রাজ্যের ৪টি দফতরের ৫৩টি শূণ্যপদে হবে নিয়োগ!

সোমবার রাজ্য মন্ত্রীসভা বৈঠকে গৃহীত হল একাধিক গুরত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যের ৪টি দফতরে রয়েছে ৫৩টি শূণ্যপদ, আর যাতেই হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে, ক্রীড়াবিদদের জন্য পুলিশে হতে চলেছে সরাসরি নিয়োগ। নবান্ন ( Nabanna) সূত্রে খবর, নগর উন্নয়ন দফতর, খাদ্য সরবারহ দফতর, ক্ষুদ্র, মাঝারি বস্ত্র শিল্প দফতর, এই চারটি বিভাগে মোট ৫৩টি শূণ্য বিভাগ রয়েছে। তবে এই বিভাগের বেশিরভাগেই আপাতত চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। ইতিমধ্যেই, মন্ত্রীসভার পক্ষ থেকে মিলেছে অনুমোদন। খুব শীঘ্রই শুরু হতে চলেছে নিয়োগ। জানা যাচ্ছে রাজ্যের মন্ত্রিসভায় একটি নতুন নিয়োগবিধির অনুমোদন দেওয়া হয়েছে। যার জেরে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন। আর নবান্নের এই সিদ্ধান্তে রাজ্যে বেশকিছু নতুন নিয়োগ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

সোনার দামে বড় পতন!

শেয়ার বাজারে (Share Market) বড় ধ্বস। গত দু’দিনে একধাক্কায় অনেকটাই কমেছে সোনার দর। ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় কমেছে ২৭০০ টাকা। মঙ্গলবার শহরে ২৪ ক্যারাট সোনার দাম ৬৫০ টাকা কমেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আগামী দিনে সোনার দামে আরও বড়সড় পতন হতে পারে! তারা জানিয়েছেন, ৩৮ শতাংশ কমে ফের ৫৫,০০০ টাকা থেকে ৫৬,০০০ টাকার স্তরে পৌঁছাবে। দেশের অধিকাংশ শহরেই কমে গিয়েছে সোনার দাম। ৭ এপ্রিল সোনার দাম ১৯২৯ টাকা কমে প্রতি গ্রামে ৮৯,০৮৫ হয়। মঙ্গলবার ২৪ ক্যারেট থেকে ১৪ ক্যারেট পর্যন্ত সোনার দাম এবং ১ কেজি রুপোর দর দেখে নিন…। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৮,৩০৬ টাকা। ২৩ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৭,৯৫২ টাকা। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮০,৮৮০ টাকা। ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৬৬, ২৩০ টাকা। ১৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫১, ৬৫৯ টাকা। পাশাপাশি, প্রতি কেজি রুপোর দাম ৮৯,৫৮০ টাকায় পৌঁছেছে।

Sensex, Nifty close higher due to global cues and RBI rate-cut hopes

The S&P BSE Sensex added 1,089.18 points to close at 74,227.08, while the NSE Nifty5o gained 374.25 points to end at 22,535.85. Aditya Gaggar, Director of Progressive Shares, said that the combination of oversold condition and a strong recovery in global equities helped the Index begin the session on a positive note. Titan led the market recovery with an impressive 3.29% surge on BSE Sensex. Bajaj Finance followed closely with a strong gain of 3.21%, while State Bank of India (SBI) climbed 3.00%. Larsen & Toubro (L&T) and Bajaj Finserv rounded out the top five gainers, advancing 2.94% and 2.75% respectively. The market showed remarkable strength with nearly all stocks trading in the green. Power Grid Corporation was the sole loser, slipping marginally by 0.14%. All sectoral indices showed gains on NSE Nifty, continuing the recovery trend. Nifty Media emerged as the standout performer, surging an impressive 4.72%. Nifty Consumer Durables and Nifty Realty also showed significant strength, climbing 2.59% and 2.47% respectively. Nifty PSU Bank gained 2.64%, while Nifty Oil & Gas advanced 2.20%. Nifty Financial Services rose 2.16%, and Nifty Smallcap 100 increased 2.13%, slightly outperforming the Nifty Midcap 100 which gained 2.11%. Other sec

৪ রানে হারল কলকাতা

লড়াই করেও হল না শেষরক্ষা। ঘরের মাঠে মাত্র ৪ রানে হারল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৬ এপ্রিলের যে ম্যাচ (KKR vs LSG) পিছিয়ে গিয়েছিল, তাতে বাজিমাত করল সঞ্জীব গোয়েঙ্কার দল। নারিনের ম্যাজিক্যাল স্পেল নয়, মঙ্গলবারের ইডেন দেখল পুরানের (Nicolas Pooran) তাণ্ডব। সুপার ফ্লপ ডি’কক। ব্যাট হাতে রাহানে (Ajinkya Rahane), রিঙ্কু, ভেঙ্কটেশরা জ্বলে উঠলেও ২৩৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ম্যাচ জিততে পারল না নাইটরা। আবার হারের ফলে আবার পয়েন্ট টেবিলে পতন ঘটল নাইটদের। ছয়ে নেমে এল তারা। অন্যদিকে লখনউ উঠে এল চারে। এদিনের ম্যাচে কী হল দিনভর? চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক। মঙ্গলবারের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক অজিঙ্ক্য রাহানে। তবে তাঁর এই সিদ্ধান্ত খুব একটা উপযোগী হয়নি। কারণ মার্করাম এবং মার্শের ওপেনিং জুটি ৯৯ রান যোগ করে। এরপর শুরু হয় ক্যারিবিয়ান সুপারস্টার নিকোলার পুরানের তাণ্ডব। তিনি ৩৬ বলে ৮৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষমেষ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৮ রান তোলে লখনউ। মার্করাম করেন ৪৭ রান, মার্শ খেলেন ৮১ রানের ঝকঝকে ইনিংস। জবাবে ব্যাটিং করতে নেমে নাইটদের শুরুটা সেভাবে হয়নি। শুরুতেই ফর্মে থাকা ডি ককের উইকেট হারায় নাইটরা। তবে তারপর নারিন এবং রাহানে দ্রুতগতিতে রান করেন। দু’জনের মধ্যে ৫৪ রানের পার্টানারশিপ হয়। রাহানে আউট হন ৬১ রান করে। ভেঙ্কটেশ আইয়ার করেন ৪৫ রান। শেষবেলায় রিঙ্কু ১৫ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেললেও শেষরক্ষা হয়নি। ২৩৪ রানেই থেমে যায় নাইটদের ইনিংস। মাত্র ৪ রানে হেরে যায় কেকেআর। লখনউ-এর হয়ে আকাশ দীপ এবং শার্দুল ঠাকুর নেন একজোড়া করে উইকেট।