‘কিলবিল সোসাইটি’র নতুন গান

আসছে হেমলক সোসাইটির সিক্যুয়েল কিলবিল সোসাইটি (Killbill Society)। নববর্ষের সময়ই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে কিলবিলের পোস্টা ও লুক। এবার সোমলতার কণ্ঠে ‘কিলবিল সোসাইটি’র নতুন গান (Killbill Society First Song) প্রকাশ পেল। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায় (Anupam Roy)। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন অনুপম রায় এবং রণজয় ভট্টাচার্য। পরিচালক সৃজিত মুখ্যোপাধ্যায় (Srijit Mukherji) জানিয়েছেন নববর্ষের মুক্তি পাবে কিলবিল সোসাইটি। সোমলতা আচার্যর (Somlata Acharyya Chowdhury) কণ্ঠে মুক্তি পেল কিলবিলের নতুন গান। প্রথম গান মুক্তি পেল সেখানেই দেখা যাচ্ছে একটি বদ্ধ ঘরে মুখোমুখি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দেখা যায় অভিনেত্রী কাউকে বলছেন ‘আমায় একটা টিকিট কেটে দিবি রে?’ সে কোথায় যেতে চায় জানতে চাইলে বলে ‘ছোটবেলায়।’ গানে ফুটে ওঠে উত্তরবঙ্গের পাহাড়ের নৈসর্গিক ছবি। একই সঙ্গে ধরা পড়ে পূর্ণা আইচ চরিত্রের হতাশা,জমে থাকা কষ্ট বেরিয়ে আসতে দেখা গিয়েছে গানে।গানের শেষে দেখা গিয়েছে পাহাড়ের খাদের ধারে দাঁড়িয়ে পূর্ণা। সোমলতা তাঁর গানে গানে গোটা মন খারাপি আবহটা তুলে ধরেছেন।

আইপিএল খেলার দিন বিশেষ বাস পরিষেবা

আগামীকাল অর্থাৎ শনিবার (Saturday) ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৫ (IPL 2025)। উদ্বোধনী ম্যাচ হতে চলেছে ইডেনে (Eden Gardens) । প্রথম ম্যাচ কেকেআর (KKR) ভার্সেস আরসিবি (RCB)। উল্লেখ্য, গতবছর অর্থাৎ ২০২৪ এর আইপিএলের (IPL 2024) বিজেতা দল ছিল কেকেআর (KKR), তাই এবছরের উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ শেষের অনুষ্ঠানে অগ্রাধিকার পেতে চলেছে কলকাতা। কলকাতার (Kolkata) ইডেন গার্ডেনসে হতে চলেছে প্রথম ম্যাচ। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে ম্যাচ, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চলেছেন শ্রদ্ধা কাপুড়, থেকে শুরু করে বরুন ধাওয়ান। আসতে চলেছেন মেলডি কুইন শ্রেয়া ঘোষালও। আর এই উপলক্ষে এবার বিশেষ উদ্যোগ রাজ্য পরিবহন দফতরের। জানা যাচ্ছে, পরিবহন দফতরের পক্ষ থেকে ইডেনে আইপিএল খেলার দিন বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু রাতে শেষ হবে খেলা, তাই যাতে কোন দর্শকের বাড়ি যেতে কোনরকম অসুবিধা না হয়, সেই কথাকেই মাথায় রেখে শহরের নানা প্রান্তে ২৩ টি বাস ছাড়বে ধর্মতলা থেকে। উল্লেখ্য, ইতিমধ্যেই মেট্রোর তরফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে ২২ মার্চ ম্যাচ শেষে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫মিনিটে তিনটি বিশেষ মেট্রো ছাড়বে। রুট অনুযায়ী ট্রেনগুলির গন্তব্য হল, দক্ষিনেশ্বর পর্যন্ত একটি মেট্রো, কবি সুভাষ পর্যন্ত ও হাওড়া ময়দান পর্যন্ত একটি মেট্রো। এবারের আইপিএলে সাতটি ম্যাচ খেলা হবে ইডেনে। প্রত্যেক দিনই বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে এসপ্ল্যানেড থেকে। ২৩মে কোয়ালিফায়ার এবং ২৫মে ফাইনালের দিনও বিশেষ বাসের ব্যবস্থা থাকছে বলেই খবর।

ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস

চৈত্রের শুরু এবং মার্চের (March) মাঝামাঝি, তাতেই গরমে হাঁসফাঁস কাণ্ড বঙ্গবাসীর। চৈত্রের শুরুতেই বৈশাখ মাসের মত গরম। সকলেই আতঙ্কে এখনই এই অবস্থা হলে গোটা গ্রীষ্মকালে কী হতে চলেছে! কারণ গত সপ্তাহেই রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গেছিল। জারি করা হয়েছিল গরমের কমলা সতর্কতাও। তবে এরই মাঝেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে দেওয়া হয়েছে বৃষ্টির (Rain) সতর্কতা। জানা যাচ্ছে, রুদ্রমূর্তিতে ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)। সপ্তাহান্তে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) পূর্বাভাস। এমনকি হতে পারে শিলাবৃষ্টিও। গতকাল থেকেই আবহাওয়া তার খেলা শুরু করে দিয়েছে। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। এমনকি শুক্রবার সকাল থেকেই তিলোত্তমার আকাশের মন খারাপ। মেঘলা করে রয়েছে আকাশ। আজ জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি তিলোত্তমাও ভাসতে পারে জলে। তবে এ যেমন স্বস্তির খবর, আবার কিছুটা মন খারাপেরও। কেন বলুন তো? ২২ মার্চ ২০২৫ থেকে শুরু হচ্ছে আইপিএল (IPL)। অর্থাৎ শনিবার। আর গতবছরের বিজেতা দল ছিল কলকাতা নাইট রাইডার্স, তাই কলকাতা এবছর অগ্রাধিকার পেতে চলেছে ম্যাচ কলকাতার মাঠে আয়োজনের। উদ্বোধনী ম্যাচ হতে চলেছে কলকাতাতেই। কেকেআর ভার্সেস আরসিবি। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুরু হবে এই ম্যাচ। উদ্বোধনী অনুষ্ঠানে স্পেশাল পারফর্মেন্স থাকতে চলেছে শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, এবং আরও অনেকের। কিন্তু শনিবারই তিলোত্তমায় রয়েছে বৃষ্টির লাল সতর্কতা। তাই উদ্বোধনী ম্যাচ হয়তো জলে ভাসতে চলেছে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ইতিমধ্যেই হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা হয়েছে বৃষ্টির কমলা সতর্কতা। ঝাড়গ্রাম, হুগলী, বাঁকুড়া, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুরে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ৫০-৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া। আজ কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ম তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টির পূর্বাভাস, পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ারে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গেও অন্য জেলায় বৃষ্টির পূর্বাভাস না থাকলেও, বইতে পারে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া। এমনকি পার্বত্য এলাকায় সোমবারও রয়েছে বৃষ্টির পূর্বাভাস।