শ্রীকৃষ্ণের বাণী সঙ্কটে পথ দেখায়: আমেরিকার গোয়েন্দা প্রধান

আমেরিকার (US) গোয়েন্দা প্রধান (US Director of National Intelligence) তুলসী গাবার্ড (Tulsi Gabbard)। ভারত সফরে এসেছেন। দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের (Ajit Doval) নেতৃত্বে ২০টি দেশের সংশ্লিষ্ট সম্মেলনে (Conference) অংশ নিয়েছেন। জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় এর আয়োজন করেছে। একটি ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্পের গোয়েন্দা দফতরের ডিরেক্টর তুলসী তাঁর শ্রীকৃষ্ণ (Lord Krishna) ভক্তির কথা জানালেন। কীভাবে খারাপ সময়ে শ্রীমদ্ভগবদগীতায় (Bhagavad Gita) শ্রীকৃষ্ণের অর্জুনকে বলা উপদেশ তাঁকে পথ দেখায় তা জানালেন তুলসী। কর্মজীবনের প্রথম অংশে আমেরিকার সেনাবাহিনীতে কাজ করেছেন। আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সোমবার এনআইকে দেওয়া ইন্টিরভিউতে বলেন, ভগবদগীতায় শ্রীকৃষ্ণের শিক্ষা তাঁর শক্তির উতস্য ও পথ প্রদর্শক। কঠিন মুহূর্তে ও সাফল্য সর্বত্রই রাস্তা দেখায়। বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ ক্ষেত্রে কিংবা বর্তমান আন্তর্জাতিক ইস্যুর ক্ষেত্রে গীতার শরণাপন্ন হই। গাবার্ড রবিবার দিল্লি এসেছেন। গোয়েন্দা সহযোগিতা নিয়ে ভারতীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সাইবার নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে তুলসীর সঙ্গে দেখা করেছিলেন। জার্মানিতে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের পর এটি তুলসীর দ্বিতীয় বিদেশ সফর। গোয়েন্দা প্রধান হয়ে এই প্রথম ভারত সফর করলেন তিনি। উল্লেখ্য, এর আগেও তিনি হিন্দু ধর্মের প্রতি ভক্তির কথা আমেরিকায় প্রচার করেছেন।
বোল্ড লুকে নজর কাড়লেন রেখা

কয়েক বছর ধরে সিনেমা থেকে দূরে রয়েছেন রেখা (Rekha)। তবে তিনি বরাবরই মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন৷ তিনি বলিউডের সবচেয়ে বিতর্কিত অভিনেত্রীও বটে। এ সবের মধ্যে আজও রেখার রূপের জাদু নজর কাড়ে অনুরাগীদের। সত্তরের রেখা যেন ১৮ তন্বী। এই বয়সেও বোল্ড লুকে নজর কাড়লেন অভিনেত্রী। দেখে নেব সেই ঝলক অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারওর অজানা নয়। প্রকাশ্যে নিজেই স্বীকার করেন এই কথা। যদিও এক সময় পর্দার ‘উমরাওজান’ সকলকে চমকে দিয়ে বিয়ে করেন দিল্লির এক ব্যবসায়ীকে ৷ তবে সেই বিয়ে ক্ষণস্থায়ী। শুধু ব্যাক্তিগত জীবন নয়, রেখা (Rekha) তাঁর দাপুটে অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন। তাঁর অনন্য শাড়ির সম্ভাব থেকে অনুপ্রেরণা নেন ফ্যাশান ডিজাইনাররাও। বয়স ৭০ হলেও তা দেখে বোঝার উপায় নেই। এখনও স্বমহিমায় নিজেকে ধরে রেখেছেন তিনি। এখনও তাঁরা রূপের ছটায় বুঁদ দর্শক। অভিনেত্রী রেখা আবারও প্রমাণ করলেন কেন তিনি স্টাইলের অবিসংবাদিত। তিনি সাদা প্যান্টসুট পরে পিন্টু কি পাপ্পির ট্রেলার লঞ্চে অংশ নিয়েছিলেন। স্যুটের জন্য নিজের সিগনেচার শাড়ি ছেড়ে, রেখাকে সাদা রঙের ব্লেজার পরে ম্যাচিং সাটিন ব্লাউজ এবং চওড়া পায়ের প্যান্ট পরে রেড কার্পেট মাতাতে দেখা গেল। তিনি তার লুকটি সম্পূর্ণ করেছেন ওভারসাইজ কালো সানগ্লাস, সোনালী কানের দুল এবং একটি সাদা টুপি,সোনালী প্ল্যাটফর্ম স্নিকার্স দিয়ে যা ভিনটেজ গ্ল্যামারের ছোঁয়া। রেখার লুকে মুগ্ধ অনুরাগীরা। View this post on Instagram A post shared by Manish Malhotra (@manishmalhotra05)
IPL-এর আগে বিরাট ঘোষণা রেলের

বেজে গিয়েছে দামামা, আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL 2025)। আর এবারের আইপিএল-কে ঘিরে শহর কলকাতায় (Kolkata) বাড়তি উত্তেজনা। কারণ, গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এবারের উদ্বোধনী ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে। আর এই ম্যাচটি হবে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে। শুধু তাই নয়, ফাইনাল এবং দ্বিতীয় কোয়ালিফায়ার মিলিয়ে মোট আটটি ম্যাচ খেলা হবে ইডেনে। আর সেই কারণে আইপিএল দেখতে আসা দর্শকদের সুবিধার্থে বড় পদক্ষেপ নিল রেল। বিশেষ করে হাওড়া ডিভিশনের (Howrah Rail Division) যাত্রীরা এতে উপকৃত হবেন। সম্প্রতি, হাওড়া ডিভিশনের তরফে ঘোষণা করা হয়েছে যে, ইডেনে ম্যাচের দিনগুলিতে একটি হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেনের সময়সীমা ১০ মিনিট পিছিয়ে দেওয়া হবে। যাতে এই রুটের দর্শকদের ম্যাচ দেখতে ফিরতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই পদক্ষেপ নিয়েছে রেল। সোমবার রেলের হাওড়া ডিভিশনের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৩৭২৯১ হাওড়া-ব্যান্ডেল ইএমইউ লোকাল ট্রেনটি ম্যাচের দিনগুলিতে ১০ মিনিট পরে ছাড়বে হাওড়া থেকে। আগামী ২২ মার্চ, ৩ এপ্রিল, ২১ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ২৩ মে এবং ২৫ মে তারিখে এই ট্রেনটি রাত ১১.৪৫-এর পরিবর্তে হাওড়া স্টেশন থেকে ছাড়বে রাত ১১.৫৫-তে।