পারদ চড়ার মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

চৈত্রের গরমে নাজেহাল অবস্থা। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Weather Update)। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া অফিস। পূর্বাভাস বলেছে, একদিকে উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক গরম বাতাস ৷ অন্যদিকে, বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ বাতাস ৷ দুয়ের কারণে রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ফলে, চলতি সপ্তাহে আপাতত পারদ বৃদ্ধির সম্ভবনা নেই। বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি (Rain Update)। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকার সম্ভবনা। উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভবনা? উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই । সেই সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। কলকাতার আবহাওয়ার আপডেট শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬. ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৯ ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬. ৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১. ৬ ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে ৯৪ শতাংশ ও ২৭ শতাংশ ৷
কপালে লাল সিঁদুর, কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সারা

কপালে লাল সিঁদুর,পরনে সাদা সালোয়ার, কামাখ্যা মন্দিরে (Sara Ali Khan Visits KamakhyaTemple) ভক্তি ভরে পুজো দিলেন সারা আলি খান। ব্রক্ষ্মপুত্রে নৌকা ভ্রমণে করলেন নায়িকা। সারা আলি খানকে (Sara Ali Khan) মাঝে মাঝেই নানা মন্দির ও তীর্থস্থানে দেখা যায়। অভিনেত্রী কামাখ্যা দেবীর দর্শন করতে গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে সারা তাঁর ইনস্টাগ্রামে পুজোর বেশ কিছু ছবিও শেয়ার করেন।তাঁর এই সব ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা নানা কমেন্টে তাঁকে ভরিয়ে দিয়েছিলেন। তবে তাঁদের দিক থেকে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। স্যোশাল মিডিয়ায় যে ছবি সারা দিয়েছেন তাতে দেখা গিয়েছে, কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) যান সারা। সেখানেই তাঁকে ভক্তি ভরে পুজো দিতে দেখা যায়। নবরাত্রি উপলক্ষেই সারা আলি খান দেবীর দর্শন করতে গিয়েছিলেন। ছবিগুলিতে অভিনেত্রীকে সাদা পোশাককে দেখা গিয়েছে। তাঁর পরনে ছিল সাদা চুড়িদার, মাথায় সাদা ওড়না দিয়েছিলেন। তাঁর কপালে ছিল লাল সিঁদুর। অভিনেত্রীকে ব্রহ্মপুত্র নদীর তীরে মগ্ন হয়ে বসে থাকতে দেখা গিয়েছে। কামাখ্যা মন্দিরে দেবী দর্শনের ছবিগুলি দেখে বহু নেটিজেন তাঁর আধ্যাত্মিক ভ্রমণের প্রশংসা করে লিখেছেন, ‘জয় মাতা দি, মাতা রানীর আশীর্বাদ আপনি পাবেন।’ এক নেটিজেন সারার ধর্মের প্রসঙ্গ টেনে লেখেন, ‘মুসলিম হওয়ার পরেও এটা করা উচিত নয়। আমি সকল ধর্মকে সম্মান করি। কিন্তু মুসলিমদের জন্য এটা পাপ। একজন লেখেন, ‘তুমি কেন ইসলামিক উৎসবের কোনও ছবি শেয়ার করো না। View this post on Instagram A post shared by Sara Ali Khan (@saraalikhan95)
ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত। তার মধ্যে চাল, রান্নার তেল, নুডল, বিস্কুট পাঠানো হয়েছে। শনিবার থিলাওয়া বন্দরে ওই ত্রাণ পাঠানো হয় অপারেশন ব্রহ্মর অংশ হিসেবে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিশাখাপত্তনম বন্দর থেকে আইএনএস ঘরিয়াল গত ১ এপ্রিল রওনা দেয়। উল্লেখ্য, গত ২৮ মার্চ ৭.৭ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষতি হয় মায়ানমারের। সেতু ভেঙে পড়ে। রস্তা আড়াআড়িভাবে ফেটে যায়। ওই ভূমিকম্পে সব মিলিয়ে ৩ হাজার ১০০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মান্দালয়ের কাছে। সুইমিং পুলের জল বহুতলের ছাদে চড়ে যায়। এই ভূমিকম্পের পরেই তীব্র মাত্রায় আফটারশক হয়। পরপর দুই ভূমিকম্পে কেঁপে ওঠে মায়ানমার। ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে ১ হাজার কিলোমিটার দূরে ব্যাংককেও ব্যাপক ভূমিকম্প হয়। বাড়ি ভেঙে পড়ে। ভারত সহ প্রতিবেশী দেশগুলোতও কম্পন অনুভূত হয়। তবে এর পরেও একাধিকবার আফটারশক অনুভূত হয়। প্রথম থেকেই মায়নমারের দিকে সাহায্যে হাত বাড়ি দেয় ভারত।
Piyush Goyal says helpline to allow startups to make suggestions

Piyush Goyal announced a helpline desk for Indian startups in case they face any issues or want to make suggestions or address grievances to the government. Speaking at the Startup Maha Kumbh event in Delhi, Goyal stressed that the helpline would be open to any startup across the country to make any suggestions or file a complaint. “I am going to start a helpline desk under the ‘Startup India’ initiative. If any officer troubles you or if you want to make any suggestion regarding any changes in laws or flag a product or technology that may not fall under India’s legal ambit, you can reach out to that helpline,” he said. The minister stressed that startups can access the helpline if they find anyone indulging in corruption or if anyone asks for bribes. “If you believe you haven’t done anything wrong and worked within the ambit of the law, you can complain through the headline,” he said. Interestingly, Goyal’s announcement came days after he took a jibe at Indian startups for overly focussing on food delivery and betting and fantasy sports apps. He compared the situation with the startups in China working on EV, battery tech, semiconductors and AI.