কেমন আছেন তামিম ইকবাল?

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন আচমকা হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার (Bangladeshi Cricketer) তামিম ইকবাল (Tamim Iqbal)। সোমবার টস করতে মাঠে নামতেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষার পর চিকিৎসকরা জানান, একবার নয়, পরপর দু’বার হৃদরোগে আক্রান্ত হয়েছেন এই ক্রিকেটার। হৃদযন্ত্রে ব্লকেজ পাওয়া যাওয়ার কারণে সোমবারই স্টেইন বসানো হয়। এদিন সন্ধ্যার দিকে তামিমের শারিরীক অবস্থার উন্নতির খবরে পাওয়া যায়। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের লোকজনের সঙ্গে কথাবার্তাও বলেছেন। পাশাপাশি তিনি প্রাক্তন সতীর্থদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গিয়েছে। তারপর মঙ্গলবার দুপুরের দিকে নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি পোস্ট করেন তামিম। সেই পোস্টে তিনি লেখেন, “আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।”
কনসার্টে জমিয়ে নাচলেন অরিজিৎ!

অরিজিতের সুরের জাদুতে মুগ্ধ অনুরাগীরা। এবার নেচে কনসার্ট জমালেন অরিজিৎ সিং (Arijit Singh)। অরিজিতের গান নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু গানের পাশাপাশি অরিজিৎ যে দারুণ নাচতেও পারেন, তার প্রমাণ পাওয়া গেল। অরিজিৎ সিংয়ের কনসার্ট মানেই মঞ্চে ম্যাজিক ঘটবে। সেই মুহূর্ত ঝড়ের গতি ভাইরাল হবে। আর এবার তাঁর কনসার্টে দেখা গেল চমক। মুম্বইয়ে কনসার্ট অনুষ্ঠিত হয়ে গেল অরিজিৎ সিংয়ের। সেখানেই তিনি কাল হো না হো ছবি থেকে প্রিটি ওম্যান গানটিতে জমিয়ে ভাঙরা নাচলেন। তিনি মঞ্চে যেন সব ভুলে জমিয়ে ভাঙরা নাচলেন। পেশাদার নৃত্যুপশিল্পীদের সঙ্গেই নিজের মতো করে নাচতে দেখা গেল গায়ককে। আর সেটারই ভিডিয়ো এদিন সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে। কমেন্টে অনেকেই লেখেন, ‘অ্যা! এটা কী রূপ দেখছি অরিজিৎ সিংয়ের?’ View this post on Instagram A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)
১ এপ্রিল থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে

বাজেটে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএর (WB State Government Employees DA 18 Percent) বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ এপ্রিল থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। মঙ্গলবার নবান্নের তরযফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি (4 Percent Dearness Allowance Increase) পেয়ে ১৮ শতাংশ হল। পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। পাশাপাশি সুপ্রিম কোর্টেও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায়, আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি। মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মীরা। মঙ্গলবার ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানায়, ৪ শতাংশ ডিএ বাড়ছে। ১৮ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। রাজ্যে সরকারি শিক্ষক, অশিক্ষক, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারের অধীনস্থ অফিস কর্মীরা, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যালিটি ও কর্পোরেশন কর্মীরাও ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন। কিন্ত রাজ্য সরকারি করমীরা ১৮ শতাংশ হারে ডিএ পেলেও কেন্দ্র-রাজ্যের মহার্ঘ ভাতায় ৩৫ শতাংশ ফারাক রয়েছে। এই ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সরকারি কর্মচারীদের বামপন্থী সংগঠনগুলি। ন্যায্য ডিএ-র দাবিতে আগামী ৭-৯ এপ্রিল রাজ্য জুড়ে সরকারি দফতরে ৩ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে একটি বাম সংগঠনের সদস্যেরা। গ্রামী যৌথ মঞ্চ আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘‘বকেয়া যা ছিল, তার তুলনায় সামান্য ডিএ দিয়েছেন, বাজার মূল্যের সঙ্গে এই ডিএ-র শতাংশের সাযুজ্য নেই। তবে তৃণমূল কর্মচারী সংগঠন সরকারের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে।