ইডেনে ম্যাচে মাঝরাতে মিলবে স্পেশাল মেট্রো

আইপিএল (IPL 2025) জ্বরে কাঁপছে শহর। শনিবার, ২২ মার্চ ইডেনে অনুষ্ঠিত হবে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) এবং KKR- এর পক্ষ থেকে অনুরোধের পরই মেট্রো কর্তৃপক্ষ এই বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে। মেট্রোরেল সূত্রে খবর, ম্যাচ শেষে এসপ্ল্যানেড থেকে রাত ১২টা ১৫মিনিটে তিনটি বিশেষ মেট্রো ছাড়বে। রুট অনুযায়ী ট্রেনগুলির গন্তব্য হল, দক্ষিনেশ্বর পর্যন্ত একটি মেট্রো, কবি সুভাষ পর্যন্ত ও হাওড়া ময়দান পর্যন্ত একটি মেট্রো। প্রতিটি মেট্রো রাত ১২টা ১৫মিনিটে এসপ্ল্যানেড থেকে ছাড়বে এবং গন্তব্যে পৌঁছবে রাত ১২টা ৪৮ মিনিট নাগাদ। বিশেষ পরিষেবার টিকিট বিক্রির জন্য এসপ্ল্যানেড স্টেশনে খোলা থাকবে বুকিং কাউন্টার। জানা গিয়েছে, মিলবে স্মার্ট কার্ড ও কাগজ ভিত্তিক কিউআর টিকিট। সাধারণ ভাড়ার পাশাপাশি প্রতি টিকিটে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ ধরা হবে। প্রতি টিকিটে থাকবে ১০ টাকা অতিরিক্ত সারচার্জ। ইডেন গার্ডেন থেকে এসপ্ল্যানেদড স্টেশন হাঁটার দূরত্বেই থাকায় দর্শকদের পক্ষে আরও সুবিধাজনক হবে।
চাহাল-ধনশ্রীর বিবাহ-বিচ্ছেদ

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এবং কোরিয়োগ্রাফার ধনশ্রী বর্মার (Dhanashree Verma) বিবাহ-বিচ্ছেদে সম্মতি দিল বান্দ্রার পারিবারিক আদালত (Family Court)। প্রাথমিকভাবে ছ’ মাসের কুলিং অফ পিরিয়ড মুকুব করতে রাজি ছিল না আদালত। কিন্তু বুধবার একাধিক কারণ দেখিয়ে বিচ্ছেদ মামলার দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দেয় বম্বে হাইকোর্ট (Bombay High Court)। ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলে চাহালের অংশগ্রহণের কথা ভেবেই আগামী বৃহস্পতিবারের (২০ মার্চ) মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেন বিচারপতি মাধব জামদার। পরের দিনই নির্দেশ পালন করল পারিবারিক আদালত। পারস্পরিক সমঝোতার মধ্যে দিয়ে বিবাহ-বিচ্ছেদের জন্য ৫ ফেব্রুয়ারি আবেদন জানিয়েছিলেন চাহাল এবং ধনশ্রী। তবে ২০ ফেব্রুয়ারি পারিবারিক আদালত ছ’ মাসের কুলিং-অফ (Cooling Off) পিরিয়ড মুকুব করবে না বলে জানিয়ে দেয়। এদিকে বিয়ের দেড় বছর পর, ২০২২ সালের জুন মাস থেকে আলাদা থাকছেন দুজনে। পারিবারিক আদালত আরও জানিয়েছিল, চাহালের ধনশ্রীকে খোরপোশ হিসেবে দিতে হত ৪.৭৫ কোটি টাকা, কিন্তু চাহাল এখন পর্যন্ত ২.৩৭ কোটি টাকা দিয়েছেন। তাছাড়া মধ্যস্থতার বিষয়টিও আংশিকভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছিল। পারিবারিক আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে চাহাল এবং ধনশ্রী হাইকোর্টে যুগ্মভাবে আবেদন করেন যাতে বিবাহ-বিচ্ছেদ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। হিন্দু বিবাহ আইনের ১৩বি ধারা অনুযায়ী বিবাহ-বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগে ছয় মাসের কুলিং-অফ পিরিয়ড বাধ্যতামূলক। স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক কোনওভাবে যদি জোড়া লাগানো যায়, সেই আশাতেই এই ছ’মাস। তবে সম্পর্ক জোড়া লাগার কোনও সম্ভাবনা না থাকলে কুলিং-অফ পিরিয়ড বাতিল করা যায়। এক্ষেত্রে বম্বে হাইকোর্টের বিচারপতি মাধব জামদার সেটাই মনে করেছিলেন এবং সেই অনুযায়ী পারিবারিক আদালতকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন।
বিলেত সফরে মমতা, বাংলা সামলাবে টাস্কফোর্স

শুক্রবার বিলেত যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাতদিনের সফর। সেসময় রাজ্য কে সামলাবে তার জন্য একটি টাস্ক ফোর্স গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই টাস্ক ফোর্সের নেতৃত্বে পুলিশ ও আমলাদের সমন্বয়ে প্রশাসন চলবে। মুখ্যমন্ত্রী বিদেশ সফরে থাকাকালীন রাজ্য সামলাবার জন্য এই প্রথম টাস্ক ফোর্স গড়়া হল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ফোনে তাঁকে সবসময় পাওয়া যাবে। প্রয়োজনে তিনি পরামর্শ দেবেন। ২২ থেকে ২৮ মার্চ লন্ডন (London) সফর মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। সেসময় তিনি পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে গেলেন টাস্ক ফোর্সের (Task Force) হাতে। রাজ্যের পাঁচ মন্ত্রী সেই দায়িত্ব সামলাবেন। তাঁরা হলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন মুখ্যসচিব মনোজ পন্থ। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী ওই টাস্ক ফোর্স গড়ার কথা জানিয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখবেন পুলিশ কর্তা রাজীব কুমার ও মনোজ ভার্মা। আমলাদেরও কাজের ভার নিতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২৪ মার্চ লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান। ২৫ মার্চ বাণিজ্য সম্মেলন। ২৬ মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক। ২৭ মার্চ অক্সফোর্ডে ভাষণ। ২৮ তারিখ লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা। উল্লেখ্য, এর আগে চীন, শিকাগো সহ একাধিক বিদেশ সফরের জন্য মুখ্যমন্ত্রীকে ছাড়পত্র দেয়নি ভারত সরকার। এদিন মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন দেশ থেকে তাঁর আমন্ত্রণ রয়েছে। তিনি লন্ডন সফরে থাককালীন রাজ্যের সবাই যাতে শান্তিতে থাকেন তা ভালোভাবে নজরে রাখতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।