এখনই সরছে না বৃষ্টির ভ্রূকুটি

গত কয়েকদিন ধরে বৃষ্টির আশঙ্কা ছিল। তবে তা উপেক্ষা করে, নির্বিঘ্নে কেটেছে আইপিলএল। তবে এখনই রেহাই মিলবে না বৃষ্টি থেকে। বরং সপ্তাহের শেষে রাজ্যের সব জেলায় রয়েছে ভারি বৃষ্টির পূর্বাভাস (Rain Alert)। হাওয়া অফিস জারি করেছে হলুদ সতর্কতা (Yellow Alert)। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (South Bengal Weather Update) দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা। শনিবার বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলার বেশ কিছু এলাকায়। রবিবার জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা। ২৪ তারিখ সোমবারও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে হবে তাপমাত্রার পরিবর্তন। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (North Bengal Weather Update) দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও রবিবার জারি হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, কালিম্পঙ, আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টি সম্ভবনা। অন্যান্য জেলাগুলিতে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। সোমবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা নেই। সোমবার থেকে আবহাওয়ায় পরিবর্তন (Weather Update) গত কয়েক দিনের ঝড় বৃষ্টিতে রাজ্যে তাপমাত্রা অনেকটাই কমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টা তাপমাত্রা আরও কমবে। তবে সোমবার থেকে পারদ চড়তে শুরু করবে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি কমতে পারে। পরের তিনদিন তাপমাত্রা ধীরে ধীরে উর্দ্ধমুখী হবে। সোমবার থেকে বদলাবে রাজ্যের আবহাওয়া। কেমন থাকবে কলকাতার আবহাওয়া? (Kolkata Weather Update) ঝড়বৃষ্টির কারণে উধাও গরমের দাপট। এক ধাক্কায় পারদ পতন হয়েছে অনেকটা। রয়েছে খানিক শীতের শিরশিরানি। তবে সোমবার থেকে আবহাওয়া শুষ্ক হতে পারে। কলকাতায় থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। সঙ্গে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলস এর স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি কম। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ৯. ২ ডিগ্রি কম।
হাসপাতাল থেকে ছুটি পেলেন পোপ

ভ্যাটিকান (Vatican) জানিয়েছে, পোপ ফ্রান্সিসের (Pope Francis) স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তাঁর নিউমোনিয়া (Pneumonia) এখন নিয়ন্ত্রণে। রবিবার তাঁকে জেমেল্লি হাসপাতাল (Gemelli Hospital) থেকে ছেড়ে দেওয়া হবে। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। এই তথ্য জানিয়েছেন তাঁর স্বাস্থ্য টিমের প্রধান সার্জিও আলফিয়েরি (Sergio Alfieri)। সাম্প্রতিক এক সংবাদ মাধ্যমে আলফিয়েরি বলেছেন, “আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি, পোপ আগামীকাল বাড়ি ফিরবেন।” শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পোপের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাঁকে ওষুধ চালিয়ে যেতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে অন্তত দুই মাস বিশ্রামে থাকতে হবে। রবিবার জনসমক্ষে আসবেন পোপ ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, রবিবার হাসপাতালের বারান্দা থেকে জনসমক্ষে আসবেন পোপ। ২০১৩ সালের কনক্লেভের পর তাঁর বাসভবন কাসা সান্তা মার্তা (যাওয়ার আগে এটি হবে তাঁর প্রথম প্রকাশ্য উপস্থিতি। ভ্যাটিকান প্রেস অফিস জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ অ্যাঞ্জেলাস প্রার্থনার শেষে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানাবেন। সাধারণত প্রতি সপ্তাহে তিনি এই প্রার্থনা পরিচালনা করেন, তবে গত পাঁচ সপ্তাহ ধরে তা করতে পারেননি। জেমেল্লি হাসপাতালে এটি ছিল তাঁর দীর্ঘতম চিকিৎসা পর্ব। কয়েক সপ্তাহ তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি, তবে ভ্যাটিকান থেকে সম্প্রতি তাঁর একটি সংক্ষিপ্ত অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। এছাড়া, হাসপাতালের চ্যাপেলে প্রার্থনারত অবস্থায় তোলা একটি ছবিও প্রকাশ করেছে ভ্যাটিকান, যা সিএনএন-এর প্রতিবেদনে উঠে এসেছে। ভ্যাটিকানের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে, পোপের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই ভালো এবং নিউমোনিয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এরপরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে জানানো হয়। হাসপাতালে দীর্ঘ সময় কাটানো সত্ত্বেও পদত্যাগের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পোপ ফ্রান্সিস। সম্প্রতি তিনি ক্যাথলিক চার্চের জন্য একটি নতুন তিন বছরের সংস্কার প্রক্রিয়া অনুমোদন করেছেন। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন, এখনও তিনি নেতৃত্ব দিতে প্রস্তুত। এই সংস্কারের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে— চার্চে নারীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া, তাঁদের ডিকন হিসেবে নিযুক্ত করা এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে অ-যাজক সদস্যদের অন্তর্ভুক্ত করা। প্রসঙ্গত, ১২ বছর আগে নির্বাচিত হওয়ার পর এটিই পোপ ফ্রান্সিসের সবচেয়ে দীর্ঘ সময় হাসপাতালে থাকার ঘটনা। এই পর্ব শেষ করে তিনি আবার দায়িত্বে ফিরতে প্রস্তুত বলে তাঁর সাম্প্রতিক পদক্ষেপে বোঝা যাচ্ছে।
বিরাটের পা ছুঁতেই গ্রেফতার

শনিবার ইডেনের (Eden Gardens) ম্যাচে নিরাপত্তাবেষ্ঠনী ভেঙে মাঠে ঢুকে পড়ে একজন দর্শক। দর্শকাসন থেকে সোজা বিরাট কোহলির (Virat Kohli) পায়ে গিয়ে পড়েন তাঁর এই ভক্ত (Fan)। বিরাট তাঁকে ফিরিয়ে দেননি, দেননি ধমকও। বরং ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরেন নিজের ভক্তকে। শনিবারের ম্যাচে এই দৃশ্য অনেকেরই মন কেড়েছে। কিন্তু ওই দর্শকের সঙ্গে শেষমেষ কী হল? চলুন সেটা এবার জেনে নেওয়া যাক। শনিবার তৎক্ষণাৎ ওই বিরাট-ভক্ত দর্শককে ধরে ফেলেন মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতে ধৃত দর্শক জানান যে, তাঁর নাম ঋতুপর্ণ পাখিরা। বাড়ি পূর্ব বর্ধমান জেলায়। শনিবার রাত থেকে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন নিরাপত্তারক্ষীরা। তারপর শেষমেষ রবিবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। নিরাপত্তারক্ষী সূত্রে জানা গিয়েছে, ধৃত ঋতুপর্ণ পাখিরা ইডেনের স্টেডিয়ামের ‘জি ব্লক’-এর পাশ থেকে ফাঁকা জায়গা ধরে এগিয়ে কাঁটাতার টপকে সোজা মাঠের মধ্যে গিয়ে ঢুকে পড়েন। তবে এর নেপথ্যে তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না বলেই প্রাথমিকভাবে মনে করছেন নিরাপত্তা কর্মীরা। কিন্তু তা সত্ত্বেও গ্রেফতার কেন? এই প্রশ্নের উত্তর এখনও সঠিকভাবে পাওয়া যায়নি।