Trump claims tariffs will boost US economy

Donald Trump saying that his new trade policy will only make the US stronger and will eventually “supercharge our economy,” calling it a “big, beautiful deal.” Taking to his social media platform Truth Social, Trump on Friday said: “Big business is not worried about the Tariffs, because they know they are here to stay, but they are focused on the BIG, BEAUTIFUL DEAL, which will SUPERCHARGE our Economy. Very important. Going on right now!!!” Even as Trump’s trade policies led to a bloodbath and panic not only in US but global markets across Europe and Asia, a defiant Trump told his followers on Truth Social that it “is a great time to get rich.” In fact, USD 5 trillion in market value was wiped out from the S&P 500 in just two days, following Trump’s unveiling of new tariff slabs. Trump’s tariff war with the US’s largest trading partners – China, Canada and Mexico – has sent Wall Street into a tizzy with top investing and brokerage firms like JP Morgan, S&P Global and Goldman Sachs, increasing the odds of a global recession. While JP Morgan increased the chances of a global recession from 40 per cent to 60 per cent, Goldman Sachs increased the probability of a recession from 20 per cent to 35 per cent.
দুধ উৎপাদনে স্বনির্ভর বাংলা

দুধ উৎপাদনে স্বনির্ভরতা আর বিপণনে আধুনিকতার ছোঁয়া—এই দুই লক্ষ্যে করেই বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। ‘বাংলার ডেয়ারি’-র (Banglar Diary) হাত ধরে হরিণঘাটা ও মাটিগাড়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক দুগ্ধপ্রক্রিয়াকরণ কারখানা। নবান্ন (Nabanna) সূত্রে খবর, এই প্রকল্পে বরাদ্দ হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। রাজ্যের কো-অপারেটিভ ক্ষেত্রকে চাঙ্গা করতে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বর্তমানে হুগলির ডানকুনিতে ‘বাংলার ডেয়ারি’-র একমাত্র কারখানায় দৈনিক ১.২০ লক্ষ লিটার দুধ প্রক্রিয়াকরণ হয়। এবার দক্ষিণ ও উত্তরবঙ্গে দুটি পৃথক পরিকাঠামো তৈরি হলে এই উৎপাদন ক্ষমতা তিন গুণেরও বেশি বাড়বে। হরিণঘাটায় দৈনিক ১.৫ লক্ষ লিটার এবং মাটিগাড়ায় ৫০ হাজার লিটার দুধ প্রক্রিয়াকরণ হবে। এর মধ্যে হরিণঘাটায় প্রথম পর্যায়ে উৎপাদন শুরু হবে জুন-জুলাই মাসে। প্রকল্প বাস্তবায়িত হলে শুধু দুধ উৎপাদনই নয়, বাজারে আসবে দই, ঘি, ছানা, মিষ্টির মতো নানান দুধজাত পণ্যও। এর ফলে একদিকে যেমন রাজ্যের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে, তেমনই উপভোক্তারাও পাবেন গুণমানসম্পন্ন পণ্য—সুরক্ষার নিশ্চয়তা সহ। স্থানীয় কৃষকেরাও এই উদ্যোগে উপকৃত হবেন। সরবরাহের সুযোগ যেমন বাড়বে, তেমনই নিশ্চিত হবে ন্যায্য দাম ও সময়মতো পেমেন্ট। কৃষি বিপণন দফতর আশাবাদী, এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে এক নতুন দিগন্ত খুলে দেবে। তবে চ্যালেঞ্জও কম নয়। বেসরকারি সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে ‘বাংলার ডেয়ারি’-কে শুধু উৎপাদন নয়, আধুনিক বিপণন কৌশলেও নজর দিতে হবে।
জাল ওষুধ আটকাতে অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য!

