বৃষ্টির সম্ভাবনা আছে? কী বলছে হাওয়া অফিস? জানুন সবিস্তারে

দক্ষিণবঙ্গে আরও বাড়বে গরমের দাপট (West Bengal Weather Update)। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। আবহাওয়া থাকবে শুকনো। গরমের দাপটে বাড়বে অস্বস্তি আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অন্তত চার ডিগ্রি বেশি থাকবে। গরমের অস্বস্তি সপ্তাহজুড়ে অনুভূত হবে। উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। এছাড়া, জলপাইগুঁড়ি, আলিপুরদুয়ার শনিবার হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি অংশে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? হট-ডে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। শনিবার সাত জেলাতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম,বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাতে আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহের প্রভাব ফেলতে পারে। পশ্চিমের জেলায় গরম অনেকটাই বেশি অনুভূত হবে। তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গরমে হাঁসফাঁস করবে দক্ষিণবঙ্গের মানুষজন। অবস্থা হবে কাল থেকে চার পাঁচ দিন একই রকম তাপমাত্রা থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৬ ডিগ্রি। সকালে হালকা কুয়াশা ধোঁয়াশা। সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে বেশি। সকালের মনোরম পরিবেশ কার্যত উধাও। বেলা বাড়লে ধীরে ধীরে উষ্ণতা আরো বাড়বে। পরিষ্কার আকাশ। দিনভর গরমের অস্বস্তি। বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
নতুন গান, ‘মেলার গান ‘

বাংলায় গানের ব্যান্ডের সংখ্যা নেহাত কম নয়। আর সেখানেই কয়েকদিন আগে প্রকাশ্যে আসে বাংলার এক নতুন গানের দল ‘ হুলিগানইজম ‘(Hooligaanism)। আজ প্রকাশ পেল এই ব্যান্ডের প্রথম মিউজিক ভিডিও ‘মেলার গান’। তবে এই ব্যান্ডের কী বিশেষত্ব? অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya )এই দলে রয়েছেন। পাশাপাশি ব্যান্ডটির সঙ্গে যুক্ত রয়েছেন দেবরাজ ভট্টাচার্য, শুভদীপ গুহ, কৃশানু ঘোষ, সুশ্রুত গোস্বামী, নীলাংশুক দত্ত, প্রীতম দেব সরকার, সোমেশ্বর ভট্টাচার্য আর প্রীতম দাস। এর আগে ‘হুলিগানইজম’ (Hooligaanism) দলটি কলকাতায় একটি কনসার্টের মাধ্যমে আত্মপ্রকাশ করে। আর এবার ইউটিউবে এসভিএফ মিউজিকের (Svf music) পক্ষ থেকে প্রকাশ পেল তাদের প্রথম গান ‘মেলার গান’। মিউজিক ভিডিওটি পরিচালনার দায়িত্বে ছিলেন ঋদ্ধি সেন। তাঁদের সংস্থা ‘অডভেঞ্চারস’ ( odd ventures) গানের ভিডিওগ্রাফি করে, যে সংস্থার দায়িত্ব সামলান ঋদ্ধি, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং রাজর্ষি নাগ। নতুন দল ‘হুলিগানইজম’- এর নতুন এই অ্যালবামে রয়েছে মোট ৬টি গান, যার মধ্যে আজ সামনে এল তাঁদের প্রথম গান ‘মেলার গান’। যে গান আপনাকে এক নিমেষে ফিরিয়ে দিতে পারে আপনার এক টুকরো ছোটবেলা। জীবনচক্রের বাইরে গিয়ে একমুঠো বাতাস যে আপনাকে উপহার দিতে পারে। ইঁদুর দৌড়ের এই জীবন থেকে এই গানের মাধ্যমে কিছুক্ষণের জন্য নিজেকে আপনি সরিয়ে আনতেও পারবেন।