ভারত সফরে রুশ প্রেসিডেন্ট

রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি (Russia-Ukraine Ceasefire) নিয়ে টানাপোড়েনের মাঝেই ভারত সফরে (India Visit) আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন রাশিয়ার (Russia) বিদেশ বিষয়ক মন্ত্রী সের্গেই লাভরভ। রাশিয়ান আন্তর্জাতিক বিষয়ক কাউন্সিলের এক আলোচনাসভায় পুতিনের ভারত সফরের প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন সেদেশের বিদেশমন্ত্রী। কিন্তু পুতিন কবে ভারত সফরে আসছেন, তা এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। কিন্তু এই সফরে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, তার একটা ক্ষীণ ইঙ্গিত পাওয়া গিয়েছে। কারণ এদিনের আলোচনাসভায় রুশ বিদেশমন্ত্রী লাভরভ জানিয়েছেন, পুতিনের এই সফর ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কের (India-Russia Relation) এক নতুন পর্বের সূচনা করবে। তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট পুতিন ভারত সরকারের প্রধানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। তাঁর সফরের প্রস্তুতি চলছে।’’ গত বছরের অক্টোবর মাসে ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সময় পুতিনের সঙ্গে তাঁর একটি পার্শ্ববৈঠকও হয়। এর আগেও, ২০২৩ সালের জুলাইয়ে রাশিয়া সফরে গিয়েছিলেন মোদি এবং তখনই তিনি পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের ভিত্তিতেই পুতিনের এই সফর হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমী দেশগুলি। বিশেষ করে, আমেরিকা এবং নেটো গোষ্ঠীভুক্ত বেশ কিছু দেশ রাশিয়াকে কূটনৈতিকভাবে একঘরে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে ভারতের দীর্ঘদিনের মিত্রদেশ রাশিয়া। তাই বিস্তর টানাপোড়েনের মাঝেও ভারতের তরফে রাশিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা চালানো হয়েছে।

গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর

বৃষ্টির আমেজ গোটা পশ্চিমবঙ্গে কেটে গেছে গত সপ্তাহেই। ফের তীব্র গরমের পরিস্থিতি তৈরি হচ্ছে বঙ্গে। দিনে দিনে বাড়ছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতরের (Weather Update) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সপ্তাহান্তে রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপর চলে যাবে। এবং কলকাতার তাপমাত্রা হতে পারে প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস! আগামী তিন দিনে রাজ্যের তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলেই খবর। সকাল হতেই চড়া রোদ, আর তারপরেই শুরু তীব্র গরমের দাপট। যার জেরে দিন বাড়ার সঙ্গে সঙ্গে গরমে নাস্তানাবুদ হতে হচ্ছে সকলকে। আর এই আবহে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে প্রচণ্ড গরমের সতর্কতা। সব রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে এই সতর্কতা পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় যাতে উপযুক্ত ব্যবস্থা বজায় থাকে সেজন্য এই নির্দেশিকা। মার্চ মাস থেকেই কেন্দ্রীয় সরকারের ইন্টিগ্রেটেড হেল্থ ইনফর্মেশন প্ল্যাটফর্মে (Integrated Health Information Platform) গরমে অসুস্থ রোগীর, হিট স্ট্রোকের রিপোর্ট উঠে আসছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের উপদেষ্টাদের সতর্ক করেছেন। তিনি প্রচণ্ড গরমে স্বাস্থ্যের উপর এর প্রভাব মোকাবিলা করতে সতর্ক করেছেন। আসন্ন গরমে প্রস্তুতি খতিয়ে দেখতে বলা হয়েছে। ইতিমধ্যে দেশের কয়েকটি জায়গায় অত্যধিক গরম শুরু হয়েছে। সেই প্রেক্ষিতে আরও খারাপ পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলা হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ৫ টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে চলতি সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানা যাচ্ছে।

সিকন্দরের প্রচারে ভাইজান

প্রত্যেক বছর ভাইজানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে থাকে বিশেষ চমক! আর এবছরের চমক ‘ সিকান্দার’। একসঙ্গে জুটি বাঁধবেন সালমন এবং রাশ্মিকা । আর এবারে প্রচারে গিয়ে রাশ্মিকার দেখানো পথ অনুসরণ করলেন ভাইজান, কিন্তু কী করলেন তিনি, জানতে চান নিশ্চই, চলুন আর দেড়ি না করে দেখে নিন…   View this post on Instagram   A post shared by Pinkvilla (@pinkvilla) বলিউড ভাইজান সালমন খান। প্রত্যেক বছর ঈদ উপলক্ষে বিগ বাজেটের ছবি তিনি আনেন। আর সেখানে বহু নতুন তারকাদের জায়গাও করে দেন। তবে এবার তাঁর ছবি ‘ সিকান্দার ‘ এ দেখা মিলবে রাশ্মিকা মান্দানার। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার প্রচার। আর এবার সেই প্রচারেই রাশ্মিকা ভাইজানকে দেখা মিলল একসঙ্গে। সেখানেই রাশ্মিকা বিটিএস স্টাইল লাভ সাইন দিয়ে ছবি তুলছিলেন। আর তা দেখে আগ্রহী হয়ে ওঠেন সালমন। চটজলদি তিনিও সেই পোজ শিখতে চান রাশ্মিকার কাছে। রাশ্মিকাও তাঁকে তা হাসিমুখে শিখিয়ে দেন। তারপরেই বিটিএস স্টাইল লাভ সাইন দিয়ে ছবি তোলেন দুজনেই।