ভুয়ো ওবিসি শংসাপত্র বিতর্কে নবান্নের কড়া পদক্ষেপ!

ভুয়ো ভুয়ো ওবিসি শংসাপত্র (OBC Certificate) ইস্যুতে একের পর এক অভিযোগ জমা পড়ার পর অবশেষে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের তদন্তে উঠে এসেছে খড়গপুর ও ব্যারাকপুরের দুই আধিকারিকের নাম, যাদের ইতিমধ্যেই শো-কজ করা হয়েছে। অভিযোগ, এই দুই ইন্সপেক্টর র‍্যাঙ্কের আধিকারিক গত দুই বছরে ভুয়ো জাতিগত শংসাপত্র দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন। তদন্ত সূত্রে জানা গিয়েছে, এই ভুয়ো শংসাপত্র ব্যবহার করে বহু মানুষ সংরক্ষণের সুবিধা নিয়েছেন। অভিযোগ জমা পড়ার পরই নবান্নের তরফে রিপোর্ট তলব করা হয়। তদন্তে উঠে আসে, শংসাপত্র জালিয়াতির ঘটনা নতুন নয়—দুই বছর আগেই এই জাল শংসাপত্র দেওয়া হয়েছিল। বিষয়টি চিহ্নিত করার পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। রাজ্যের অনগ্রসর শ্রেণি উন্নয়ন দফতর জানিয়েছে, ভুয়ো শংসাপত্র দেওয়ার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে, পদ বা অবস্থান দেখা হবে না। ইতিমধ্যে দফতরের তরফ থেকে বিষয়টি চূড়ান্ত তদন্তের আওতায় আনা হয়েছে। এদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) সংরক্ষণ নীতির অপব্যবহারের অভিযোগও সামনে এসেছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অন্তত ৪৫টি জাতিগত শংসাপত্রের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা গবেষণার কাজে ব্যবহারের অভিযোগ রয়েছে। প্রশাসন ইতিমধ্যে এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

পামবন রেলওয়ে সমুদ্র সেতুর উদ্বোধন করবেন মোদি

রামনবমী (Ram Navmi) উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি নিয়ে তামিলনাড়ু সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৬ এপ্রিল তামিলনাড়ুর রামেশ্বরমের রামনাথস্বামী মন্দির দর্শনে করবেন প্রধানমন্ত্রী। মন্দিরে প্রার্থনায় অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রী (Naredra Modi) তামিলনাড়ুতে (Tamilnadu) আধুনিক প্রযুক্তিতে নতুনভাবে নির্মিত পামবন সেতুর (Pamban Bridge) উদ্বোধন করবেন। আগে সেতুটি ১৯১৪ সালে নির্মিত হয়েছিল। সেটি অবস্থার ভগ্নদশায় পরিণত হয়। ২০২২ সাল থেকে সেতুটি বন্ধ করে দেওয়া হয়। সেতুটিকে আবার পুনর্নির্মাণ করা হয়। নয়া সেতুটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি এশিয়ার প্রথম উলম্ব লিফট রেল সেতু (first vertical lift railway sea bridge)। ২০২৪ সালের নভেম্বরে রেলমন্ত্রী অশ্বিনী যাদব ট্যুইট করে বলেছিলেন, ভারতের প্রথম উল্লম্ব লিফট রেলওয়ে সমুদ্র সেতু। পামবন সেতুর সংযোগ দেশে এক নয়া অধ্যায়ের সূচনা করবে। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) কর্তৃক ৫৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি ২.৫ কিলোমিটারেরও বেশি বিস্তৃত সেতুটি নির্মাণ করা হয়েছে। এটি দ্রুতগামী ট্রেন এবং বর্ধিত ট্র্যাফিক পরিচালনা করার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন পামবন সেতু কেবল কার্যকরী নয়, এটি অগ্রগতির প্রতীক, আধুনিক প্রকৌশলের মাধ্যমে নির্মিত হয়েছে।  ভারতের মূল ভূখণ্ড এবং তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপের মধ্যে পাঁচ মিনিটেরও কম সময়ে ট্রেনগুলিকে সমুদ্র পার হতে সক্ষম করবে। উল্লেখ্য, নতুন পামবান সেতুটি এশিয়ার প্রথম উল্লম্ব লিফট রেল সেতু। নতুন কাঠামো চালু হওয়ার পর ১১১ বছরের পুরনো পামবান সেতুটি ভেঙে ফেলা হবে কিনা তা রেলওয়ে সিদ্ধান্ত নেবে। ১৯১৪ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত, যখন একটি সমান্তরাল সড়ক সেতু চালু হয়, তখন থেকে পুরাতন সেতুটি রামেশ্বরম এবং পর্যটন কেন্দ্র ধনুষকোডির সঙ্গে একমাত্র রেল যোগাযোগ ব্যবস্থা ছিল। তবে, বাতাসের গতিবেগ ৫৮ কিলোমিটার বা তার বেশি হলে উত্তোলন ব্যবস্থা কাজ করতে পারে না, যা প্রায়শই অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের নভেম্বরে নতুন পামবান সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, আরভিএনএল-এর অধীনে ২০২০ সালের ফেব্রুয়ারিতে নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পটি প্রাথমিকভাবে ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে পিছিয়ে যায়।

রাজস্থানকে ৮ উইকেটে হারাল কলকাতা

রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে আইপিএল ২০২৫ (IPL 2025)-এ প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স (KKR)। ব্যাট হাতে প্রথম থেকে শেষ অবধি থাকলেন কুইন্টন ডি কক। স্পিনারদের সহায়তা করে এমন পিচে তাঁর ৬১ বলে ৯৭ রানের ইনিংসই ম্যাচের সেরা পারফরম্যান্স। শেষ ওভারে তাঁকে সেঞ্চুরি করতে না দেওয়ার জন্যই কি পরপর দুটো ওয়াইড বল করলেন জফ্রা আর্চার, এই প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলবে। তবে কেকেআর এসব নিয়ে চিন্তিত নয়। দল জয়ের রাস্তায়, আর কী চাই। দু’দিন ধরে বৃষ্টির কারণে ইডেনের পিচ আর্দ্র হয়ে উঠেছিল। কলকাতা নাইট রাইডার্সের স্পিনাররা খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। কিন্তু গুয়াহাটির উইকেট স্পিনারদের পাশে দাঁড়াল। ওমনি কামাল করলেন বরুণ চক্রবর্তী এবং মইন আলি। চার ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নিলেন বরুণ। বর্ষীয়ান ইংলিশ অলরাউন্ডার মইন চার ওভারে ২৩ রান দিয়ে দুই উইকেট পেলেন। সুনীল নারিনের জায়গায় আজ খেলানো হয়েছে মইনকে। যশস্বী জয়সওয়ালকে ভয়ঙ্কর হয়ে ওঠার আগে ফেরালেন তিনি। এক কালের নাইট নীতীশ রানাও তাঁর শিকার। সঞ্জু স্যামসনের মূল্যবান উইকেটটি নিলেন বৈভব অরোরা। আরসিবির বিরুদ্ধে মার খেয়েছিলেন, এদিন দুটি উইকেট পেলেন। রাজস্থান রয়্যালসের ব্যাটারদের প্রথম থেকেই কাবু করে রেখেছিলেন বরুণরা।