মার্চেই সম্পন্ন হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার পক্ষ থেকে একটি বৈঠকের ডাক দেওয়া হয়। সেই বৈঠকে যোগদান করতে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু তাঁর উপর চরাও হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। তারপর থেকেই উতপ্ত থাকে গোটা বিশ্ববাদ্যালয় চত্ত্বর। যার জেরে বেশ কয়েকদিন যাবৎ অস্থির পরিস্থিতিই থাকে বিশ্ববিদ্যালয় চত্ত্বর জুড়ে। আর সেই দরুন বিশ্ববিদ্যালয়ের বেশকিছু পরীক্ষা সম্পন্ন হয়নি। তবে এবার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল যেই পরীক্ষাগুলি বাকি রয়েছে সেই পরীক্ষা শেষ করতে হবে চলতি মাসের মধ্যেই। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূলত ইউজি এবং পিজির বেশকিছু বিভাগের পরীক্ষা বাকি রয়েছে। সেই সব পরীক্ষা চলতি মাসেই পুনরায় নেওয়া হবে বলে জানালেন পরীক্ষা নিয়ামক সাত্বকী ভট্টাচার্য। পরীক্ষার দিন হিসাবে ধার্য করা হয়েছে ২১, ২২ এবং ২৮ মার্চ। তবে আগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের আর পরীক্ষা দিতে হবে কিনা সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর সিংহভাগ ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারাই পরীক্ষায় বসেনি। এর সঙ্গে কলা বিভাগের বেশ কিছু পরীক্ষা যেগুলো নেওয়া হবে। সব মিলিয়ে প্রায় ৩০ টি বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, খুব কম সংখ্যক পড়ুয়াই পরীক্ষা দিয়েছিল, তাই সেইসব খাতা খুলেই দেখা হয়নি। যেই দিনগুলি ধার্য করা হয়েছে সেই দিনের পরীক্ষার জন্য আবার নতুন করে প্রশ্নপত্র তৈরি হতে পারে বলেও জানা যাচ্ছে।
বিপুল অস্ত্র উদ্ধার শিয়ালদহ স্টেশনে

ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার (Huge weapons) । ব্যস্ততম শিয়ালদা স্টেশনে (Sealdah station) কলকাতা পুলিশের এসটিএফ (STF) আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করেছে। ৬ টি আগ্নেয়াস্ত্র (FireArms) উদ্ধার হয়েছে। ধৃত যুবকের নাম হাসান শেখ (Hasan Sheikh) । মালদার বাসিন্দা। পুলিশের চোখে ধুলো দিতে জামাকাপড়ে নীচে লুকিয়ে অস্ত্র পাচারের পরিকল্পনা ছিল। সোমবার সকালে এই অস্ত্র উদ্ধারে ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, বিহারের (Bihar) খাগারিয়ায় (Khagaria) অস্ত্র তৈরি হয়েছে। সেখান থেকে সড়কপথে মানসিংহে আনা হয়। পরে শিয়ালদা ট্রেনে করে পাচার। এন্টালি থানার সংলগ্ন শিয়ালদা স্টেশন এই অস্ত্র উদ্ধার ঘটনা ঘিরে দুষ্কৃতকারীরা এই জায়গাটি সেফ করিডর তৈরি করছে? সেই প্রশ্নই ফের উসকে দিয়েছে। ব্যাগ থেকে একে একে ছ’টি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ধৃত ৪২ বছরের হাসান শেখ মালদার কালিচকের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। আটক ব্যক্তিকে গ্রেফতার করে অস্ত্র আইনে মামলা করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, “আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে শিয়ালদা চত্বরে আর্মস ডেলিভারি হবে। সেই মতো আজ, সকালে হাটেবাজারে এক্সপ্রেস ঢোকার সময় শিয়ালদা স্টেশনে পৌঁছন তদন্তকারীরা। অস্ত্র সহ তাকে পাকরাও করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ওই ব্যাগের ভিতরেই জামাকাপড়ের তলায় লুকিয়ে পাচার করা হচ্ছিল আগ্নেয়াস্ত্র।” কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর পিছনে আর কারা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান এই বিপুল পরিমাণ অস্ত্র একার পক্ষে আনা সম্ভব নয়।
তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টি

চলছে ফাল্গুনের শেষ। কিন্তু তার আগেই পশ্চিমবঙ্গে জ্যৈষ্ঠ মাসের মত গরম। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই পূর্বাভাস ছিল সপ্তাহান্তে রাজ্যের বেশকিছু জেলায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতির সৃষ্টি হবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং ঝাড়গ্রামে। এসব জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুয়েছিল বলে জানা যাচ্ছে। কিন্তু বিকেল হওয়ার সঙ্গে সঙ্গেই এল স্বস্তির খবর। রাজ্যের বেশকিছু জেলায় বিকেল নামার সঙ্গে সঙ্গে ঝেঁপে নামল বৃষ্টি। হুগলী, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে হল বৃষ্টি। তাতে হঠাৎ করেই যে তীব্র গরমে হাঁসফাঁস পরিস্থতির যে আবহ তৈরি হয়েছে তার থেকে কিছুটা হলেও মুক্তি পাবে সকলে। বাঁকুড়ায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে। বড় বড় শিলাতে ছেয়ে যায় গোটা মাঠ চত্বর। তীব্র গরম থেকে স্বস্তি মিললেও রয়েছে আলু চাষে ক্ষয়ক্ষতির আশঙ্কা। তবে গরমে যে এবার নাজেহাল অবস্থা হতে চলেছে বঙ্গবাসীর তা বলার অপেক্ষায় আর নেই। মার্চের মাঝামাঝি রাজ্যে যা অবস্থা এর থেকেই খানিকটা স্পষ্ট এপ্রিল-মে মাসে তীব্র দহন জ্বালায় পুড়তে চলেছে বঙ্গ।