টোঙ্গায় ভূমিকম্প, জারি সুনামির সতর্কতা

ফের ভূমিকম্প! মায়ানমারের পর এবার টোঙ্গা। রবিবার সন্ধ্যায় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল সেই দেশ। রিখটার স্কেলে মাত্রা ওঠে ৭.১। প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত এই দ্বীপ। আর রবিবার বিকেলে কেঁপে উঠল সেই দ্বীপ। ইতিমধ্যেই জারি করা হয়েছে সেই দ্বীপে সুনামির সতর্কতা। তবে এখনও সেই দ্বীপ থেকে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের পক্ষ থেকে বলা হয়েছে, মাটি থেকে মাত্র ১৬ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। আজ বিকেলেও মায়ানমারের মাটি ফের কেঁপে ওঠে। ভূমিকম্পের পর ‘ আফ্টার সক ‘ এফেক্ট চলছে সেখানে। আর তারই মধ্যেই কেঁপে উঠল আরও একটি দ্বীপ। অন্যদিকে, আমেরিকার সুনামি ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, ০.৩ থেকে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কম্পনের উৎসস্থল থেকে অন্তত ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে সুনামি হতে পারে বলে আশঙ্কা। ইতিমধ্যেই টোঙ্গা জুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র সৈকত এবং উপকূলবর্তী এলাকা থেকে সকলকে সরে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।
হিমাচল প্রদেশে ধস, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal pradesh) কুলুতে (Kullu) আচমকাই ধস নামল। তাতে তিন মহিলা সহ মৃত্যু হয়েছে ছয় জনের। আহত অনেকে। রবিবার বিকেল পাঁচটার ঘটনা। গুরুদ্বারা মণিকরণ সাহিবের কাছে ওই ঘটনা ঘটে। একটি বড় গাছ চাপা পড়ে প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে তিন পর্যটক (Tourist) রয়েছেন। আহতদের স্থানীয় জারি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। কুলুর অতিরিক্ত জেলাশাসক অশ্বিনী কুমার বলেন, ছয় জন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। অনেকে আহত। পুলিশ ও দমকল উদ্ধারের কাজ চালাচ্ছে। দুর্ঘটনার সময় রাস্তার ধারে বসেছিলেন অনেকে। সেসময় আচমকা ধস নামে। উল্লেখ্য, কুলু দেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম।
ফের অস্ট্রেলিয়া সফরে রোহিত-কোহলিরা

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border-Gavaskar Trophy) লজ্জাজনক হারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত (India vs Australia)। কিন্তু তা অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ছিল না। তবে এবার সে সুযোগ এসে গিয়েছে ভারতীয় দলের (India Cricket Team) সামনে। ফের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। তবে এবার আর লাল বলের সিরিজ নয়, সাদা বলের সিরিজে মুখোমুখি হবে দুই দল। অজিভূমে একাধিক সিরিজ খেলবে ভারতীয় দল। রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া বহুল প্রতীক্ষিত এই সিরিজের সূচি ঘোষণা করেছে। আগামী ১৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত চলবে ভারতের অস্ট্রেলিয়া সফর। যেখানে এক দিনের এবং টি-২০ দুই ধরনের ম্যাচই খেলা হবে। ভারত-অস্ট্রেলিয়ার এই সাদা বলের সিরিজে মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এক দিনের ম্যাচের সিরিজে তিনটি ম্যাচ এবং টি-টোয়েন্টি সিরিজে পাঁচটি ম্যাচ খেলবে দুই দল। ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের সূচি ১৯ অক্টোবর: পার্থ ২৩ অক্টোবর: অ্যাডিলেড ২৫ অক্টোবর: সিডনি ভারত-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের সূচি ২৯ অক্টোবর: ক্যানবেরা ৩১ অক্টোবর: মেলবোর্ন ২ নভেম্বর: হোবার্ট ৬ নভেম্বর: গোল্ড কোস্ট ৮ নভেম্বর: ব্রিসবেন