জাল ওষুধ (Fake Medicine) আটকাতে এবার অ্যাডভাইসারি জারি করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (West Bengal State Government)। রাজ্যজুড়ে ওষুধের দোকানের মালিক, ফার্মাসিস্ট থেকে শুরু করে হোলসেলারদের জন্য এই অ্যাডভাইসারি জারি হবে আগামী সপ্তাহে বলেই নবান্ন সূত্রে খবর। ওষুধ কিনতে কী কী বিষয়ে নজরে রাখতে হবে তা নিয়ে এই অ্যাডভাইসারি (Advisory) জারি করবে রাজ্য। প্রতিটি ওষুধে কিউআর কোড স্ক্যান করা, ওষুধের ব্যাচ নাম্বার দেখে অনলাইনে গিয়ে মিলিয়ে নেওয়া, যে ওষুধটি বিক্রেতা কিনছে সেই ওষুধটির সংস্থা সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া, ওষুধটি যে গোডাউন বা যে ম্যানুফ্যাকচারিং ইউনিট থেকে নেওয়া হচ্ছে সেখানে আগে কোনও সময় অভিযানের দরুন ব্ল্যাকলিস্টেড বা লাইসেন্স বাতিল হয়েছে নাকি সে সম্পর্কে বিশদে খোঁজ নেওয়া সহ একাধিক গাইডলাইন দিতে চলেছে রাজ্য। সম্প্রতি এই বিষয় নিয়ে নবান্নে (Nabanna) হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। আগামী সপ্তাহের শুরুতেই এই নিয়ে অ্যাডভাইজারি জারি করতে চলেছে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর। সম্প্রতি জাল ওষুধের কারবার নিয়ে সরগরম হয়েছে রাজ্য। বিভিন্ন জায়গা থেকে জাল এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠেছিল। ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা তদন্তে নামেন এবং বেশ কিছু ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করে। এই আবহের মধ্যেই জাল ওষুধ আটকাতে ব্যবস্থা নিতে উদ্যোগী হল রাজ্য।
ফের শিয়ালদা ডিভিশনে বাতিল একাধিক ট্রেন

শিয়ালদহ (Sealdah) বিভাগে রেলের কাজের জন্য বাতিল বেশ কয়েকটি ট্রেন। সপ্তাহ শেষে বেশ কিছু লোকাল ও এক্সপ্রেস ট্রেনের সময়সূচি ও গতিপথ পরিবর্তন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, ৬ এপ্রিল রবিবার, ভোর ৬.৪০ পর্যন্ত সাত ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। সাত ঘণ্টার মধ্যে ওই রুটে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দমদম জংশনে ক্যালকাটা কর্ড লিংক লাইনের অর্থাৎ, সিসিআর আপ লাইনে ট্রাফিক ব্লক থাকবে। ৫ এপ্রিল (শনিবার) বাতিল ট্রেন শিয়ালদা-ডানকুনি আপ 32249/ ডাউন 32252 ৬ এপ্রিল (রবিবার) বাতিল ট্রেন শিয়ালদহ-বনগাঁ আপ 33813/ ডাউন 33822 শিয়ালদহ-হাবরা আপ 33651/ ডাউন 33652 শিয়ালদহ-ডানকুনি আপ 32211, 32213, 32215, 32217/ ডাউন 32212, 32214, 32216, 32218 ১১ এপ্রিল (রবিবার) লোকাল ও এক্সপ্রেস ট্রেনের পরিবর্তিত সময় 22202 পুরী শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস আগামী ৫ এপ্রিল অর্থাৎ শনিবার ৩ ঘণ্টার জন্য নিয়ন্ত্রণ করা হয়েছে। ট্রেনটি পুরী থেকে রাত ৭.২৫ মিনিটের পরিবর্তে রাত ১০.২৫ মিনিটে ছাড়বে। কোন কোন লোকাল ও এক্সপ্রেস ট্রেন ঘুরে পথে যাত্রা করবে? 13148 বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস শনিবার ছাড়বে। ট্রেনটি ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছবে। তবে সাধারণত ট্রেনটি ডানকুনি-দমদম এবং বেলঘরিয়া হয়ে গন্তব্যে পৌঁছয়। 12344 হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল শনিবার যাত্রা শুরু করবে। ট্রেনটি ডানকুনি-দমদম জংশনের পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে। 12378 নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস ট্রেনটি শনিবার ডানকুনি ও দমদম জংশন এর পরিবর্তে ব্যান্ডেল নৈহাটি ও দমদম জংশন হয়ে গন্তব্যে পৌঁছবে।