EPFO launches face authentication for UAN generation

In a significant digital push, the Employees’ Provident Fund Organisation (EPFO) has enabled Universal Account Number (UAN) generation and activation through Aadhaar-based Face Authentication Technology (FAT) on the UMANG mobile app. This step, under the Ministry of Labour and Employment, aims to simplify and digitise the UAN process for crores of Indian employees, ensuring real-time, error-free onboarding into the EPFO system. In fact, the above move is part of EPFO’s new ‘EPFO 2.0’ push to simplify its services and processes. Now, both employers and employees can generate a UAN by simply using facial recognition via the government’s UMANG app. This is expected to solve common problems such as incorrect personal details or missing mobile numbers, which often delayed UAN generation in the past. According to the circular dated Aptil 9, 2025, released by the Press Information Bureau (PIB), “This contactless and secure service marks a major leap in providing hassle-free and fully digital experiences to crores of EPFO members.” “Biometric authentication using Face Authentication provides a higher level of security compared to traditional methods such as demographic or OTP-based authentication. It ensures accurate and tamper-proof identity verification at the very entry point into the EPFO system,” stated the circular.

কলকাতায় আজ গোল্ড রেট কত?

ফের সোনার দামে নতুন নজির। ফের লাখ ছুঁইছুঁই সোনা (Gold Rate Kolkata)। বৃহস্পতিবার সোনার দাম একলাফে অনেকটা বাড়ল। কয়েকদিন আগেই সোনার দাম খানিক কমে গিয়েছিল। যার জেরে খানিক স্বস্তি পেয়েছিলেন সকলে। ফের দাম বাড়ায় টান পড়ল মধ্যবিত্তের পকেটে। এদিন কলকাতায় ২২ এবং ২৪ ক্যারেট সোনা কিনলে কতটা খরচ করতে হবে? জানুন বিশদে। বৃহস্পতিবার কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮ হাজার ৫৬০ টাকা। গতকাল দাম ছিল ৮ হাজার ২৯০ টাকা। অর্থাৎ, এক ধাক্কায় অনেকটা সোনার দাম বাড়ল। ২৪ ক্যারটের ১ গ্রাম সোনার দাম ৯ হাজার ৩৩৮ টাকা। গতকাল দাম ছিল ৯ হাজার ৪৪ টাকা। কলকাতায় ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আজ ৮৫ হাজার ৬০০ টাকা। গতকাল ছিল ৮২ হাজার ৯০০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৩ হাজার ৩৮০ টাকা। গতকাল ছিল ৯০ হাজার ৪৪০ টাকা।

বাতাসে আর্দ্রতার ঘনঘটা, সতর্ক করল হাওয়া অফিস!

গ্রীষ্মের শুরুতেই রোদের তেজে হাঁসফাঁস করছে কলকাতা (Weather Update Kolkata)। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার, সূর্যের কড়া উপস্থিতি অনুভব করেছেন শহরবাসী। সকাল ৮টা নাগাদ শহরের তাপমাত্রা ছিল প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর বেলা বাড়তেই তা পৌঁছেছে ৩৩-৩৪ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় দিনভর গরম থাকবে প্রবল। তবে বিকেলের দিকে আকাশে মেঘ জমে তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায়—বিশেষত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে—আংশিক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০–৪০ কিমি। হাওয়া অফিস জানাচ্ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৫ শতাংশের বেশি থাকার ফলে ‘রিয়েল ফিল’ তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। ফলে ঘামে ভেজা অস্বস্তিকর গরম আরও প্রকট হয়ে উঠবে। এই পরিস্থিতিতে চিকিৎসকেরাও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। দীর্ঘক্ষণ রোদে না থাকতে বলা হয়েছে। বাইরে বেরোলে ছাতা, সানগ্লাস ও পানীয় জল সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবীণ নাগরিক ও শিশুদের বাড়ির ভিতরে রাখাই নিরাপদ বলে মনে করছেন চিকিৎসকেরা। আগামী কয়েক দিন আবহাওয়ার এমন অস্থিরতা বজায় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। যদিও আজ বিকেলের সম্ভাব্য এক পশলা বৃষ্টি সাময়িক স্বস্তি এনে দিতে পারে মহানগর ও তার আশপাশের এলাকাগুলিকে। তবে তার আগে শহরের বাতাসে ভিজবে গরমের ঘনঘটা।

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট

দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক্সের আঙিনায় ফিরছে ক্রিকেট (Cricket)। আগামী ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সেই (Los Angeles Olympics 2026) অংশ নেবে পুরুষ এবং মহিলাদের বিভাগে ছ’টি করে দেশ। এই খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC)। মূলপর্বে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া নিয়ে এখনও কিছু খোলসা করা হয়নি। কমিটি জানিয়েছে, পুরুষ এবং মহিলা বিভাগে ৯০ জন করে অ্যাথলিট অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ প্রতিটি স্কোয়াডে সর্বোচ্চ ১৫ জন থাকতে পারবেন। খেলা হবে টি২০ ফর্ম্যাটে। ক্রিকেট ছাড়াও আরও চারটি খেলা লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সংযোজিত হচ্ছে। স্কোয়াশ, বেসবল বা সফটবল, ফ্ল্যাগ ফুটবল এবং ল্যাক্রোসে। ক্রিকেটে যোগ্যতা অর্জনের প্রক্রিয়া এখনও জানা নেই তবে বিষয়টা চিত্তাকর্ষক হতে চলেছে। কারণ ওডিআই এবং টেস্ট ফর্ম্যাট খুব বেশি দেশ না খেললেও পৃথিবীর প্রায় ১০০টি দেশ টি২০ খেলে। আয়োজক দেশ হিসেবে সরাসরি মূলপর্বে খেলতে পারে আমেরিকা (USA)। অলিম্পিক্সে কী কী ইভেন্ট থাকবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হল ৯ এপ্রিল। লস অ্যাঞ্জেলেসে মোট ৩৫১টি পদক ইভেন্ট থাকবে, প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) তা ছিল ৩২৯। প্যারিসে অ্যাথলিটের সংখ্যা ছিল ১০,৫০০, নতুন পাঁচটি ইভেন্টের জন্য আরও ৬৯৮ জন অ্যাথলিট সংযোজিত হচ্ছেন। সাম্প্রতিক কালে মাল্টি-স্পোর্টস ইভেন্টে ক্রিকেটের অন্তর্ভুক্তি চোখে পড়ার মতো। ২০২২ সালের বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেট রাখা হয়েছিল। তাতে সোনা জেতে অস্ট্রেলিয়া এবং রুপো ভারত জেতে। হ্যাংঝৌতে ২০২৩ এশিয়ান গেমসে ১৪টি পুরুষ দল এবং ৯টি মহিলা দল নিয়ে ইভেন্ট হয়। দুটিতেই সোনা জেতে ভারত।