Donald Trump to impose new tariffs from April 2

US President Donald Trump is set to announce reciprocal tariffs today on April 2 – a day which is being referred as the ‘Liberation Day‘. The tariffs, once announced, will immediately come into effect. While the exact details of the tariffs remain unclear, certain nations are expected to bear the brunt of the new measures. Trump’s administration has repeatedly claimed that existing trade rules favour other countries at the expense of the US, and the new tariffs are seen as a response to these concerns. A report from the Washington Post had said that Trump, along with his team, has created a plan to add a 20% tax on most goods that are imported in the United States. The report also mentions that Trump’s team is considering using the money from these new taxes to give people a tax refund or dividend. Speaking of impact, US companies that import goods will have to pay the new taxes, especially if the White House starts charging them “right away,” spokesperson Karoline Leavitt had suggested on Tuesday. According to a BBC report, higher the taxes, more companies will try to find ways to reduce those costs. They might change suppliers, ask business partners to share the costs, or raise prices for Americans. According to the report, the countries with the highest goods trade deficits with the US are: China European Union Mexico Vietnam Ireland Germany Taiwan Japan South Korea Canada India Thailand Italy Switzerland Malaysia Indonesia These countries collectively account for a major portion of the US trade imbalance and are expected to face the most significant impact from the new tariffs.

লাগাতার ব্যর্থ আইয়ার

মেগা নিলামের আগে রিটেনশন তালিকায় ছিল না নাম। কিন্তু নাইট শিবির (KKR) তাঁকে দলে ফেরাতে মরিয়ে হয়ে উঠেছিল নিলামের টেবিলে। তাই ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) জন্য বাজি ধরতে পিছুপা হননি ভেঙ্কি মাইসোর, ডোয়েন ব্র্যাভোরা। শেষমেষ ২৩.৭৫ কোটি টাকা খরচ করে তাঁকে দলে ফেরায় কেকেআর (Kolkata Knight Riders) কর্তৃপক্ষ। কিন্তু সেই ভেঙ্কটেশ লাগাতার ব্যাট হাতে ব্যর্থ। কলকাতা, গুয়াহাটির পর এবার মুম্বইয়েও কথা বলল না আইয়ারের ব্যাট। সোমবারের ম্যাচে (KKR vs MI) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং করতে নেমে শুরু থেকেই একের পর এক ধাক্কা খেতে থাকে নাইটদের ব্যাটিং লাইন আপ। প্রথম ওভারেই আউট হন চোট সারিয়ে ফেরা নারিন। দ্বিতীয় ওভারে আউট হন ডি কক, চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন অধিনায়ক রাহানে। তারপর ভেঙ্কটেশের কাঁধে পড়ে স্কোরবোর্ডের দায়িত্ব। কিন্তু সেই কাজে ফের ব্যর্থ ভেঙ্কটেশ। ৯ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। যদিও আইপিএল-এর এই মরশুমের (IPL 2025) শুরু থেকেই শান্ত ভেঙ্কটেশের ব্যাট। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম ম্যাচে ইডেনে তিনি আউট হন মাত্র ৬ রান করে। এরপর গুয়াহাটির ম্যাচে রাজস্থান রয়্যালসের ব্যাটিং করার সুযোগ পাননি তিনি। কিন্তু সোমবার মুম্বইয়ের বিরুদ্ধে সেই সুযোগ পেয়েও বড় রান করতে পারলেন না তিনি। এদিন মাত্র ৩ রান করেন ভেঙ্কটেশ। সব মিলয়ে ৩ ম্যাচের ২ ইনিংসে ব্যাটিং করে মাত্র ৯ রান করেছেন নাইটদের ২৩.৭৫ কোটির খেলোয়াড়। প্রসঙ্গত, আইপিএল কেরিয়ারের শুরু থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন ভেঙ্কটেশ। ২০২১-এ ১০ ম্যাচে তিনি করেন মোট ৩৭০ রান। ২০২২-এ তিনি করেন ১৮২ রান, ২০২৩-এ করেন ৪০৪ রান, ২০২৪-এ তাঁর ব্যাট থেকে আসে মোট ৩৭০ রান।

