আরজি করের নির্যাতিতার পরিবার হাতে পেল ডেথ সার্টিফিকেট

আরজি করে নির্যাতিতা তরুণীর ডেথ সার্টিফিকেট হাতে পেল তাঁর পরিবার। বুধবার তাঁদের বাড়িতে গিয়ে মৃত্যুর নথি দিয়ে এসেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। এত দিন ওই নথি তাঁদের কাছে ছিল না বলে দাবি করেছেন নির্যাতিতার বাবা-মা। একাধিক বার এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন। অবশেষে ডেথ সার্টিফিকেট পেলেন তাঁরা। ডেথ সার্টিফিকেট পেয়ে নির্যাতিতার বাবা বলেন, ‘‘স্বাস্থ্যসচিব আমাদের বাড়িতে এসেছিলেন। আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের মূল কপিটা দিয়ে গেলেন। বললেন, পরবর্তী সময়ে অন্য কপি দরকার হলে এমএসভিপি তা দিয়ে দেবেন। আমাদের কাছে লিঙ্ক এসে গিয়েছে। প্রয়োজনে আমরা প্রিন্ট আউট বার করে নিতে পারব।’’ সেপ্টেম্বর মাস থেকে ডেথ সার্টিফিকেটের জন্য ঘোরাঘুরি করছিলেন, জানিয়েছেন নির্যাতিতার বাবা। তাঁর কথায়, ‘‘সেপ্টেম্বর মাস থেকে আমরা চেষ্টা করছিলাম। ৩১ জানুয়ারি লিখিত দিই। তার পর এক বার স্বাস্থ্য ভবন, এক বার বোরো অফিস, এক বার আরজি কর— এই চলছিল। অনেক ঘোরাঘুরি করেছি। হঠাৎ করে স্বাস্থ্য সচিব নিজেই চলে এসেছেন দেখলাম।’’

২৩ মার্চ থেকে প্রত্যেক রবিবার বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা

মেট্রোর সমস্যা প্রায় নিত্যদিনের। প্রতিদিনই যাত্রীরা বিভিন্ন অভিযোগ তোলেন মেট্রো নিয়ে। আর এবার ছুটির দিনে বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা ( Green Line Metro)। জানা যাচ্ছে এই পরিষেবা বন্ধ থাকতে চলেছে অনির্দিষ্টকালের জন্য। বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করে এমনটাই জানানও হল মেট্রোর পক্ষ থেকে। কিন্তু কেন? ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) ইন্টারলকিংয়ের ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ২২ মার্চ থেকে প্রত্যেক রবিবার বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা। অর্থাৎ হাওড়া-ময়দান থেকে সল্টলেক সেক্টর ৫ পর্যন্ত যেই যাত্রীরা যাতায়াত করেন তাদের জন্য এটি যথেষ্ট উদ্বিগ্নের খবর। এই রুটের যাত্রীরা রবিবার আর গ্রিন লাইন মেট্রো পরিষেবা পাবেন না। বিজ্ঞপ্তিতে আরও জানানও হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত প্রত্যেক রবিবার বন্ধ থাকতে চলেছে গ্রিন লাইন মেট্রো পরিষেবা। তবে এই বিজ্ঞপ্তি শুধুমাত্র গ্রিন লাইন মেট্রো পরিষেবার জন্য। ব্লু লাইন মেট্রো পরিষেবাতে কোন ব্যাঘাত ঘটবেনা। যেমন প্রতি রবিবার ব্লু লাইন মেট্রো (Blue Line Metro) পরিষেবা থাকে তা একই থাকবে।

কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

বেশ কিছু জেলায় হতে পারে শিলাবৃষ্টি। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা কমবে বৃহস্পতিবার ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতে। হাওয়ার বেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিলোমিটার। এই জেলাগুলিতে একই পূর্বাভাস রয়েছে শুক্রবারের জন্যেও। ওই দিন ঝড়বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান এবং হাওড়াতেও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে শুক্রবার পর্যন্ত। শনিবার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনাতেও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হাওয়ার বেগ কিছুটা কম থাকবে বাকি জেলাগুলিতে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। শুক্রবার এবং শনিবার উত্তরের সব ক’টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হাওয়ার বেগ বেশি হতে পারে।