামাল দেয়। এমন সময় গল্পে দমকা হাওয়ার মতো এক লেখিকার চরিত্রে নুসরত জাহানের আর্বিভাব। যশের জীবনের সঙ্গে জড়িয়ে পড়ে সেও। মা-ছেলে চিরতরে একে-অপরের থেকে আলাদা হয়ে যাবে? সেই গল্প জানতে হলে ২৫ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে।  

সিএসকের অধিনায়ক ধোনি

২০২৫ আইপিএলেই (IPL 2025) হয়তো ক্রিকেটার ধোনিকে (MS Dhoni) শেষবার দেখা যেতে পারে। সাদা বলের ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়ক আইপিএল কেরিয়ার শেষ করবেন অধিনায়ক হিসেবেই। কারণ কনুইয়ে চিড় ধরার পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন চেন্নাই সুপার কিংসের (CSK) বর্তমান নেতা ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। পঞ্জাবের (PBKS) বিরুদ্ধে ম্যাচের আগেই গায়কোয়াড়ের চোট নিয়ে জল্পনা চলছিল। তবে তিনি সে ম্যাচে খেলেছিলেন। সিএসকে ১৮ রানে হেরে যায়। বৃহস্পতিবার সন্ধে ৬টার পর সিএসকে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে ঘোষণা করা হল, “কনুইয়ে চিড় ধরায় এই মরসুমের জন্য ছিটকে গেলেন ঋতুরাজ গায়কোয়াড়। এম এস ধোনি নেতৃত্ব দেবেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন ঋতু।” শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিরুদ্ধে ম্যাচের আগে ধোনিদের কোচ স্টিফেন ফ্লেমিং (Stephen Fleming) বললেন, “গুয়াহাটিতে চোট লাগে ঋতুরাজের। ব্যথা নিয়ে চালিয়ে যাচ্ছিল। এক্স-রে করে পরিষ্কার কিছু বোঝা যায়নি। এমআরআই করায় কনুইয়ে চিড় ধরা পড়ে।” ফ্লেমিং আরও বলেন, “আমরা ওর জন্য হতাশ, খারাপ লাগছে। খেলার জন্য ও যে প্রচেষ্টা করেছে আমরা তার সাধুবাদ জানাই। কিন্তু দুর্ভাগ্যবশত এখন থেকে এই টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাবে ও। আমাদের কাছে একজন আনক্যাপড খেলোয়াড় আছে, এম এস ধোনি, সেই মরসুমের বাকিটা নেতৃত্ব দেবে।”