দাম কমল সোনার?

গত এক সপ্তাহে সোনার দামে বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেছে, যা বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (MCX) এবং দেশীয় বাজার—উভয় ক্ষেত্রেই এই মূল্যবান ধাতুর দাম উল্লেখযোগ্যভাবে ওঠানামা করেছে। বিশেষ করে যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সাম্প্রতিক এই পরিবর্তনগুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। চলুন দেখে নেওয়া যাক, ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের বর্তমান মূল্য এবং বিগত এক সপ্তাহের তুলনায় এর মূল্যবৃদ্ধির বিশদ তথ্য। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার মূল্য সপ্তাহের শেষ ট্রেডিং দিন, শুক্রবার, ৩৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৮৯,৬৫২ টাকায় স্থির হয়েছে। যেখানে এক সপ্তাহ আগের, অর্থাৎ ২১ মার্চ, সোনার ভবিষ্যৎ মূল্য ছিল প্রতি ১০ গ্রামে ৮৮,৫০৩ টাকা। অর্থাৎ, সামগ্রিকভাবে এক সপ্তাহের মধ্যে MCX-এ সোনার দাম ১,১৪৯ টাকা বৃদ্ধি পেয়েছে। যদিও সামান্য পতন দেখা গেছে, তবুও এই সময়ের মধ্যে বিনিয়োগকারীদের লাভের সুযোগ তৈরি হয়েছে। ইন্ডিয়ান বুলিয়ান জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) প্রদত্ত তথ্য অনুসারে, গত শুক্রবার ২৪ ক্যারেট সোনার দাম ছিল ৮৯,১৬০ টাকা প্রতি ১০ গ্রামে, যেখানে এক সপ্তাহ আগে ২১ মার্চ এটি ছিল ৮৮,১৬৯ টাকা। অর্থাৎ, দেশীয় বাজারেও সোনার দাম বেড়েছে এবং প্রতি ১০ গ্রামে ৯৯১ টাকার বৃদ্ধি হয়েছে। সাধারণ ক্রেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য, কারণ এটি বোঝায় যে আগামী দিনে সোনার বাজার আরও পরিবর্তিত হতে পারে। বর্তমানে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৮৯,১৬০ টাকা, ২২ ক্যারেটের দাম ৮৭,০২০ টাকা, ২০ ক্যারেটের মূল্য ৭৯,৩৬০ টাকা, ১৮ ক্যারেটের জন্য ৭২,২২০ টাকা এবং ১৪ ক্যারেটের দাম ৫৭,৫১০ টাকা। তবে মনে রাখা দরকার, এই দামগুলোর সাথে মেকিং চার্জ ও GST যুক্ত হলে মোট মূল্য কিছুটা বেশি হতে পারে।

ইলন মাস্কের মন্তব্য ঘিরে তোলপাড় বিশ্ব

আমেরিকান প্রশাসনিক কাজে অতিরিক্ত হস্তক্ষেপ করছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক (Elon Musk)। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (President Donald Trump) ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সির (ডিওজিই) দায়িত্ব নিয়ে হাজারো প্রশাসনিক কর্মকর্তাকে ছাটাই করে চরম ক্ষোভের মুখে টেসলার কর্ণাধার। যার প্রভাব পড়ছে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির উপর। ‘টেসলা কিনবেন না’ এবং ‘ইলনকে দেউলিয়া করুন’ লেখা প্ল্যাকার্ড দেখা পথে নামে আমেরিকাবাসীর একাংশ। ওয়াশিংটন ডিসির জর্জটাউন, লন্ডনের নর্থ অ্যাকটন প্রতিবাদে সরগরম। আন্দোলনকারীদের দাবি, মাস্ক এখন শুধু একজন ব্যবসায়ী নন, বরং সরকারের কাজে হস্তক্ষেপ করছেন। সেই আবহেই বড় দাবি করলেন ইলন মাস্ক। মার্কিন ধনকুবের বলেন, একদিন মঙ্গলগ্রহও আমেরিকার অংশ হবে। তিনি আরও বলেন, ‘আমি আমেরিকাতেই মরব। আর কোথাও আমি যাব না। আমি অবশ্য মঙ্গলগ্রহে যেতে পারি, তবে সেটা তখন মার্কিন যুক্তরাষ্ট্রেরই একটা অংশ হবে। গ্রিনল্যান্ড দখলের হুমকির পরে এবার গ্রহ-গ্রহান্তরে হাত বাড়াচ্ছেন ট্রাম্প-মাস্ক। কবি-কথাকে একটু পাল্টে বলা যায় – কোথাও আমার দখল করার নেই মানা।’ উল্লেখ্য, মহাকাশে উপনিবেশ গড়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় রয়েছেন মাস্ক। মঙ্গলগ্রহ অভিযান নিয়ে বড় ঘোষণা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, তাঁর সংস্থা SpaceX আগামী দু’বছরের মধ্যে মঙ্গল অভিযানে মহাকাশযান পাঠাতে চলেছে। মঙ্গলের বুকে অবতরণ করার ক্ষেত্রে কোনও সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখাই লক্ষ্য এই অভিযানের। সব ঠিক থাকলে, এই অভিযানের পরই মঙ্গলে মানুষ পাঠানোর কাজে হাত দেবে SpaceX.

বুধবার থেকে বৃষ্টি বাংলায়?

মার্চেই অসহ্য গরম (Hot)। রোদের তেজে দুপুরে রাস্তা ফাঁকা। কলকাতায় তাপমাত্রা ৩৬, ৩৭ ডিগ্রি পার করে এগিয়ে চলেছে। ক্রমশ চড়ছে পারদ। তাপপ্রবাহ রাজ্যের একাধিক জেলায়। সোমবার ঈদের দিনে সকাল থেকে খানিকটা মেঘলা আকাশ। দুপুরেই হাওয়া অফিসের শুভ সংবাদ। দাবদাহ থেকে কিছুটা মুক্তি মিলতে পারে। স্বস্তির বৃষ্টির (Rain) পূর্বাভাস (Weather Forecast) রাজ্যজুড়ে। শুক্রবার কলকাতা সহ সারা দক্ষিণবঙ্গ ভিজতে পারে। ছত্তিশগঢ় থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। এর প্রভাবেও জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ওড়িশা, ঝাড়ণ্ড এবং বাংলায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহেই। বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার থেকে। বুধবার পশ্চিমের ৩/৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা সহ বেশ কিছু জেলাতে কমবে। পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। তবে বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। অস্বস্তি বাড়বে আজ থেকেই। উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে আগামী ৪/৫ দিন। মূলত শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।