সাহসী ইশা

সিনেমা হোক বা ওয়েবসিরিজ ইশা সাহার (Ishaa Saha) শরীর বিহঙ্গে চোখ ফেরানো দায়। অভিনেত্রীর প্রত্যেক লুকই অন্যদের থেকে তাকে আলাদা করে। তাঁর চোখের জাদুতে সবাই কাবু। এবার অভিনেত্রীকে দেখা গেল সুপার সেক্সি (Ishaa Saha Look Sexy) ওয়েস্টান সাজে। স্যোশাল মিডিয়ায় অভিনেত্রীর ছবি কাঁপাচ্ছে। ইশার ডাস্কি স্কিন টোন এবং কাজল কালো মায়াবী চোখ দেখে নিস্পলক তাকিয়ে থাকেন অনেকেই। তাঁর প্রেমে কত পুরুষই যে পাগল হয়েছেন, তা আর বলার অপেক্ষা থাকে না। বং ডিভা ইশার স্টাইলিং এবং ফ্যাশন স্টেটমেন্ট দেখে চোখ ফেরানোই দায় হয়। কত পুরুষ হৃদয়ে যে ঝড় তোলে, তার হিসেব রাখাও মুশকিল। বাঙালিয়ানা থেকে ওয়েস্টার্ন সবরকম পোশাকেই বেশ সাবলীল ইশা। অভিনেত্রীকে কখনও জ্যাকেটের সঙ্গে শাড়ি পরে তাক লাগিয়ে দেন। আবার জিন্সের সঙ্গে শাড়ি পরেও ইশাকে খুব ভালো দেখায়। একদম অন্যরকম স্টাইলিংয়ে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। কখনও আবার সম্পূর্ণ রহস্যময়ী হয়েও ধরা দিয়েছেন তিনি। এবার অভিনেত্রী ধরা দিলেন ব্ল্যাক ‘সেক্সিয়েস্ট’ লুকে ধরা দিলেন। নিজের ইনস্টা-তে ব্ল্যাক হট লুকে পোজ দিয়ে নেটিজেনদের নজর কেড়েছেন অভিনেত্রী। অফ শোল্ডার ব্ল্যাক গাউনে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গে হালকা মেকআপ। উন্মুক্ত বক্ষ-বিভাজিকার খাঁজ, সেক্সি লেডি কিলার লুকে নিজেকে মেলে ধরেছেন ইশা। খোলা চুল, সাহসী চাহনিতেই রাতের ঘুম উড়েছে ভক্তদের। ছবি ভাইরাল হতেই খুব বেশি সময় নেয়নি।   View this post on Instagram   A post shared by Ishaa Saha (@ishaasaha_official)  

কবে থেকে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ?

ফেব্রুয়ারি থেকেই শীত কে একনিমেষে বিদায় জানিয়ে গ্রীষ্মের আগোমন। একপ্রকার বসন্ত কালের কোন আভাস ছাড়াই গরমে হাঁসফাঁস কান্ড। মার্চেও একই দসায় কেটেছে বঙ্গবাসীর। এমনকি রাজ্যের কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রিও ছুঁয়ে গিয়েছিল। কলকাতাতেও গরমে হিমসিম কান্ড। শুষ্ক আবহাওয়ার দরুন গরমের দাপট আরও বেশি। তবে এবার রাজ্যে রয়েছে বৃষ্টির পূর্বাভাস (Rain Forecast)। শুক্রবার থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বৃষ্টির সতর্কতা। যার জেরে কিছুটা হলেও মিলবে স্বস্তি বলে জানা যাচ্ছে। তবে একদিকে যখন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে এপ্রিল থেকে জুন, দেশজুড়ে চলবে তীব্র দাবদাহ, এমনই পূর্বাভাস আইএমডির। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্য-পূর্ব এবং উত্তর-পশ্চিম ভারতে এপ্রিল থেকে জুন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা থাকবে। পশ্চিম এবং পূর্ব ভারতের কিছু এলাকা ছাড়া দেশের বেশিরভাগ অংশেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তাপমাত্রা থাকবে বলেই জানাচ্ছে আইএমডি। হাওয়া অফিস সূত্রে খবর, বেশিরভাগ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। তবে রাজ্যের তাপমাত্রায় কিছুটা হেরফের হতে পারে এই সপ্তাহ থেকেই। বৃষ্টির জেরে এক ধাক্কায় কমতে পারে রাজ্যের বেশ কিছুটা তাপমাত্রা। যদিও গতকাল মেঘলা আকাশের সাক্ষি ছিল শহর তিলোত্তমা, তবে আজ আবার সকাল হতে হতেই আবারও চড়া রোদ। এখনও বৃষ্টির দেখা নেই, তবে আশা করা হচ্ছে সপ্তাহান্তে রাজ্যে দেখা মিলবে বৃষ্টির।